চলতি মাসেই শুরু ভারতের প্রথম ভাসমান ক্ষেপণাস্ত্র পরীক্ষা

অন্য এক দিগন্ত ডেস্ক | Sep 08, 2021 01:46 pm
চলতি মাসেই শুরু ভারতের প্রথম ভাসমান ক্ষেপণাস্ত্র পরীক্ষা

চলতি মাসেই শুরু ভারতের প্রথম ভাসমান ক্ষেপণাস্ত্র পরীক্ষা - ছবি সংগৃহীত

 

ভারতের প্রথম ভাসমান ক্ষেপণাস্ত্রের টেস্ট রেঞ্জের (এফটিআর) ট্রায়াল শুরু হতে চলেছে। চলতি মাসেই কাজ শুরু করবে আইএনএস অন্বেষ। জাহাজটি আগামী দু'মাসের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌসেনায় অন্তর্ভুক্ত হবে বলে মনে করা হচ্ছে।


কোচি শিপইয়ার্ডে নির্মিত এবং ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির ডিজাইন করা প্রায় ৯০০০ টনের এই জাহাজ। এটির মাধ্যমে উপকূল থেকে ভারত মহাসাগরের প্রায় ১,৫০০ কিলোমিটার অভ্যন্তরে পরীক্ষা চালানো হবে। এমন স্থান বেছে নেয়া হবে যাতে নৌপথের যাতায়াতকারী যান বা জনসাধারণের কোনো ক্ষতির আশঙ্কা না থাকে।

এই শক্তি বৃদ্ধির মূলে দুটি লক্ষ্য। প্রথমত, ভারত মহাসাগর এলাকায় ভারতের আধিপত্য সুদৃঢ় করা। দ্বিতীয়ত, নৌপথে কোনো প্রকার হুমকির আশঙ্কা দূর করা। চলতি বছর কমপক্ষে চারটি জাহাজ ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে আছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ট্র্যাকিং জাহাজ আইএনএস ধ্রুব। স্টেলথ গাইডেড ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী আইএনএস বিশাখাপত্তনম এবং ডিজেল অ্যাটাক সাবমেরিন আইএনএস ভেলা চলতি বছরের শেষের দিকে সাগরে নামবে।
সূত্র : হিন্দুস্তান টাইমস


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us