সৌদি আরবে নারী সৈন্যদের প্রথম ব্যাচের গ্রাজুয়েশন সম্পন্ন

অন্য এক দিগন্ত ডেস্ক | Sep 04, 2021 05:02 pm
সৌদি আরবে নারী সৈন্যদের প্রথম ব্যাচের গ্রাজুয়েশন সম্পন্ন

সৌদি আরবে নারী সৈন্যদের প্রথম ব্যাচের গ্রাজুয়েশন সম্পন্ন - ছবি সংগৃহীত

 

সৌদি আরবে নারী সৈন্যদের প্রথম ব্যাচের গ্রাজুয়েশন সম্পন্ন হয়েছে। বুধবার সৌদি আরবের প্রথম মহিলা নিয়োগপ্রাপ্তরা সশস্ত্র বাহিনীর মহিলা ক্যাডার প্রশিক্ষণ কেন্দ্র থেকে গ্রাজুয়েট হন। সমাবর্তন অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো নারীরা সম্মুখ সমরে অংশগ্রহণ করা শুরু করছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সৌদি আরব প্রথম বারের মতো নারীদের জন্য সামরিক পদ উন্মুক্ত করে, যাতে তারা একটি সমন্বিত বাহিনীর অংশ হিসেবে কার্যক্রম পরিচালনা করতে পারে।

১৪ মে থেকে শুরু হওয়া ১৪ সপ্তাহের সামরিক প্রশিক্ষণ শেষে মহিলা সৈনিকদের গ্রাজুয়েশন অনুষ্ঠানের একটি ভিডিও ক্লিপ বৃহস্পতিবার টুইটারে প্রকাশ করে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ।

‘সৌদি প্রেস এজেন্সি’ (এসপিএ) জানায়, গ্রাজুয়েশন অনুষ্ঠানে সৌদি চিফ অব স্টাফ ফায়’য়াদ বিন হামেদ আল-রুওয়াইলিসহ অন্য জ্যেষ্ঠ সেনা-অধিনায়করা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ‘সশস্ত্র বাহিনী শিক্ষা ও প্রশিক্ষণ কর্তৃপক্ষ’-এর প্রধান আদেল আল-বালাবি বলেন, নারী সামরিক প্রশিক্ষণ কেন্দ্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রশিক্ষণ কেন্দ্রটি চমৎকার প্রশিক্ষণ কর্মসূচি এবং পাঠ্যক্রমের পাশাপাশি একটি আদর্শ শিক্ষার পরিবেশ প্রদান করে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সৌদি আরব প্রথমবারের মতো নারীদের জন্য সামরিক পদে প্রবেশ করার সুযোগ দেয়, ফলে তাদের সমন্বিত বাহিনীর অংশ হিসেবে কার্যক্রম পরিচালনা করার অনুমতি মেলে।

সৌদি নারীরা এখন থেকে সৈনিক থেকে সৌদি রাজকীয় বিমান প্রতিরক্ষা বাহিনী, সৌদি রাজকীয় নৌবাহিনী, সৌদি রাজকীয় কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনী এবং সেনাবাহিনীর চিকিৎসক বিভাগে কর্মকর্তা হিসেবে যোগ দান করতে পারবে। ২১ থেকে ৪০ বছর বয়সী সৌদি নারীরা এই পদগুলোর জন্য আবেদন করতে পারেন।

আবেদনের যোগ্য বলে বিবেচিত হওয়ার জন্য একজন সৌদি নারীর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পাশাপাশি একটি স্বাধীন জাতীয় পরিচয়পত্র থাকতে হবে এবং কোনো অ-সৌদি নাগরিকের সাথে বিবাহিত হওয়া যাবে না। নারীদের সৌদি সামরিক বাহিনীতে যোগদানের অনুমতি দানের এই পরিবর্তন রাজ্যটির ‘ভিশন ২০৩০’-এর অংশ হয়ে উঠেছে, যা দেশটির জীবনযাত্রা ও সরকারের প্রায় প্রতিটি দিককেই সংস্কার করতে চায়। এর মধ্যে একটি দিক হলো নারীর ক্ষমতায়ন এবং সকল ক্ষেত্রে লিঙ্গ সমতা।

সাম্প্রতিক বছরগুলোতে দেশটি নারীর ক্ষমতায়নের জন্য বেশ কিছু সংস্কার গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে নারীরা যেন গাড়ি চালাতে পারে এবং ক্রীড়াদল এবং ক্রীড়াঙ্গনে প্রবেশ করতে পারে তা নিশ্চিত করা এবং এর আগে যেসব পেশা আগে কেবল পুরুষদের জন্য সহজলভ্য ছিল, সে সব পেশা গ্রহণ করতে পারবে ।

সূত্র : সিয়াসত


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us