কাবুল বিমানবন্দরে একটানা কেঁদে চলেছে শিশু! খোঁজ নেই মা- বাবার

এ ভাবেই উদ্ধার হয়েছে শিশুটি | Aug 17, 2021 04:09 pm
কাবুল বিমানবন্দরে একটানা কেঁদে চলেছে শিশু!

কাবুল বিমানবন্দরে একটানা কেঁদে চলেছে শিশু! - ছবি সংগৃহীত

 

একটানা কান্নার শব্দ ভেসে আসছিল কাবুল বিমানবন্দরের এক কোণ থেকে। কান্না শুনেই শিশুটিকে উদ্ধার করেন বিমানবন্দরের কর্মীরা। তার মা-বাবার খোঁজ মেলেনি এই প্রতিবেদন লেখা পর্যন্ত।

তালিবান বাহিনী রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর একটার পর একটা মর্মান্তিক ছবি, ভিডিও ভেসে উঠছে নেটমাধ্যমের পাতায়। প্রাণে বাঁচতে বিমানে ওঠার জন্য হুড়োহুড়ি, উড়ন্ত বিমান থেকে ছিটকে পড়ে যাওয়ার দৃশ্য সকলেরই চোখের সামনে ভাসছে। এর মধ্যে এক শিশুর কান্নার মর্মান্তিক ছবি ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে।

বিমানবন্দরের কর্মীদের অনুমান, শিশুটি হুড়োহুড়ির মধ্যে মা-বাবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনুমান, তাকে নিয়ে দেশ ছাড়ার জন্যই সম্ভবত অন্য অনেকের মতো তার পরিবারও বিমানবন্দরে এসেছিল। তারপর কোনোভাবে শিশুটি বিচ্ছিন্ন হয়ে যায়।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us