দুঃসময়ে পাশে কেবল নানা
দুঃসময়ে পাশে কেবল নানা - ছবি : সংগৃহীত
একসময় অনেকের ভিড় ছিল। কিন্তু দুঃসময়ে তারা সরে গেছে। কিন্তু আপনজন কখনো ছেড়ে যায় না। তারই প্রমাণ পাওয়া গেল গতকাল আদালতে। আর মাদক মামলায় গ্রেফতার চিত্রনায়িকা পরীমণি পরিস্থিতির শিকার বলে মন্তব্য করেছেন তার শতবর্ষী নানা শামসুল হক গাজী। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শামসুল হক বলেন, নিজের জন্য জীবনে সে কিছু করেনি। মানুষের জন্য সব দান করেছে। এখন পরিস্থিতির শিকার হয়ে গেছে। নিজে একটা ফ্ল্যাট করেনি, কিছু করেনি। এফডিসিতে গরু দেয় গরিবদের জন্য। সব মানুষের জন্য বিলিয়ে দেয়। এখন আল্লাহপাক যদি ওকে মাফ করে।
পুলিশ বলছে পরীমণির বাসা থেকে মাদক পাওয়া গেছে, এ বিষয়ে কিছু জানেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, খালি বোতল ছিল, মদের বোতল কি না তা তো জানি না। পরীমণির মুক্তির বিষয়ে তিনি বলেন, আল্লাহ যদি তাকে মুক্তি দেয়।
নড়াইলে জন্ম নেয়া শামসুন্নাহার স্মৃতি ঢাকায় এসে চলচ্চিত্রে নাম লিখিয়ে হয়ে ওঠেন পরীমণি। বাবা-মাকে হারানোর পর পিরোজপুরের ভাণ্ডারিয়ার সিংহখালী গ্রামে নানাবাড়িতেই তার শৈশব ও কৈশোর কেটেছে। নানা শামসুল হক এক সময় স্থানীয় একটি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। পরে পরীমণির সঙ্গে তিনিও ঢাকায় চলে আসেন।