প্রতিশোধ নয়, ক্ষমা প্রদর্শনেই অপ্রতিরোধ্য হয়ে ওঠেছ তালেবান

মাসুম খলিলী | Aug 15, 2021 10:48 am
প্রতিশোধ নয়, ক্ষমা প্রদর্শনেই অপ্রতিরোধ্য হয়ে ওঠেছ তালেবান

প্রতিশোধ নয়, ক্ষমা প্রদর্শনেই অপ্রতিরোধ্য হয়ে ওঠেছ তালেবান - ছবি : সংগৃহীত

 

আফগানিস্তানের চতুর্থ বৃহত্তম কৌশলগত ও আধ্যাত্মিক নগরী হিসেবে পরিচিত মাজার ই শরিফসহ আরো ৯টি প্রাদেশিক রাজধানী জয়ের কথা ঘোষণা করেছে তালেবান মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ। তালেবানের নিয়ন্ত্রণ নেয়া প্রদেশগুলোর মধ্যে আরো রয়েছে জালালাবাদ, পাক্তিকা, পাকতিয়া, কুনার, ফারিয়াব, বালখ ও লেগমান। এ নিয়ে দেশটির ৩৪টি প্রদেশের মধ্যে ২৭টিতে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হলো। রাজধানী কাবুল এখন কার্যত অবরুদ্ধ এক অবস্থার মধ্যে রয়েছে। যেকোনো দিন এর পতন হতে পারে বলে আশঙ্কা কাবুলবাসীদের।

আফগানিস্তানের এই অবস্থার জন্য দেশটির ভারতপন্থী হিসেবে পরিচিত ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ পশ্চিমাদের দায়ী করেছেন। তিনি কিছুক্ষণ আগে এক টুইটারে বলেছেন, পশ্চিমারা আফগানিস্তানের পরাজয় দেখতে চেয়েছে।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে তার সমস্ত কর্মীর প্রত্যাহার করবেনই বলে উল্লেখ করে বলেছেন যে আফগান বাহিনী যদি আফগানিস্তানকে নিজেরাই রক্ষা করতে না পারে, তাহলে মার্কিন সেনা দিয়ে কি হবে? আমেরিকান প্রেসিডেন্টের এই বার্তায় স্পষ্ট হচ্ছে যে কাবুল রক্ষার জন্য যুক্তরাষ্ট্র জরুরি কোনো সামরিক সহায়তা নিয়ে আর হাজির হবে না।

তালেবান নেতারা তাদের টুইটারে জানাচ্ছেন যে প্রদেশগুলো দখলের ক্ষেত্রে তেমন কোন যুদ্ধ হচ্ছে না। সরকারি বাহিনী হয় আত্মসমর্পণ করছে অথবা নিরাপদ প্যাসেজ দিয়ে দখল ছেড়ে চলে যাচ্ছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মাজার ই শরিফ এ প্রেসিডেন্ট আশরাফ গনি নিজে সফর করে দুজন ওয়ারলর্ডকে তালেবানের বিরুদ্ধে যুদ্ধে নামানোর আয়োজন করেও কোনো সাফল্য পাননি। শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়ার পর পর দ্রুত বেশ কটি প্রদেশের পতন ঘটে। মাজার ই শরিফের জনপ্রতিনিধি বলেছেন বড় কোনো যুদ্ধ ছাড়াই তালেবানরা প্রাদেশিক রাজধানীটি দখল করেছে।

আমরুল্লাহ সালেহ তার টুইটে কাবুলের সময় ও খবর জানাচ্ছেন। কিন্তু তিনি আগেই কাবুল ছেড়ে তাজিকিস্তানে চলে যাবার খবর পাওয়া যাচ্ছে। মাজার ই শরিফে ব্যর্থ হবার পর আবদুর রশিদ দোস্তামও ও বালখ প্রদেশের সাবেক গভর্নর আতা মোহাম্মদ নূর কাবুল ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে।

ধারণা করা হচ্ছে, রাজধানী কাবুলের আশপাশের সব প্রদেশ তালেবান এক এক করে নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে। তারা কাবুল দখল নিয়ে বড় কোনো যুদ্ধ বা ক্ষয়ক্ষতি এড়াতে চাইছে বলে মনে হচ্ছে। তারা কাবুল সরকারের নিরাপত্তা বাহিনীর অবশিষ্ট মনোবল নিঃশেষ করে দিয়ে আত্মসমর্পণ করানোর কৌশল অবলম্বন করছে বলে জানা যাচ্ছে। তালেবানের দখলে যাবার পর সব কিছু ভেঙ্গে পড়বে বলে যে আশঙ্কা করা হচ্ছে সেটি দেখা যাচ্ছে না। তারা আগের প্রশাসনিক ব্যবস্থা পরিষেবায় তেমন একটা হাত দিচ্ছে না। প্রতিশোধের পরিবর্তে তাদের ক্ষমা প্রদর্শনের কৌশল একের পর এক প্রদেশ যুদ্ধ ছাড়াই নিয়ন্ত্রণ পেতে তাদের সহায়তা করছে বলে মনে হচ্ছে। তালেবান বাহিনী এটিকে মক্কা বিজয়ের কৌশল হিসেবে চিহ্নিত করছে।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ তার টুইটারে ৯টি প্রদেশে ইসলামি আমিরাতের জয়ের খবর দিয়ে উল্লেখ করেছেন, ‘বালখসহ দেশের ৯টি প্রদেশ ইসলামিক আমিরাতের হাতে জয়ী হবার জন্য সমস্ত প্রশংসা আল্লাহর। এই বিজয়গুলিতে, বিরুদ্ধ পক্ষের হাজার হাজার সৈন্য, পুলিশ এবং অন্যান্য সশস্ত্র বাহিনী তাদের অস্ত্র রেখে ইসলামী আমিরাতের মুজাহিদিনে যোগ দিয়েছে।

এছাড়াও, সমস্ত প্রদেশে হাজার হাজার হালকা ও ভারী অস্ত্র, লক্ষ লক্ষ গোলাবারুদ, হাজার হাজার সামরিক ও অ-সামরিক যানবাহন এবং সরঞ্জামাদি মুজাহিদদের দ্বারা জব্দ করা হয়েছে। ইসলামী আমিরাতের সকল মুজাহিদ এবং সাধারণ জনগণের এই মহান বিজয়ের জন্য আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করা উচিত এবং অন্যদের এই দুঃখী জাতির সেবায় হাত মিলানো উচিত।’


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us