নো-ওয়াইড ছাড়াই ৭ বলের ওভার!

অন্য এক দিগন্ত | Sep 03, 2021 07:29 am
নো-ওয়াইড ছাড়াই ৭ বলের ওভার!

নো-ওয়াইড ছাড়াই ৭ বলের ওভার! - ছবি : সংগৃহীত

 

কলম্বোয় শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে ঘটে অবাক করা ঘটনা।

এমন ভুলও হতে পারে আম্পায়ারদের! শুধু ফিল্ড আম্পায়ারদেরই নয়, বরং অফিসিয়াল স্কোরারদের সাহায্য নেয়া তৃতীয় আম্পায়ারও কিভাবে এমন ভুল করলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। আসলে কলম্বোয় শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে ৭ বলের অবাক করা ওভারের সাক্ষী থাকেন ক্রিকেটপ্রেমীরা।

কলম্বোয় টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ইনিংসের ১৬তম ওভারে বল করতে আসেন এডেন মার্করাম। তিনি ওভারের ৬টি বল করার পরও রান-আপের দিকে হাঁটা লাগানোয় সংশয় হয় সকলের। আম্পায়াররা নিজেদের মধ্যে আলোচনা করেন। এমনকি তৃতীয় আম্পায়ারও যোগ দেন আলোচনায়। ম্যাচ অফিসিয়ালরা সমবেতভাবে সিদ্ধান্তে আসেন যে মার্করাম ওভারের একটি বল কম করেছেন।

আম্পায়াররা যখন বলছেন ওভারের একটি বল বাকি, তখন তা করতে বাধ্য হন প্রোটিয়া তারকা। আম্পায়ারদের এমন ভুলের ফলেই সাত বলের ওভার দেখা যায় আন্তর্জাতিক ক্রিকেটে।

বাড়তি বলে অবশ্য বিশেষ ফায়দা তুলতে পারেননি শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। শেষ বলটিতে ১ রান ওঠে। সেই ওভারে সাকুল্যে ২ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা।

ম্যাচের ফলাফল অবশ্য শ্রীলঙ্কার পক্ষেই গেছে। বৃহস্পতিবার কলম্বোয় প্রথম ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৪ রানে হারিয়েছে স্বাগতিকরা। ফলে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল লঙ্কানরা।

এর আগে ২০১৯-এর বিগ ব্যাশ লিগে বিতর্কিত সাত বলের ওভার দেখা গিয়েছিল। পারথ স্কর্চার্স বনাম সিডনি সিক্সার্সের ম্যাচে আম্পায়ারের ভুলবশত করানো ওই সপ্তম ডেলিভারিতে ব্যাটসম্যান আউট হওয়ায় বিস্তর বিতর্ক হয়। কলম্বোয় যদি তেমন কিছু ঘটত, তবে পানিঘোলা হতো নিশ্চিত।
সূত্র : হিন্দুস্তান টাইমস

 


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us