কান্দাহারে হেলিকপ্টারে ঝুলন্ত ব্যক্তিটি আদতে তালেবান পতাকা লাগাচ্ছিলেন

অন্য এক দিগন্ত ডেস্ক | Sep 01, 2021 01:48 pm
কান্দাহারে হেলিকপ্টারে ঝুলন্ত ব্যক্তিটি আদতে তালেবান পতাকা লাগাচ্ছিলেন

কান্দাহারে হেলিকপ্টারে ঝুলন্ত ব্যক্তিটি আদতে তালেবান পতাকা লাগাচ্ছিলেন - ছবি সংগৃহীত

 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও। এতে দেখা যায় যে একটি মার্কিন ব্ল্যাকহক থেকে ঝুলছে এক ব্যক্তি। ঘটনাটি কান্দাহারের বলে দাবি করা হয়। ওই ঘটনার পরই সোশ্যাল মিডিয়াতে তালেবানের অত্যাচারের নিদর্শন হিসেবে তুলে ধরা হয় ভিডিওটি। তবে রিপোর্ট অনুযায়ী, ওই ঝুলন্ত ব্যক্তি আদতে একটি তালেবান পতাকা লাগানোর চেষ্টা করছিলেন একটি বহুতলের ওপর। অবশ্য, শেষ পর্যন্ত ওই ব্যক্তি সফল হননি। তবে ভাইরাল ভিডিওতে থাকা ওই ঝুলন্ত ব্যক্তি জীবিত ও সুস্থ রয়েছেন বলেই জানা যাচ্ছে।

তালেবানের কেউ হেলিকপ্টার চালানোর প্রশিক্ষণ পায়নি বলে ধারণা করা হতো। তাই সোশ্যাল মিডিয়াতে এমন যেকোনো ভিডিওই ভাইরাল হয়ে যাচ্ছে, যাতে তালেবানকে হেলিকপ্টার চালাতে দেখা যাচ্ছে। আর কান্দাহারের এই ভিডিওতে হেলিকপ্টার থেকে এক ব্যক্তিকে ঝুলতে দেখা যাওয়ায় এই ভিডিোটি নিয়ে আগ্রহ বাড়তে থাকে সাধারণের। এরপরই এই ভিডিয়োটি নিয়ে টুইট করেন আফগান সাংবাদিক বিলাল সরওয়ারি।

বিলাল টুইটে দাবি করেন এই হেলিকপ্টারটি কোনো তালেবান না, বরং ওড়াচ্ছিলেন এক আফগান সেনার প্রশিক্ষণপ্রাপ্ত পাইলট। ওই পাইলট আমেরিকা ও সংযুক্ত আরব আমিরাতে প্রশিক্ষণপ্রাপ্ত। ওই পাইলট নাকি বিলালের পরিচিত এবং তিনি নিজে বিলালকে এই বিষয়ে জানান। একইসাথে বিলাল দাবি করেছেন, ঝুলতে থাকা ওই ব্যক্তি এক তালিবান সদস্য। ওই পাইলটই জানিয়েছেন বিলালকে। তিনি বলেন, ওই তালিব আদতে এক বহুতলের ওপর তালিবান পতাকা লাগানোর চেষ্টা করছিল। তবে তাতে তিনি বিফল হন।

উল্লেখ্য, দীর্ঘ ২০ বছর আফগানিস্তানে সাংবাদিকতা করা বিলাল বর্তমানে আফগানিস্তান ছেড়ে শরণার্থী হিসেবে কাতারে রয়েছেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us