ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে পাকিস্তানি অস্ত্র ইংল্যান্ডের
ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে পাকিস্তানি অস্ত্র ইংল্যান্ডের - ছবি : সংগৃহীত
ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে পাকিস্তানি অস্ত্র নিয়ে নামছে ইংল্যান্ড! আজ বৃহস্পতিবার শুরু হতে চলেছে দ্বিতীয় টেস্ট। সেই টেস্টের আগে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়লেন সাকিব মাহমুদ। জানা গিয়েছে, যদি চোটের কারণে জেমস অ্যান্ডারসন ছিটকে যায়, সে ক্ষেত্রে অভিষেক হতে পারে সাকিবের।
ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট বৃষ্টির কারণে অমীমাংসিত অবস্থায় শেষ হয়েছে। আর কয়েক দিন পর থেকেই শুরু হবে দ্বিতীয় টেস্ট। করোনা আবহে সেই টেস্ট শুরুর আগে ইংল্যান্ড তাদের স্কোয়াডে যোগ করল সাকিব মাহমুদকে। স্টুয়ার্ড ব্রড চোট পেয়ে ছিটকে গেলে, তার জায়গায় ইংল্যান্ডের স্কোয়াডে যোগ দিলেন সাকিব।
আন্তর্জাতিক টেস্ট ম্যাচে অভিষেক হয়নি পাকিস্তানি বংশোদ্ভূত সাকিব মাহমুদের। তবে পাকিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে সাকিব খুবই ভালো পারফরম্যান্স করেছিলেন। আর সেই কারণেই তাকে এ বার স্কোয়াডে রাখা হয়েছে। মূলত তার বোলিংয়ের উপর ভর করেই পাকিস্তানকে ৩-০ একদিনের সিরিজে হারিয়েছে ইংল্যান্ড। এখন পর্যন্ত তিনি ৭টি ওয়ানডে ম্যাচ খেলেছেন ইংল্যান্ডের হয়ে। আর তাতে তিনি ১৪টি উইকেট নিয়েছেন।
সূত্র : হিন্দুস্তান টাইমস