ধোনির অবসর নিয়ে ৭ বছর পরে মুখ খুললেন শাস্ত্রী

অন্য এক দিগন্ত ডেস্ক | Sep 04, 2021 01:36 pm
ধোনির অবসর নিয়ে ৭ বছর পরে মুখ খুললেন শাস্ত্রী

ধোনির অবসর নিয়ে ৭ বছর পরে মুখ খুললেন শাস্ত্রী - ছবি সংগৃহীত

 

২০১৪ সালে বর্ডার-গাভাস্কর ট্রফিতে মেলবোর্ন টেস্ট ড্র হওয়ার পরেই আচমকা বিশ্বক্রিকেটকে স্তম্ভিত করে অবসরের ঘোষণা করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু ভারতের সর্বকালের অন্যতম সফলতম অধিনায়কের এই সিদ্ধান্ত প্রথম দিকে মানতে চাননি রবি শাস্ত্রী। ৯০ টেস্টে ৩৮.১০ গড়ে ৪৮৭৬ রান করে আলবিদা জানিয়েছিলেন ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটকে। আর ১০টা টেস্ট খেললেই তো শততম টেস্ট খেলা হয়ে যেত। রবি শাস্ত্রী বারবার বুঝিয়ে ছিলেন মাহিকে। কিন্তু ধোনি শোনেননি। নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন।

এ বার ধোনির টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে মুখ খুললেন শাস্ত্রী। ভারতের হেড স্যার সম্প্রতি নিজের বই, ‘স্টার গেজিং : দ্যা প্লেয়ার্স ইন মাই লাইফ’-এ বলেছেন, ‘এমএস ওই সময় ভারতের এমনকি বিশ্বের সবথেকে বড় ক্রিকেটার ছিল। তিনটি আইসিসি শিরোপাসহ। দুটি বিশ্বকাপ তো বটেই আইপিএল থেকে মনিমানিক্য কিছু কম ছিল না তার। দারুণ ফর্মে ছিল, সেইসাথে ১০০ টেস্ট ম্যাচ থেকে মাত্র ১০ ম্যাচ দূরে ছিল।’

শাস্ত্রী জানিয়েছিলেন, ‘দলের সেরা তিনজন ফিট প্লেয়ারের একজন ছিল এমএস। ও চাইলেই নিজের কেরিয়ারের পরিসংখ্যান উন্নত করতেই পারত। হ্যাঁ তার বয়স কমছিল না। তবে এতটাও বয়স হয়ে যায়নি তার। সেই সময় তার সিদ্ধান্ত যুক্তিহীন মনে হয়েছিল।’

তবে বর্তমানে ধোনির এই সিদ্ধান্তকে সঠিক মনে করছেন শাস্ত্রী। তিনি নিজের বইয়ে লিখেছেন, ‘অনেক ক্রিকেটারই বলেন, ক্রিকেটের ব্যক্তিগত নজির, মাইলস্টোন তাদের স্পর্শ করে না। তবে কিছু কিছু বিষয় তো তাদের ছুঁয়ে যায়। আমি ঘুরিয়ে ফিরিয়ে ধোনির মন ভাঙানোর চেষ্টা করেছিলাম। তবে তার কন্ঠস্বরে এমন কাঠিন্য ছিল, যে আমি আর এগোতে পারিনি। আমার মনে হয় তার সিদ্ধান্ত একদম ঠিকঠাক ছিল- সাহসী এবং নিঃস্বার্থ। ক্রিকেট বিশ্বের সবচেয়ে শক্তিশালী পজিশন ছেড়ে দেয়ার সিদ্ধান্ত মোটেই সহজ নয়।’
সূত্র : হিন্দুস্তান


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us