টিম নির্বাচনের পিছনে ছিলেন বাবর আজম!
বাবর আজম - ছবি : সংগৃহীত
মিথ্যে বলছে মিডিয়া। দল গঠন নিয়ে কখনই বিরক্ত নন দলের অধিনায়ক বাবার আজম। আসন্ন টি২০ বিশ্বকাপের দল দেখে রেগে জাননি বাবর আজম। এমনটাই জানালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চিফ এক্সিকিউটিভ ওয়াসিম খান। এ বার দল গঠন নিয়ে মিডিয়ার সাথে বিরোধ মেটাতে এগিয়ে এলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান।
ঘটনার সূত্রপাত হয়েছিল এক দিন আগে। আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। খবর প্রকাশিত হয় যে ওই দল নিয়ে নাকি একটুও খুশি নন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। জিও টিভির সূত্রে বলা হয়, দল নিয়ে নিজের বিরক্ত প্রকাশ করেছেন টি২০ ক্রিকেটে বিশ্বের দুই নম্বর ব্যাটসম্যান।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন ২০২১ টি২০ বিশ্বকাপের জন্য নির্বাচিত স্কোয়াড নিয়ে যারা খুশি নন তাদের মধ্যে পাকিস্তান অধিনায়ক বাবর আজমও রয়েছেন। শোনা গেছে বোর্ড নাকি বাবার আজমকে দলের গঠন নিয়ে উদ্বিগ্ন হতে দেননি। যাতে বাবর আজম নিজের খেলার দিকে বেশি মনোনিবেশ দেন তাই তাকে বাছাই প্রক্রিয়া থেকে দূরে রাখা হয়েছিল। মানে অধিনায়ককে বাদ দিয়েই নাকি দল নির্বাচন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
প্রতিবেদনে বলা হয়েছিল যে আজম খান ও সোহাইব মাকসুদের মতো কয়েকটি নির্বাচন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বাবর আজম। জানা গেছে ফাহিম আশরাফ ও ফখর জামানের মতো অভিজ্ঞ খেলোয়াড়কে দলে নিতে চেয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক। জিও টিভির সূত্রে বলা হয়েছিল, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারপারসন পদের সম্ভাব্য প্রার্থী সাবেক ক্রিকেটার রামিজ রাজার সাথে পরামর্শের পরেই খান ও মাকসুদকে দলে নেয়া হয়েছিল।
এরপরেই সামনে আসেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চিফ এক্সিকিউটিভ ওয়াসিম খান। তিনি জানান, ‘এটা আমাদের নজরে এসেছে যে পাকিস্তানের জাতীয় দলের পরিবেশ সম্পর্কে প্রকৃতপক্ষে ভুল প্রতিবেদন প্রচার করা হচ্ছে। আসন্ন আন্তর্জাতিক অ্যাসাইনমেন্টের জন্য যে দল ঘোষণা করা হয়েছে, সেই দল গঠনের পিছনে সক্রিয়ভাবে রয়েছেন আমাদের অধিনায়ক বাবর আজম।’
সূত্র : হিন্দুস্তান টাইমস