তালেবান নিয়ে যা বললেন আফ্রিদি
তালেবান নিয়ে যা বললেন আফ্রিদি - ছবি সংগৃহীত
পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি বলেছেন, তালেবান ইতিবাচক মানসিকতা নিয়ে আফগানিস্তানে এসেছেন।
পাকিস্তানি সাংবাদিক নায়লা ইনায়েতের শেয়ার করা ভিডিওতে শহিদ আফ্রিদি দাবি করেন, ‘তালেবান ইতিবাচক মানসিকতা নিয়ে এসেছে। তারা মেয়েদের কাজ করতে কোনো বাধা দিচ্ছে না। এবং আমি বিশ্বাস করি তালেবান ক্রিকেট খুবই ভালোবাসে।’
তিনি আরো বলেন, তালেবান নারীদের চাকরি দিচ্ছে। তারা ক্রিকেটকে সমর্থন করে এবং পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আসন্ন সিরিজের পিছনে তাদের বড় ভূমিকা রয়েছে। যাই হোক, শ্রীলঙ্কায় করোনাভাইরাস বৃদ্ধি পাওয়ার কারণে এই সিরিজ আপাতত স্থগিত করা হয়েছে।
আফ্রিদি আরো জানিয়েছেন, তিনি পাকিস্তান সুপার লিগের পরবর্তী সংস্করণে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলতে চান। পাশাপাশি তার মতে, জৈব সুরক্ষা বলয়ে ক্রিকেট খেলাটা এখন সকলের কাছেই খুবই যন্ত্রণার হয়ে দাঁড়িয়েছে।
আফ্রিদি আন্তর্জাতিক ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে ৩৭টি টেস্ট খেলেছেন। এ ছাড়াও ৩৯৮টি একদিনের ম্যাচ এবং ৯৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিনি রাজনৈতিক মহলেও খুবই সক্রিয়।
সূত্র : হিন্দুস্তান টাইমস