রাতের রানী এবং কিছু কথা

ড. মুহম্মদ দিদারে আলম মুহসিন | Aug 10, 2021 08:07 pm
পরিমণি

পরিমণি - ছবি : সংগৃহীত

 

হুলস্থূল চলছে দেশময়। চার দিকে ‘গেল গেল’ রব। মৌ, পিয়াসা, পরিমণি। একের পর এক মডেল-নায়িকাদের বাসায় বাসায় আইনশৃঙ্খলা রক্ষীরা হানা দিচ্ছে, ধরে নিয়ে যাচ্ছে তাদের। মদ, মাদক, ডিজে পার্টি আর প্রতারণার নানাবিধ অভিযোগে তাদের বিচারের মুখোমুখি করছে, রিমান্ডে নিচ্ছে। উৎসুক জনতার নিরন্তর জিজ্ঞাসা, কী ব্যাপার? কী থেকে কী হলো? কারো কারো সরস মন্তব্য, শেষমেশ তাহলে কত্তাব্যক্তিদের বোধোদয় হলো!

আপনি যখন একটি সমাজকে সভ্যতার মানদণ্ডে বিচার করতে বসবেন, যেসব প্যারামিটার আপনার বিবেচনায় আসবে তার প্রধান একটি হবে, ওই সমাজে নারীর মর্যাদা ও অবস্থান। নারী কখনো স্নেহময়ী জননী, প্রেমময়ী স্ত্রী, মমতাময়ী ভগিনী কিংবা আদুরে কন্যা। যে ভূমিকাতেই থাকুন না কেন, নারী মানেই কোমলতা, ভালোবাসা আর মমতার আধার। আপনি খুব কম লোক পাবেন, যারা এসব প্রশ্নে আপনার সাথে দ্বিমত পোষণ করছেন। কিন্তু এরপরও আপনি দেখতে পাবেন, যুগের পর যুগ, শতকের পর শতক মানবসমাজের এক বিপুল অংশে নারী তার প্রাপ্য অধিকার, সম্মান ও মর্যাদা থেকে বঞ্চিত হয়েছে।

সমাজে নারীর অবস্থান ও মর্যাদা নিয়ে বাদানুবাদ ও মত-মতান্তর চলেই আসছে। কোনো সমাজ যখন নারীর ইজ্জত আব্রু হেফাজতের জন্য তাকে চার দেয়ালের মধ্যে আবদ্ধ রাখার মধ্যে মঙ্গল খুঁজেছে, অন্যরা আবার সব অর্গল খুলে দিয়ে তাকে সবখানে সব কাজে পুরুষের পাশাপাশি একই লেভেলে স্থাপনের মধ্যে সমাধান খুঁজে ফিরছে। একদল যখন ভাবছে, নারী-পুরুষ একে অপরের পরিপূরক; অন্য দল তখন তাদেরকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতেই বেশি আগ্রহী। এরূপ বহুধাবিভক্ত মতামতের ফলে মানবেতিহাসের বিভিন্ন পদে বিভিন্ন জনগোষ্ঠীতে সময়ে সময়ে সমাজে নারীর অবস্থান ও মর্যাদা প্রশ্নে নানাবিধ প্রান্তিক চিন্তাধারার আবির্ভাব ঘটেছে, যা সমাজের সার্বিক স্থিতি বিপর্যস্ত করেছে।

