ইসরাইলকে গাজা অবরোধ বন্ধ করতে বলল হামাস
ইসরাইলকে গাজা অবরোধ বন্ধ করতে বলল হামাস - ছবি সংগৃহীত
গাজায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরাইল যদি গাজার উপর থেকে অবরোধ সম্পূর্ণভাবে প্রত্যাহার না করে, তাহলে প্রতিরোধ আন্দোলন আরো বৃদ্ধি পাবে। ২০০৭ সালের মাঝামাঝি থেকে গাজার উপর অবরোধ আরোপ করে ইসরায়েল।
গাজায় এক সমাবেশে বক্তৃতাকালে সিনওয়ার ইসরাইলকে গাজার ওপর অবরোধ তুলে নেয়ার আহ্বান জানান। অন্যথায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন সামরিক মোকাবেলার দিকে এগিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।
ইসরাইলি সাংবাদিক গাল বার্জারের মতে, গত দুই মাসে প্রথমবারের মতো সিনওয়ারের উপস্থিতি ইসরাইলকে একটি শক্তিশালী বার্তা দিচ্ছে।
ওই ইসরায়েলি সাংবাদিক নিশ্চিত করেছেন, গাজার পুনর্গঠনের জন্য কাতার কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আল-ইমাদির সাথে দেখা করার সময় সিনওয়ার শেষবার জনসম্মুখে হাজির হয়েছিল।
বার্জারের মতে, বক্তৃতাকালে সিনওয়ার ঘোষণা করেন, আসন্ন সংঘর্ষ আল-কাসাম ব্রিগেডের প্রধান সেনাপাতি মোহাম্মদ দেইফের হাতে পরিচালিত হবে এবং গাজা তার জন্য প্রস্তুত।
সূত্র : মিডলইস্ট মনিটর