পাকিস্তান : ২/৩ থেকে ৪/২১
পাকিস্তান : ২/৩ থেকে ৪/২১ - ছবি সংগৃহীত
কেমার রোচের দাপটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের শুরুতেই বেকায়দায় পড়ে গিয়েছিল পাকিস্তান। মাত্র ২ রানে ৩ উইকেট হারিয়ে বসেছিল তারা। সেখান থেকে বাবর আজম এবং ফাওয়াদ আলমের ১৫৮ রানের পার্টনারশিপ পাকিস্তানকে কিছুটা হলেও নির্ভরতা দেয়। যে কারণে প্রথম দিনের শেষে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ২১২ রান। ফাওয়াদ আলম 'রিটায়ার্ড হার্ট' হয়েছেন।
পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলি (১) এবং ইমরান বাট (১) দ্রুত সাজঘরে ফেরেন। মাঝে অবশ্য তিনে নেমে আজহার আলি শূন্য করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। এই পরিস্থিতিতে ফাওয়াদ আলমকে সাথে নিয়ে দলের হাল ধরেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। চতুর্থ উইকেটে তারা ১৫৮ রান যোগ করেন। ৭৬ রান করে 'রিটায়ার্ড হার্ট' হন ফাওয়াদ আলম। আর বাবর আজম ৭৫ রান করে আউট হন। এখন ক্রিজে রয়েছেন মহম্মদ রিজওয়ান (২২) এবং ফাহিম আশরফ (২৩)।
বাবর আজমসহ মোট ৩ উইকেট নিয়েছেন কেমার রোচ। জয়ডেন সিলস ১ উইকেট নিয়েছেন। তবে দ্বিতীয় দিনের শুরু থেকে ফের ক্যারিবিয়ানদের আগুনে বোলিংয়ের মুখোমুখি হতে হবে পাকিস্তানকে। দ্বিতীয় দিন স্কোরবোর্ডে তারা কতটা রান যোগ করতে পারে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হবে। এ দিকে ওয়েস্ট ইন্ডিজ চাইবে, দিনের শুরুতেই পাকিস্তানকে গুড়িয়ে দিতে।
এমনিতেই প্রথম টেস্ট হেরে বসে রয়েছেন বাবর আজমরা। মূলত ক্যারিবিয়ান বোলারদের দাপটে পাকিস্তানের ব্যাটিং অর্ডার একেবারে তাসের ঘরের মতোই গুড়িয়ে গিয়েছিল। দ্বিতীয় টেস্টেও কিন্তু এখন পর্যন্ত খুব ভালো জায়গায় নেই পাকিস্তান।
সূত্র : হিন্দুস্তান টাইমস