যে বিষয়টি সবসময় একটি স্পর্শকাতর ইস্যু হিসেবে সামনে এসেছে, তা হলো নর-নারীর পারস্পরিক সম্পর্কের ধরন কেমন হবে, তারা কতটা অবাধে পরস্পরের সাথে মিশবে। নর-নারীর চিরায়ত আকর্ষণ মানব সভ্যতার অন্যতম প্রধান ভিত্তি। শৈশব পেরিয়ে যখন একটি ছেলে বা মেয়ে কৈশোরে উত্তীর্ণ হয় এবং ক্রমেই পূর্ণ যৌবনপ্রাপ্তির দিকে এগিয়ে যায়, তার পুরুষ বা নারীসুলভ বৈশিষ্ট্যগুলো ক্রমেই বিকশিত হতে থাকে এবং সে বিপরীত লিঙ্গের সান্নিধ্য ও সাহচর্য পেতে উদগ্রীব হয়ে পড়ে। এই আগ্রহ বাস্তবে কী রকম রূপ পরিগ্রহ করবে তা নির্ধারণে নিয়ামক হয়ে ওঠে সমাজের সার্বিক দৃষ্টিভঙ্গি। প্রাচ্যের রক্ষণশীল সমাজে সামগ্রিকভাবে এখনো ধর্মের প্রভাব সুগভীর, যা নারী-পুরুষের পারস্পরিক এই আকর্ষণকে বিয়ের মাধ্যমে পরিণতি দিতে চায় এবং এ বিবেচনায় স্বভাবতই তরুণ-তরুণীর বিবাহ-পূর্ব মেলামেশাকে একটি যৌক্তিক পর্যায়ে সীমাবদ্ধ রাখতে সচেষ্ট থাকে। অন্য দিকে আধুনিক পাশ্চাত্যে যেকোনো বয়সের নরনারীর বাধাবন্ধনহীন মেলামেশা একটি স্বীকৃত বিষয় এবং পারস্পরিক সম্মতিতে নর-নারী তাদের পারস্পরিক সম্পর্ককে যেকোনো পর্যায়ে উন্নীত করতে পারেÑ এখানে সমাজ বা রাষ্ট্র কোনোরূপ বাধা হয়ে দাঁড়ায় না।

আধুনিক জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে থাকার সুবাদে পাশ্চাত্যের এই দৃষ্টিভঙ্গির প্রভাব প্রাচ্যে, বিশেষ করে শিক্ষিত সমাজে, অনেক আগে থেকেই পড়তে শুরু করেছে। সঙ্গীত, নভেল-নাটক ও সিনেমা-থিয়েটারের প্রধান উপজীব্য প্রেম-ভালোবাসা, যা বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যাবে বিবাহবহির্ভূত পর্যায়ের। অনেক ক্ষেত্রেই, আপনি দেখতে পাবেন, প্রয়োজনে-অপ্রয়োজনে নারীকে যৌনাবেদনময়ী রূপে উপস্থাপন করা হচ্ছে। সেইসাথে অশ্লীল ছবির সহজলভ্যতা পুরো বিষয়টিকে নতুন মাত্রা দিয়েছে। ইন্টারনেট ও স্যাটেলাইট কমিউনিকেশনের সুবাদে পাশ্চাত্য সংস্কৃতির এই প্রভাব আরো দৃঢ় ভিত্তি পেয়েছে। মোটাদাগে, এর একটা বড় প্রভাব পড়ছে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়গামী কিশোর-কিশোরী, তরুণ-তরুণীদের ওপর। এরা অনেক ক্ষেত্রেই পরস্পরের সাথে এমনভাবে জড়িয়ে পড়ছে, যা অনুমোদনে বৃহত্তর সমাজ প্রস্তুত নয়। মদ, মাদক ও জন্ম-নিয়ন্ত্রণসামগ্রীর সহজলভ্যতা বিষয়টিকে আরো জটিল করে তুলেছে।

