তালেবান ইস্যুতে যা বললেন মার্কিন দূত
মার্কিন দূত - ছবি সংগৃহীত
তালেবানের সাথে আলোচনায় মার্কিনিদের প্রতিনিধিত্বকারী জালমি খলিলজাদ এক টুইটে মন্তব্য করেছেন যে আফগানরা এখন 'সিদ্ধান্ত গ্রহণ এবং সুযোগ সৃষ্টির একটি মুহূর্তের মুখোমুখি।'
তিনি বলেন, তাদের দেশের ভবিষ্যৎ এখন তাদের হাতে। তারা তাদের নিজস্ব পথে পূর্ণ সার্বভৌমতায় পৌঁছবে। এটি তাদের নিজেদের মধ্যকার যুদ্ধ শেষ করারও শেষ করার সুযোগ।
আফগানিস্তান থেকে বিদেশি সেনাবাহিনী প্রত্যাহারের জন্য সমর্থন জোগাতে খলিলজাদ বিশ্বের বিভিন্ন রাজধানীগুলো চষে বেরিয়েছেন।
তার এই সব প্রচেষ্টায় শেষ পর্যন্ত কাতারের রাজধানী দোহায় গত বছর ২৯ ফেব্রুয়ারি মার্কিন ও তালেবানের মধ্যে একটি চুক্তি সাক্ষরিত হয়, যা বিদেশী সৈন্যবাহিনীর আফগানিস্তান ত্যাগের বিষয়টি চূড়ান্ত করে।
আফগানিস্তানে জন্মগ্রহণকারী ত্রয়োদশ শতাব্দীর কবি জালালুদ্দিন রুমির উদ্ধৃতি দিয়ে খলিলজাদ বলেছিলেন : এই পথ তোমার পথ, এবং শুধু তোমারই পথ। এই পথে অন্যরা তোমার সাথে হাঁটতে পারে, কিন্তু কেউ তোমার জন্য এই পথে হাঁটতে পারে না।’
আফগানদের জন্য ‘শান্তি ও স্থিতিশীলতার মধ্যে জন্ম নেওয়া এক সমৃদ্ধ ভবিষ্যত’-এর কামনা করে এই মার্কিন দূত বলেন, তালেবান এখন ‘এক নতুন পরীক্ষার মুখোমুখি।'
তিনি বলেন, তারা কি আফগানিস্তানকে একটি নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারবে, যেখানে দেশের সকল নাগরিক, পুরুষ ও নারী তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ পাবে? আফগানিস্তান কি তার বৈচিত্র্যময় সংস্কৃতি, ইতিহাস এবং ঐতিহ্যের সৌন্দর্য ও শক্তি বিশ্বের কাছে উপস্থাপন করতে পারবে?’
তিনি প্রশ্ন তোলেন। পাশাপাশি তিনি আরো যোগ করেন : 'এই দীর্ঘ যুদ্ধ মার্কিনিদের এবং আফগানদের ভালো-মন্দ অনেকভাবেই প্রভাবিত করেছে।'
তালেবানের এখনো নতুন সরকার গঠনের ঘোষণা দেয়নি। তবে তারা বলছে, এই সরকার হবে অন্তর্ভুক্তিমূলক।
সূত্র : ইয়েনি সাফাক