রাশিয়াকে হুমকি জর্জিয়ার

অন্য এক দিগন্ত | Aug 08, 2021 09:22 pm
প্রধানমন্ত্রী ইরাকলি গ্যারিবাশভিলি

প্রধানমন্ত্রী ইরাকলি গ্যারিবাশভিলি - ছবি : সংগৃহীত

 

জর্জিয়ার ভূখণ্ড থেকে সৈন্য প্রত্যাহার করার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী ইরাকলি গ্যারিবাশভিলি রোববার রাশিয়া সঙ্ঘাত-পরবর্তী চুক্তি অনুসরণ করতে ব্যর্থ হয়েছে মর্মে অভিযোগ করে জর্জিয়া ভূখণ্ড থেকে রুশ সৈন্যদের প্রত্যাহার করার জন্য মস্কোর প্রতি আহ্বান জানান।

রুশ ফেডারেশন ও জর্জিয়ার মধ্যে ২০০৮ সালের সাউথ ওশেটিয়া সঙ্ঘাতে নিহতদের ১৩তম স্মরণবাষির্কী উপলক্ষে রাজধানী তিবিলিসিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, রাশিয়া সাউথ ওশিটিয়া আক্রমণের মাধ্যমে তাদের ২০ ভাগ ভূমি দখল করে নিয়েছে।

তিনি বলেন, দখলদারিত্বের অবসান ঘটাতে জর্জিয়া শান্তিপূর্ণ উপায় বেছে নিয়েছে।
অন্যদিকে জর্জিয়ার প্রেসিডেন্ট স্যালোম জুরাভিচিভিলি ওই অনুষ্ঠানে বলেন, জর্জিয়ার স্বাধীনতা যুদ্ধ এখনো চলছে।
জর্জিয়া ও রাশিয়ার সমর্থিত আবখাজিয়া বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে ১৯৯২ ও ১৯৯৩ সালে যুদ্ধ চলে। ২০০৮ সালে জর্জিয়া ও রাশিয়ার মধ্যে যে যুদ্ধ হয় তা সাউথ ওশেটিয়া সঙ্ঘাত নামে পরিচিত। জর্জিয়া থেকে সাউথ ওশেটিয়া ও আবখাজিয়া স্বাধীন হতে চাইলে এই সঙ্ঘাতের শুরু হয়।
সঙ্ঘাতে ওই দুই এলাকা থেকেই নিয়ন্ত্রণ হারায় জর্জিয়া। রাশিয়া ওই এলাকা দুটিকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।
এর প্রতিক্রিয়ায় রাশিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে জর্জিয়া।
আন্তর্জাতিকভাবে উভয় অঞ্চলই জর্জিয়ার বলে স্বীকৃত।

সূত্র : ডেইলি সাবাহ


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us