রিজওয়ান এখন ইউসুফ-টেন্ডুলকারের পাশে

অন্য এক দিগন্ত | Aug 01, 2021 05:07 pm
ইউসুফ, টেন্ডুলকার ও রিজওয়ান

ইউসুফ, টেন্ডুলকার ও রিজওয়ান - ছবি : সংগৃহীত

 

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দুরন্ত নজির মোহম্মদ রিজওয়ানের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ৪৬ রানের কার্যকরী ইনিংস খেলার সুবাদে পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান একটি ক্যালেন্ডার বর্ষে সবথেকে বেশি আন্তর্জাতিক টি-২০ রান করার বিশ্বরেকর্ড গড়েন।

চলতি বছরে রিজওয়ানের আন্তর্জাতিক টি-২০ রান দাঁড়ায় ৭৫২। তিনি ভেঙে দেন পল স্টার্লিংয়ের ২০১৯ সালে করা ৭৪৮ রানের রেকর্ড।

আন্তর্জাতিক ক্রিকেটে এমন অনবদ্য নজির গড়ার সাথে সাথেই রিজওয়ান জায়গা করে নিলেন ভারতের কিংবদন্তি শচিন টেন্ডুলকার সাবেক পাকিস্তানি তারকা মোহাম্মদ ইউসুফের পাশে। বাকি দু'টি ফর্ম্যাটে একটি ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি রান করার রেকর্ড রয়েছে শচিন ও ইউসুফের নামে।

এখন পর্যন্ত টেস্টে একটি ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি ১৭৮৮ রান করেছেন ইউসুফ। তিনি ২০০৬ সালে এমন নজির গড়েন। শচিন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এমন রেকর্ড করেন ১৯৯৮ সালে। ওই বছর ৫০ ওভারের ক্রিকেটে টেন্ডুলকার সংগ্রহ করেছিলেন সাকুল্যে ১৮৯৪ রান। সুতরাং, আন্তর্জাতিক ক্রিকেটের কোনো একটি ফর্ম্যাটে এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি রান সংগ্রহ করার নিরিখে শচিন টেন্ডুলকারের সঙ্গে একাসনে বসে পড়লেন মোহাম্মদ রিজওয়ান।
সূত্র : হিন্দুস্তান টাইমস

 


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us