হলিউড ফেল! বিশ্বে সবচেয়ে বেশি ‘ডিমান্ড’ শাহরুখ খানের

অন্য এক দিগন্ত | Aug 26, 2021 09:11 pm
শাহরুখ খান

শাহরুখ খান - ছবি : সংগৃহীত

 

বলিউড থেকে দক্ষিণী সিনেমা, তারা রাজত্ব করেছেন বহুবছর ধরে। আবার কেউ কেউ পাড়ি দিয়েছেন হলিউডের পথেও। তারপরও চাহিদা কমেনি ওই তারকাদের। সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, বিশ্বের সর্বোচ্চ চাহিদাসম্পন্ন অভিনেতাদের একেবারে প্রথম সারিতে রয়েছেন বলিউড কিং শাহরুখ। তারপর দক্ষিণী সিনেমার রকস্টার আল্লু অর্জুন। আর তিন নম্বরে জায়গা করে নিয়েছেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া, পরেই ‘রাঞ্ঝা’-বয় ধনুশ।

প্যারট গবেষণা সংস্থার তরফে আয়োজিত এই গবেষণায় নতুন বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে প্রতিভা অনুযায়ী কারা আজও দর্শকদের মনে রাজত্ব করছেন, সেটির একটি ধারণা নেয়া হয়। পৃথকভাবে অভিনেতা, ক্রীড়াবিদ, সঙ্গীতশিল্পী এবং তাদের বিশ্বব্যাপী বা দেশ-নির্দিষ্ট দর্শক চাহিদার উপর ভিত্তি করে মূল্যায়ন করার এই প্রক্রিয়া দর্শকদের মতামত তুলে ধরেছে একদম নির্ভুলভাবে।

তালিকায় সালমান খান, ডালকির সালমান, মহেশবাবু, টম হিডলটন, সাং হুন, কিয়ারা আডবানি- জায়গা করে নিয়েছেন স্বমহিমায়। এক মাস ব্যাপী এই গবেষণা ২০ জুলাই থেকে ১৮ আগস্টের মধ্যে দর্শকদের পছন্দ জানিয়ে দিয়েছে বিশ্ব দরবারে। টম হিডলটনের জনপ্রিয়তা ‘লোকি’ হটস্টারে মুক্তি পাওয়ার পর থেকে ক্রমশই ঊর্ধ্বমুখী। তবে হলিউডের মাটিতে তিনি একাই নন, দর্শকদের পছন্দের আসনে জেনিফার লোপেজ, ক্রিস ইভান্স, স্কারলেট জনসনরাও বিরাজমান।

শাহরুখের শীর্ষে থাকার বিষয়ে কোনো সন্দেহ নেই। যথেষ্ট ব্যস্ততার মধ্যে দিন কাটছে তার। সূত্র অনুযায়ী, ‘পাঠান’ , ‘নয়নতারা’ এবং রাজ কুমার হিরানির আগামী ছবিতে দেখা যাবে কিং খানকে। পিছিয়ে নেই আল্লু অর্জুনও। ২৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘পুষ্পা- দ্য রাইস’। সম্ভবত এর সিক্যুয়েল আসবে শিগগিরই। ভারতীয় সিনেমায় এখন শুধুই ধামাকার রেশ!

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা

 


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us