কোহলির মুখের ভাষা সবচেয়ে নোংরা!

অন্য এক দিগন্ত ডেস্ক | Aug 19, 2021 02:47 pm
কোহলির মুখের ভাষা সবচেয়ে নোংরা!

কোহলির মুখের ভাষা সবচেয়ে নোংরা! - ছবি সংগৃহীত

 

জো রুটদের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে লর্ডসে এক অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে বিরাট কোহলি বাহিনী। ১৫১ রানের সেই বিশাল ব্যবধানে জয়ের ম্যাচে দু'দলের ক্রিকেটারদের বারবার বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায়। উত্তেজনার পারদ চড়চড় করে চড়তে থাকে। রুটদের দ্বিতীয় ইনিংসে এক-একটি উইকেটের পতন ঘটেছে আর ভারতীয় দলের উল্লাস মানসিকভাবে পিছনে ফেলেছে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের। ঘটনাবলি এতটাই মাঠ এবং মাঠের বাইরে প্রভাব ফেলেছে যে এবার ভারত অধিনায়ক বিরাট কোহলিকেও চাঁচাছোলা ভাষায় টুইটারে আক্রমণ করতে ছাড়লেন না প্রাক্তন ইংল্যান্ডের ক্রিকেটার নিক কম্পটন।

ঘটনার সূত্রপাত রুটদের প্রথম ইনিংসে জেমস অ্যান্ডারসনকে করা বুমরাহের একটি ওভারকে ঘিরে। যেখানে জিমিকে একাধিক বাউন্সার করেন বুমরাহ। আর যাতে যারপরনাই অখুশি হয় গোটা ইংল্যান্ড শিবির। এরপর ভারত যখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে আসে, তখন ইংল্যান্ড দল বুমরাহকে এক জিনিস ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। বাটলার,বুমরাহের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। যার ফায়দা তোলেন মোহম্মদ শামি-বুমরাহ জুটি। যে জুটি নবম উইকেটে ৮৯ রানের অপরাজিত জুটি গড়ে ম্যাচে ভারতকে ফ্রন্টফুটে ঠেলে দেয়। এরপরেই রুটরা দ্বিতীয়বার ব্যাট করতে এলে বিরাট ঝামেলায় জড়ান ওলি রবিনসনের সাথে। আর এই ঘটনাকে সামনে এনেই লর্ডস টেস্ট হারের দিনদুয়েক বাদে সাবেক ইংরেজ ক্রিকেটার নিক কম্পটন টুইটারে নিশানা করলেন ভারত অধিনায়ক কোহলিকে।

তিনি টুইটারে লিখেছেন 'কোহলি কি ক্রিকেট বিশ্বে সবথেকে খারাপ কথা বলা একটি মানুষ নয়! ২০১২ সালে আমায় যে গালাগালির মুখোমুখি হতে হয়েছিল, তা কোনো দিন ভুলব না। আমি মনে করি এইভাবে আমাকে মৌখিক হেনস্থা করে ও নিজেই নিজেকে ছোট করেছে। এই ঘটনা, মাঠে প্রতিদিন তার ব্যবহার প্রমাণ করে রুট, টেন্ডুলকার, উইলিয়ামসনরা কতটা ভদ্র ও নম্র ক্রিকেটার।'
সূত্র : হিন্দুস্তান টাইমস

 


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us