'চটি খুলে জুতা পরার সুযোগও সুযোগ পাইনি' : আশরাফ গনি
আশরাফ গনি - ছবি সংগৃহীত
বিপদের সময় দেশ ছেড়ে পালানোয় তুমুল সমালোচনার মুখে পড়েছেন। মুখরক্ষা করতে নিজের ‘অসহায়তা’ তুলে ধরার চেষ্টা করলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। দাবি করলেন, এমন অবস্থায় দেশ ছেড়েছেন যে পা থেকে চটি খোলার সুযোগও পাননি। সেইসাথে আফগানিস্তানের কোষাগার থেকে অর্থ নিয়ে পালানোর যে অভিযোগ উঠেছিল, সেই অভিযোগও খারিজ করে দিয়েছেন ঘানি।
সোমবারই সংযুক্ত আরব আমিরাতের তরফে জানানো হয়েছে, ‘মানবতার খাতিরে’ আশ্রয় দেয়া হয়েছে গনি এবং তার পরিবারকে। তারপর ফেসবুকে একটি ভিডিও বার্তায় দাবি করেন, একটি আফগান পোশাক , একটি গেঞ্জি এবং চটি পরেই ‘আফগানিস্তান’ ছাড়তে বাধ্য হয়েছেন। তার কথায়, ‘আমায় এমনভাবে আফগানিস্তান থেকে তাড়ানো হয়েছিল যে আমি পা থেকে চটি খুলে জুতা পরার সুযোগও পাইনি।’
গত রোববার তালেবান কাবুল দখল করে নেয়ার কয়েক ঘণ্টা পরই আফগানিস্তান ছেড়ে পালিয়ে যান গনি। তা নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েন। তাজিকিস্তানে থাকা আফগান রাষ্ট্রদূত তো দাবি করেন, দেশের কোষাগার থেকে ১৬৯ মিলিয়ন মার্কিন ডলার চুরি করে পালিয়েছেন গনি। যদিও বুধবার ঘুরিয়ে সেই অভিযোগ খারিজ করে দেয়ার চেষ্টা করেন। দাবি করেন, ‘খালি হাতে’ সংযুক্ত আরব আমিরাতে এসেছেন তিনি। বলেন, ‘গত কয়েক দিনে টাকা লেনদেনের যে অভিযোগ আমার বিরুদ্ধে তোলা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।’
প্রাথমিকভাবে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছিল, আফগানিস্তান থেকে পালিয়ে তাজিকিস্তান বা উজবেকিস্তান বা ওমানে লুকিয়ে আছেন গনি। যিনি নিজের কয়েকজন অনুগতদের সাথে দেশ ছেড়ে পালিয়ে যান। নাম গোপন রাখার শর্তে দুই আফগান কর্মকর্তা জানিয়েছিলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মহিব এবং এক ঘনিষ্ঠ আছেন।
এরই মধ্যে ফেসবুক পোস্টে নিজের দেশ ছাড়ার কারণের সাফাই দিয়েছিলেন। দাবি করেছিলেন, রক্তবন্যা এড়ানোর জন্য দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার সংযুক্ত আরব আমিরাত থেকে সেই একইসুরে গনি বলেছেন, ‘আপাতত আমি আরবাতে আছি। যাতে রক্তবন্যা এবং বিশৃঙ্খলা থেমে যায়।’ তিনি আরো বলেন, ‘আমি যদি ওখানে (কাবুলে) থাকতাম, তাহলে আফগানিস্তানের একজন নির্বাচিত রাষ্ট্রপতিকে আবারো আফগানদের চোখের সামনে ঝুলিয়ে দেয়া হতো।’
সূত্র : হিন্দুস্তান টাইমস