মেসির ২০২২ বিশ্বকাপ জয়কে প্রাধান্য পিএসজি চুক্তিতে

অন্য এক দিগন্ত ডেস্ক | Aug 11, 2021 06:06 pm
মেসির ২০২২ বিশ্বকাপ জয়কে প্রাধান্য পিএসজি চুক্তিতে

মেসির ২০২২ বিশ্বকাপ জয়কে প্রাধান্য পিএসজি চুক্তিতে - ছবি সংগৃহীত

 

প্যারিস সেইন্ট জার্মেইঁ বা পিএসজির সাথে দু'বছরের চুক্তি লিওনেল মেসির। তবে ক্লাবের সাথে ওই চুক্তিতে আর্জেন্টিনার হয়ে খেলাকে প্রাধান্য দিচ্ছেন মেসি। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব হোক বা ফ্রেন্ডলি ম্যাচ, আর্জেন্টিনার খেলার সাথে পিএসজির খেলা একই সময় হলে, জাতীয় দলের খেলাকে বেছে নিতে পারেন মেসি। চুক্তি অনুযায়ী মেসিকে আটকাবে না পিএসজি। মেসিই রাখতে বলেছেন এই শর্ত।

ছোটবেলার ক্লাব বার্সেলোনাকে চোখের পানিতে বিদায় জানিয়ে এখন নতুন ক্লাবে মেসি। শারীরিক পরীক্ষা হয়ে গিয়েছে তার। সই হয়ে গিয়েছে চুক্তিপত্রেও। নেইমার, এমবাপেদের পাশে ৩০ নম্বর জার্সি পরে মেসিকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন সমর্থকরা। ১৪ অগস্ট রেসিং ক্লাবের বিরুদ্ধে খেলা রয়েছে পিএসজি-র। সেই ম্যাচে দেখা যেতেই পারে মেসিকে।

সদ্য কোপা আমেরিকা জেতা মেসি অবশ্য প্রাধান্য দিতে পারেন আর্জেন্টিনার হয়ে খেলাকে। ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ। মেসির ট্রফি বাক্সে একাধিক ট্রফি থাকলেও বিশ্বকাপ নেই। সেই লক্ষ্যেই ২০২২ সালের আগে নিজেকে তৈরি করে নিতে চাইছেন আর্জেন্টিনার অধিনায়ক।

তবে মেসিকে সই করানো ফরাসি ক্লাবের লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ জয়। মেসি এই প্রতিযোগিতা বার্সেলোনার হয়ে একাধিকবার জিতলেও পিএসজি এখন পর্যন্ত পারেনি। ২০২০ সালে ফাইনালে উঠেও হারতে হয়েছিল বায়ার্ন মিউনিখের কাছে। মেসি, নেইমার, এমবাপেদের নিয়ে এ বার আরো শক্তিশালী আক্রমণ ভাগ পিএসজি-র। ৯ বার লিগ ১ জয়ী পিএসজি-র এ বার পাখির চোখ চ্যাম্পিয়ন্স লিগ জয়।

সূত্র : আনন্দবাজার পত্রিকা


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us