ক্ষুব্ধ বিরাটের কাণ্ড
ক্ষুব্ধ বিরাটের কাণ্ড - ছবি সংগৃহীত
চাপ বাড়ছে ভারতের অধিনায়ক বিরাট কোহলির উপর। স্পষ্ট ধরা পড়ছে তার আচরণে। এমনটা নয় যে, আন্তর্জাতিক ক্রিকেটে একেবারেই ফর্মে নেই ভারত অধিনায়ক। বরং গড়পড়তা রান করে চলেছেন তিনি। তবে দীর্ঘদিন হয়ে গেল তাঁর ব্যাটে বড় রানের ইনিংস নেই। প্রায় দু'বছর হতে চলল আন্তর্জাতিক ক্রিকেটে তিন অঙ্কের রানের মুখ দেখেননি তিনি। বারবার সেট হয়েও নিজের ইনিংসকে টেনে নিয়ে যেতে পারছেন না বিরাট।
সচরাচর দু-একটি ইনিংসে রান না পাওয়া নিয়ে বিশেষ বিচলিত দেখায় না কোহলিকে। তবে প্রয়োজনের সময় আউট হয়ে দলকে চাপে ফেলে দেয়ার বিষয়টা কখনই মেনে নিতে পারেন না বিরাট। লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে দেখা গেল ঠিক তেমনই ছবি।
শুরুটা মন্দ করেননি। বল যখন ঠিকঠাক ব্যাটে লাগছিল, তখন হঠাৎই স্যাম কারানের অফ-স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হয়ে বসেন কোহলি। স্বাভাবিকভাবেই দলের দরকারের সময় উইকেট ছুঁড়ে দিতে আসার পর হতাশ দেখায় বিরাটকে।
নিজের উপর এতটাই ক্ষুব্ধ ছিলেন ভারতীয় দলনায়ক যে, ড্রেসিংরুমে ফিরে হতাশা লুকিয়ে রাখতে পারেননি। লর্ডসের সাজঘরে ফিরে কোহলিকে রাগে তোয়ালে (রুমাল) ছুঁড়ে ফেলতে দেখা যায়। সাজঘরের কাচে বিরাটের তোয়ালে ছোঁড়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বিশেষ সময় লাগেনি।
সূত্র : হিন্দুস্তান টাইমস