শিগগিরই উদ্বোধন বাদশাহ সালমানের নামে নির্মিত মালদ্বীপের বৃহত্তম মসজিদ
শিগগিরই উদ্বোধন বাদশাহ সালমানের নামে নির্মিত মালদ্বীপের বৃহত্তম মসজিদ - ছবি : সংগৃহীত
দীর্ঘ প্রতীক্ষিত মালদ্বীপের বৃহত্তম মসজিদ ‘বাদশাহ সালমান মসজিদ’ শিগগিরই উদ্বোধন করা হতে চলেছে।
মসজিদটি সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদের তত্ত্বাবধানে অর্থায়ন করা হয়েছিল। তিনি নিজে এতে প্রায় ২৫০ মিলিয়ন ডলার দান করেছেন।
উল্লেখ্য, ৩০ আগস্ট ২০২১ মসজিদটি চালুর ব্যবস্থা নিয়ে আনুষ্ঠানিক বৈঠকে দুই দেশের একাধিক কর্মকর্তার উপস্থিতিতে আলোচনা করার সময় রাজ্যটির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইসলামী বিষয়, আহ্বান ও নির্দেশনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত উপ-সচিব শেখ আওয়াদ আল-এনেজি।
মসজিদটি ৬ তলা বিশিষ্ট এবং এতে ১০ হাজারেরও বেশি মুসুল্লি নামাজ পড়তে পারবে। এর মধ্যে রয়েছে একাধিক কাজে ব্যবহারযোগ্য হলঘর, আন্তর্জাতিক গ্রন্থাগার, পবিত্র কোরআন শিক্ষার কেন্দ্র, শ্রেণীকক্ষ ও সম্মেলনকক্ষ।
গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মসজিদটিতে ইসলামের পাঁচটি স্তম্ভের প্রতিনিধিত্বকারী ৫টি মিনার রয়েছে। মসজিদটিতে ৪৪,১০০ বর্গফুট পার্কিং এলাকাও রয়েছে।
২০১৬ সালে মসজিদ তৈরির ঘোষণা দেয়া হয়। নির্মাণ শুরু হয় ২০১৮ সালের শুরুতে। সরকার আগে ২০২০ সালের শুরুতে মসজিদটি উদ্বোধন করর পরিকল্পনা করা হয়েছিল। পরে এই বছর রমজান মাসে মসজিদটি উদ্বোধন করার কথা ছিল। কিন্তু ক্রমবর্ধমান কোভিড-১৯ মহামারীর কারণে দু’বারই তা স্থগিত করা হয়।
মসজিদটির নির্মাতা তুর্কি ঠিকাদার ‘টারমাকস গ্রুপ’ রাজধানীর শহরতলী হুলহুমালের ট্রিটপ হাসপাতালও নির্মাণ করেছে।
সূত্র : সিয়াসত