আফগানিস্তানে তালেবানের সাথে আইএসের সম্পর্ক কেমন

আবু মুকাম্মিল সাইফ | Aug 27, 2021 08:58 am
আফগানিস্তানে তালেবানের সাথে আইএসের সম্পর্ক কেমন

আফগানিস্তানে তালেবানের সাথে আইএসের সম্পর্ক কেমন - ছবি : সংগৃহীত

 

কাবুল বিমানবন্দরে বৃহস্পতিবারের ভয়াবহ জোড়া বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট তথা আইএস। স্বভাবতই এখন প্রশ্ন উঠেছে আফগানিস্থানে আইএস-এর আকার-প্রকৃতি কেমন?

২০১৫ সালের শুরুর দিকে আইএস তাদের 'খোরাসান প্রভিন্সের' আনুষ্ঠানিক ঘোষণা দেয়। খোরাসান বলতে বর্তমান আফগানিস্তানের পুরো অঞ্চল, পাকিস্তান ও ইরানের কিছু অঞ্চল বোঝানো হয়।

টিটিপি বা পাকিস্তানি তালেবান ও সাবেক আফগান তালেবানের দলছুট অংশ নিয়ে গঠিত এই গোষ্ঠীর সদস্য সংখ্যা আনুমানিক ৫০০ থেকে কয়েক হাজার পর্যন্ত হতে পারে।

সম্প্রতি আফগানিস্তান ও পাকিস্তানে সংঘটিত বেশ কিছু ভয়াবহ বোমা হামলার জন্য এ গোষ্ঠীকে দায়ী করা হয়। যেমন- ২০১৯ সালে কাবুলের এক বিবাহ অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলা, গত বছর কাবুলের এক হাসপাতালে বোমা হামলা। এই দুই হামলায় বহু মানুষ হতাহত হয়েছে।

এখন প্রশ্ন হতে পারে তালেবান ও আইএসের মাঝে সম্পর্ক কেমন?

উভয় গোষ্ঠীর মাঝে বিরোধিতা চরম পর্যায়ের। ফলে তাদের মাঝে তুমুল শত্রুতা বিরাজ করছে। এমনকি আইএস তাদের এক বিবৃতিতে তালেবানকে 'কাফের' পর্যন্ত আখ্যা দিয়েছে।

২০২০ সালের ফেব্রুয়ারিতে দোহায় যুক্তরাষ্ট্রের সাথে তালেবানের শান্তিচুক্তিকে আইএস তালেবানের পরাজয় বলে অভিহিত করেছে।

সূত্র : আলজাজিরা


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us