সামগ্রিক নৈতিক অধঃপতনের সাথে যুক্ত হয়েছে, এক দিকে কিছু তরুণীর অভিনয় ও মডেলিংয়ের মাধ্যমে তারকাখ্যাতি লাভের মোহ, অন্য দিকে কিছু দুরাচার-দুর্বৃত্ত তারকা ও তারকা-খ্যাতি অর্জনে আগ্রহী সুন্দরী তরুণীদের অনৈতিক কাজে জড়িয়ে মোটা অঙ্কের অর্থ উপার্জন ও বিশেষ বিশেষ মতলব হাসিলের ফুল-টাইম ব্যবসায় নেমে পড়েছে। কিছু বিপথগামী তরুণী অর্থ-বিত্তের মোহে নিজেরাই এসব দুর্বৃত্তের সহায়তায় এটাকে তাদের একটি পেশায় পরিণত করেছে। দেশের অভিজাত পাড়া ও পাঁচ-তারকা হোটেলগুলোতে মাঝে মধ্যে মদ-মাদকসহ হাই-সোসাইটি কল-গার্লদের জমজমাট রাতের পার্টি সামগ্রিক কার্যক্রমের একটি অংশমাত্র। এখানে কেবল ধনীর দুলালেরাই টাকা ঢালে না, একশ্রেণীর নীতিভ্রষ্ট রাজনীতিক, ব্যবসায়ী ও উচ্চপদের আমলারাও ভিড় জমায়। এ সুযোগে কুচক্রীরা তুলে রাখে বিশেষ বিশেষ মুহূর্তের ছবি, যা পরে ব্যবহৃত হয় ব্ল্যাক-মেইলিং করে টাকা আদায় কিংবা গুরুত্বপূর্ণ ব্যবসায়িক/দাফতরিক কাজ হাসিলে। ধারণা করা হয়, নামীদামি সুন্দরী তরুণীদের অনৈতিক ব্যবহার বিশ্বময় অন্ত-ও আন্তঃরাষ্ট্রীয় গোয়েন্দাবৃত্তির অন্যতম হাতিয়ার।

এভাবেই রাতের রানীরা তৈরি হয় কিংবা তাদের তৈরি করা হয়। এ এক জঘন্য ব্যবসা, যেখানে আমাদের মাতৃজাতি একটি উপকরণ হিসেবে ব্যবহৃত হয় কিছু দুর্বৃত্তের মনষ্কামনা পূরণে কিংবা তাদের বিশেষ মতলব হাসিলে। কোনো তরুণী একবার এ জগতে পা বাড়ালে এমনভাবে এই চক্রের জালে আটকে পড়ে, যেখান থেকে আর বেরুনোর পথ খুঁজে পাওয়া যায় না। বিনিময়ে কী পায় তারা? কিছু অর্থ-বিত্ত ও মেকি যশ-খ্যাতি। এদের কেউ কেউ হয়তো বা মানসিকভাবে এমনভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ে যে, এটাই তার কাছে বিশাল প্রাপ্তি বলে মনে হয়, এই দুর্বিষহ জীবনই তার কাছে হয়ে উঠে উপভোগ্য। বিপত্তি ঘটে যখন ফাঁক-ফোকর গলিয়ে এসব কাহিনী সমাজে চাউর হয়ে পড়ে কিংবা কালে-ভদ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেরসিকভাবে তাদের ওপর হামলে পড়ে।

একটি সমাজ যখন নৈতিকভাবে অধঃপতিত হয়ে পড়ে, তখন সমাজের ওপর থেকে নিচ পর্যন্ত একটি বড় অংশের রুচিবিকৃতি ঘটে। লোকজন সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড, বিশেষ করে নারী-ঘটিত কেলেঙ্কারির চর্চা করে এক ধরনের বিকৃত আনন্দ উপভোগ করে। মিডিয়া এসব কেলেঙ্কারির ওপর বিশেষ ফোকাস করে। কারো একটি কেলেঙ্কারি ফাঁস হলে পরিস্থিতি বুঝে অনেকেই সংশ্লিষ্ট ব্যক্তির যে এটাই একমাত্র কেলেঙ্কারি নয়, তার যে আরো অনেক কেলেঙ্কারি আছে তার ফিরিস্তি দিতে প্রতিযোগিতায় লিপ্ত হয়। এভাবে পুরো সমাজ কিছু সময়ের জন্য তাকে নিয়ে অহর্নিশ ব্যস্ত থাকে। শেষমেশ সমস্যা যে তিমিরে ছিল সেই তিমিরেই থেকে যায়। আমরা একটু স্থিরভাবে ভাবতে চাই না, এ ঘটনাগুলো কেন ঘটছে? সমাধানই বা কী? এই মেয়েগুলো কেন এই অন্ধকার জগতে পা বাড়াচ্ছে? এর পুরো দায়িত্ব কি তাদের একার, নাকি এই নষ্ট সমাজই এসব রাতের রানীদের তৈরি করছে?

লেখক : অধ্যাপক ও সভাপতি, ফার্মেসি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us