ফিলিস্তিনি শিক্ষিকা নিয়োগ দেয়ায় ইসরাইলি স্কুলে বিক্ষোভ
ফিলিস্তিনি শিক্ষিকা নিয়োগ দেয়ায় ইসরাইলি স্কুলে বিক্ষোভ - ছবি সংগৃহীত
ইসরাইলের হের্জলিয়ার একটি স্কুলে ফিলিস্তিনি শিক্ষিকাকে নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ করেছে অভিভাবকেরা। তাদের অভিযোগ, ফিলিস্তিনি শিক্ষিকা ইহুদি মূল্যবোধ সম্পর্কে শিক্ষার্থীদেরকে প্রত্যাশাব্যাঞ্জক শিক্ষা প্রদান করতে সমর্থ হবে না।
চলতি বছর হের্জলিয়ার নোফ ইয়াম স্কুলের পাঁচজন নতুন শিক্ষকের একজন এই ফিলিস্তিনি শিক্ষিকা । তিনি এর আগে অন্য শহরে কিন্ডারগার্টেনে পড়িয়েছেন, কিন্তু কখনো কোনো প্রাথমিক বিদ্যালয়ে পড়াননি।
অভিভাবকদের বিরোধিতার পরে স্কুলের অধ্যক্ষ শিক্ষিকার সাথে একটি সমঝোতায় পৌঁছান। একজন অভিজ্ঞ শিক্ষক এবং স্কুল প্রশাসন তার কর্মকাণ্ড তত্ত্বাবধান করবে। উপরন্তু তার জায়গায় একজন ইহুদি শিক্ষক শিক্ষার্থীদের হিব্রু ও তোরাহ শিক্ষা দেবেন।
স্থানীয় গণমাধ্যম অধ্যক্ষকে উদ্ধৃত করে জানায়, এই সমঝোতার সাথে অভিভাবকদের অভিযোগের কোনো সম্পর্ক নেই। 'শিক্ষিকা তা স্বেচ্ছায় গ্রহণ করেছেন,' অধ্যক্ষ জানান।
অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের প্রবিধানের অধীনে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে সমস্ত বিষয়ে একই শিক্ষকের পড়ানোর কথা। এই নিয়ম ব্যতিক্রমের জন্য একজন মন্ত্রণালয় পর্যবেক্ষকের অনুমোদন প্রয়োজন।
এর প্রতিক্রিয়ায় ইসরাইলি গায়িকা ও উদ্যোক্তা নিকোল রাইদমান, যার ছেলে স্কুলের শিক্ষার্থী, অভিভাবকদের বিরোধিতাকে 'বর্ণবাদী এবং ২০২১ সালে আলোচনার অনুপযুক্ত'।
নিজের ইনস্টাগ্রামে তিনি লেখেন, 'দীর্ঘ অভিজ্ঞতা, ধর্ম, জাতিগত বা রাজনৈতিক মতামত দিয়ে একজন শিক্ষকের যোগ্যতা বিচার করা উচিত নয় বরং শিশুদের হৃদয়ে প্রবেশ করে তাদের অন্তরকে আলোকিত করার ক্ষমতা দিয়ে বিচার করা উচিত।'
সূত্র : সিয়াসত