২8 বছর পর বাড়ি ফিরলেন আজারবাইজানের কালবাজারের বাসিন্দারা

অন্য এক দিগন্ত | Sep 03, 2021 08:21 pm
২8 বছর পর বাড়ি ফিরলেন আজারবাইজানের কালবাজারের বাসিন্দারা

২8 বছর পর বাড়ি ফিরলেন আজারবাইজানের কালবাজারের বাসিন্দারা - ছবি : সংগৃহীত

 

‘শরণার্থী ও অভ্যন্তরীণভাবে স্থানচ্যুতদের সহায়তাকারী জাতীয় কমিটি’-র আয়োজিত সফরের অংশ হিসেবে কালবাজার বাসিন্দারা তাদের নিহত আত্মীয়স্বজনের বধ্যভূমিতে পুষ্পার্পণ করবেন এবং জাতীয় বীর শাহলার শুকুরভের কবর পরিদর্শন করবেন

কারাবাক অঞ্চলে আর্মেনিয়ান দখলদারিত্ব চলাকালে ২৮ বছর নির্বাসনের পর আজারবাইজানের কালবাজারের মূল বাসিন্দাদের একটি দল অবশেষে তাদের নিজ ভূমি পরিদর্শন করতে সমর্থ হয়েছে। ট্রেন্ড নিউজ এজেন্সি এই খবর দিয়েছে।

‘শরণার্থী ও অভ্যন্তরীণভাবে স্থানচ্যুতদের সহায়তাকারী জাতীয় কমিটি’-র আয়োজিত এই সফরের অংশ হিসেবে কালবাজার বাসিন্দারা তাদের নিহত আত্মীয়স্বজনের বধ্যভূমিতে পুষ্পার্পণ করবেন এবং জুলফগার্লি গ্রামে জাতীয় নায়ক শাহলার শুকুরভের কবর পরিদর্শন করবেন ।

সফর চলাকালীন সফরকারী গুনাশলি গ্রামে ভ্রমণবিরতি করবেন বলে আশা করা হচ্ছে।

যখন আর্মেনিয়া কালবাজারে দখল করে নেয় তখন কালবাজারে প্রায় ৬০,০০০ আজারবাইজানি বসবাসরত ছিল। আর্মেনীয় আক্রমণের পর তারা নিজ বাড়িঘর ত্যাগ করে আজারবাইজানের বিভিন্ন অঞ্চলে বসতি স্থাপন করতে বাধ্য হয়।

আগে কালবাজারে কোনো আর্মেনীয় বসবাস না করলেও ইয়েরেভান আর্মেনীয়দেরকে নিয়ে এসে সেখানে তাদের অবৈধভাবে বসতিস্থাপন করার ব্যবস্থা করেছিল।

২8 বছর অবৈধ আর্মেনিয়ান দখলদারিত্বের পর ২০২০ সালে দ্বিতীয় কারাবাক যুদ্ধের পর আজারবাইজান সেনাবাহিনী কালবাজারে প্রবেশ করে।

১৯৯১ সাল থেকে প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্র আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সম্পর্ক উত্তেজনপূর্ণ। ওই বছর আর্মেনিয়ান সামরিক বাহিনী নাগোর্নো-কারবাখ, যা পার্বত্য কারাবাখ নামেও পরিচিতসহ সংলগ্ন আরো সাতটি এলাকা দখল করে, যা আন্তর্জাতিকভাবে আজারবাইজান অংশ হিসাবে স্বীকৃত।

২০২০ সালে যুদ্ধ শুরুর পর পরবর্তী ৪৪ দিন সংঘর্ষের পর ১০ নভেম্বর স্বাক্ষরিত একটি চুক্তির অধীনে যুদ্ধ শেষ হয় এবং আজারবাইজান প্রায় তিন দশক দখলে থাকার পর আর্মেনীয়দের হাত থেকে কয়েকটি শহর এবং প্রায় ৩০০ গ্রাম ও বসতি মুক্তি করে।

এই যুদ্ধবিরতিকে আজারবাইজানের জন্য বিজয় এবং আর্মেনিয়ার জন্য পরাজয় হিসেবে দেখা হচ্ছে। দেশটির সশস্ত্র বাহিনী চুক্তির সাথে সঙ্গতি রেখে সেনা প্রত্যাহার করেছে।

সূত্র : ইয়েনি সাফাক


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us