ভারতের এমন আক্রমণ আগে কখনো দেখিনি
ইনজামাম উল হক - ছবি : সংগৃহীত
নটিংহ্যামে ভারত-ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছে। ম্যাচের পঞ্চম ও শেষ দিন বৃষ্টি ঝামেলা না করলে, ফলাফল রচিত হতো। তবে প্রথম টেস্টে ভারতের পেস আক্রমণের প্রশংসা করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। তিনি বলেন, ভারতের এমন পেস আক্রমণ আগে কখনো দেখেননি। ইংল্যান্ডের মতো কন্ডিশনে, ভারতের পেসারদের দাপটে ব্যাকফুটেই ছিল রুটের দল।
সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই ইংল্যান্ডকে ১৮৩ রানে অলআউট করে দেয় ভারতের চার পেসার- জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ ও শারদুল ঠাকুর। বুমরাহ ৪টি, সামি ৩টি, শারদুল ২টি ও মোহাম্মদ সিরাজ ১টি উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসেও বল হাতে সফল ভারতের পেসাররা। বুমরাহ ৫টি, সিরাজ ২টি, সামি ১টি ও শারদুল ২টি উইকেট পকেটে জমা করেন।
তবে ভারতের পেসারদের গতি ও সুইং-এর সামনে স্বাচ্ছন্দ্যে ছিলেন না ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। একমাত্র ইংল্যান্ডের অধিনায়ক জো রুটই যা লড়াই করেছেন। প্রথম ইনিংসে ৬৪ ও দ্বিতীয় ইনিংসে ১০৯ রান করেন তিনি।
প্রথম টেস্টে ভারতের পেসারদের বোলিং বৈচিত্র্য মন কেড়েছে ইনজামামের। তিনি বলেন, ‘নটিংহ্যাম টেস্টের প্রথম দিন থেকেই ভারতের পেস আক্রমণকে দুর্দান্ত ছন্দে দেখা গেছে। ইংল্যান্ডের মতো কন্ডিশনে প্রথম টেস্ট থেকে খুব বেশি সুবিধা করতে দেখা যায় না উপমহাদেশের বোলারদের। তবে ভারতের বোলাররা প্রথম দিন থেকেই দারুন ছন্দে। ভারতের পেসারদের ছন্দে ব্যাকফুটে ছিলো ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। ভারতের চার পেসারের গতি, সুইং সামলাতে হিমশিম খেতে হয়েছে ইংল্যান্ডকে।’
ভারতের এমন পেস আক্রমণ আগে কখনো দেখেননি জানিয়ে ইনজামাম বলেন, ‘নটিংহামে যেভাবে ইংল্যান্ডের উপর দাপট দেখালো ভারতের পেসাররা। যখন দলে এমন পেস আক্রমণ থাকে, তখন সাফল্য আসাটা সময়ের ব্যাপার। দেশের বাইরের কন্ডিশনে বোলাররা ভূমিকা অনেক বেশি প্রয়োজন পড়ে। প্রথম টেস্টে সেটিই করে দেখাল ভারতের পেসাররা।’
ম্যাচে ৯ উইকেট নেয়া ভারতের বুমরাহর প্রশংসাও করেছেন ইনজামাম। তিনি বলেন, ‘বুমরাহর বুদ্ধিদীপ্ত বোলিংএর সাথে গতি ও সুইং সমস্যায় ফেলেছে ইংল্যান্ডকে। প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডকে ব্যাটফুটে ফেলে দিয়েছে সে। প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করেছিল রুট, তবে শেষ পর্যন্ত তাকে স্বাচ্ছন্দ্যে খেলতে দেয়নি বুমরাহ। দলের অন্যান্য পেসার শামি, সিরাজরাও অসাধারণ পাররমেন্স করেছে। আমি ভারতের এমন পেস বোলিং লাইনআপ কখনও দেখিনি।’
সূত্র : বাসস