৩৭০ রদের পর ২ জন সম্পত্তি কিনেছেন কাশ্মিরে
কাশ্মির - ছবি : সংগৃহীত
ভারতীয় পার্লামেন্টে ৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকে দুই বছরে জম্মু-কাশ্মিরের বাইরের মাত্র দুই ব্যক্তি উপত্যকায় সম্পত্তি কিনেছেন৷ এই তথ্য ভারত সরকার মঙ্গলবার পার্লামেন্টে জানিয়েছে। ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় লোকসভায় বলেন, জম্মু-কাশ্মির সরকারের দেয়া তথ্য অনুযায়ী, ২০১৯-এর আগস্ট থেকে জম্মু-কাশ্মিরের বাইরের দুই ব্যক্তি এই কেন্দ্রশাসিত অঞ্চলে সম্পত্তি কিনেছেন। এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এই উত্তর দেন৷
এদিন মন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়েছিল যে, জম্মু-কাশ্মিরে সম্পত্তি কেনার সময় অন্যান্য রাজ্যের মানুষ কষ্ট বা বাধার সম্মুখীন হয়েছে কি না। তিনি বলেন, সরকারকে এ ধরনের কোনো ঘটনা জানানো হয়নি।
২০১৯ সালের ৫ আগস্ট উপত্যকায় বিশেষ মর্যাদাসম্পন্ন ৩৭০ ধারা প্রত্যাহার করে মোদি সরকার৷ এর প্রতিবাদে সেখানে তীব্র অসন্তোষ দেখা যায়৷ জম্মু-কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার পর প্রশাসন সেখানকার বাসিন্দা হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য একটি নতুন সংজ্ঞা প্রণয়ন করে। ওই সংজ্ঞা অনুযায়ী, সেখানে কমপক্ষে ১৫ বছর বসবাসকারী এক ব্যক্তি স্থায়ী বাসিন্দা হওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন৷ সরকারি বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা ১০ বছর উপত্যকায় চাকরি করেছেন তাদের এবং তাদের সন্তানদের ডোমিসাইল অধিকার দেয়া হয়৷
সূত্র : পুবের কলম