গর্ভবতী মায়েদের করোনা ভ্যাকসিন

মোহাম্মদ শামছুল আলম, পিএইচডি | Jul 27, 2021 04:10 pm
গর্ভবতী মায়েদের করোনা ভ্যাকসিন

গর্ভবতী মায়েদের করোনা ভ্যাকসিন - ছবি : সংগৃহীত

 

করোনা মহামারী সাধারণ মানুষের তুলনায় গর্ভবতী মায়েদের আরো বেশি আতঙ্কিত করেছে। গর্ভকালীন সময়, গর্ভের সন্তানের সুরক্ষা এবং ভূমিষ্ট হওয়ার পর নবজাতক শিশুকে বুকের দুধ খাওয়ানো ইত্যাদি বিষয়ে অনেকের সুস্পষ্ট ধারণা নেই। গর্ভবতী মায়েদের আরেকটি উদ্বেগের বিষয় হলো- করোনা ভ্যাকসিন নেয়া উচিত হবে কি না অথবা ভ্যাকসিন নিতে চাইলে কোন ভ্যাকসিন নেয়া উচিত হবে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানের আলোকে সমসাময়িক নির্দেশনা সম্পর্কে আলোকপাত করা যাক।

পরিসংখ্যান বলছে, সাধারণ মেয়েদের তুলনায় গর্ভবতী মায়েদের মধ্যে করোনার কারণে গুরুতর অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। গুরুতর অসুস্থ হওয়ার পর গর্ভবতী মেয়েদের দ্রুত হাসপাতালে নেয়া, ভেন্টিলেশনের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করাসহ নিবিড় পর্যবেক্ষণে রাখার প্রয়োজন হয়ে পড়ে। যদিও করোনা আক্রান্ত গর্ভবতী মায়ের থেকে গর্ভস্থ শিশুতে করোনা সংক্রমণ হওয়ার সম্ভাবনা খুবই কম, তবুও গুরুতর করোনা সংক্রমণে গর্ভবতী মায়ের মৃত্যুসহ অপরিপক্ব শিশু (ঢ়ৎবসধঃঁৎব নধনু) জন্ম নিতে পারে। এ ছাড়া, করোনা আক্রান্ত গর্ভবতী মায়েদের ভূমিষ্ঠ সন্তানদের জন্মগত ত্রুটি হওয়ারও কোনো সম্ভাবনা নেই।

গর্ভবতী মায়েদের ক্ষেত্রে করোনা ভ্যাকসিনের নিরাপত্তা :
এ কথা সত্য যে, গর্ভবতী মায়েদের ক্ষেত্রে করোনা ভ্যাকসিন কতটা নিরাপদ তার বিস্তারিত কোনো তথ্য নেই। এর মূল কারণ হলো- এখন পর্যন্ত যতগুলো করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে সবগুলোতে নিরাপত্তার কথা চিন্তা করে গর্ভবতী মায়েদের অন্তর্ভুক্ত করা হয়নি। তথাপি, বিভিন্ন করোনা ভ্যাকসিন ট্রায়ালে অংশগ্রহণ করা অবস্থায় প্রায় ৩০ হাজার অংশগ্রহণকারী অসাবধানতাবসত গর্ভবতী হয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের ঈউঈ (ঞযব ঈবহঃবৎং ভড়ৎ উরংবধংব ঈড়হঃৎড়ষ ধহফ চৎবাবহঃরড়হ) ওই ৩০ হাজার গর্ভবতী ও ভ্যাকসিন ট্রায়ালে অংশগ্রহণকারীদের ডাটা সংগ্রহ করছে।

ইতোমধ্যে প্রায় এক হাজার ৮০০ গর্ভবতী ও ট্রায়ালে অংশগ্রহণকারী নারী ভ্যাকসিন নেয়ার পর তাদের লক্ষণ ও পুরো গর্ভকালীন সময় কেমন কাটল তার তথ্য দিয়েছে। এতে দেখা যায়, গর্ভাবস্থায় করোনা ভ্যাকসিন নেয়ার ফলে তাদের কারো গর্ভপাত, মৃত শিশু প্রসব বা অপরিপক্ব শিশু জন্ম নেয়ার ঘটনা ঘটেনি। তবে ভ্যাকসিন নেয়ার পর গর্ভবতী নারীদের অন্য সাধারণ মানুষের মতো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যা গর্ভাবস্থায় করোনা ভ্যাকসিন গ্রহণের নিরাপত্তাই ইঙ্গিত দেয়। এ ছাড়া যেসব মায়েরা সন্তানকে বুকের দুধ খাওয়ান তাদের ক্ষেত্রেও করোনা ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ।

এসব তথ্যের বিস্তারিত পর্যালোচনা করতে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের ঘওঐ (ঘধঃরড়হধষ ওহংঃরঃঁঃবং ড়ভ ঐবধষঃয) গর্ভবতী ও সন্তানকে বুকের দুধ পান করান এমন মায়েদের উপর করোনা ভ্যাকসিনের নিরাপত্তা ও কার্যকারিতা নির্ণয়ে বিস্তারিত গবেষণা শুরু করেছে।

গর্ভবতী মায়েদের ক্ষেত্রে করোনা ভ্যাকসিন গ্রহণের বর্তমান নির্দেশনা :
যদি কোনো গর্ভবতী নারী করোনা ভ্যাকসিন নিতে চান তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভ্যাকসিন নিতে পারবেন। এক্ষেত্রে বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে একইরকম মতামত দিয়েছে।
ডঐঙ (ডড়ৎষফ ঐবধষঃয ঙৎমধহরুধঃরড়হ) ঘোষণা করেছে, তারা গর্ভবতী নারীদের করোনা ভ্যাকসিন নিতে কোনো অতিরিক্ত ঝুঁঁকি দেখছে না। ডঐঙ-এর মতে, যেসমস্ত গর্ভবতী নারী করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে অথবা স্থূলতা (ড়নবংরঃু)/ডায়াবেটিসসহ অন্যান্য রোগের কারণে করোনা আক্রান্ত হওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারে তাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করোনা ভ্যাকসিন গ্রহণ করা বাঞ্ছনীয়।

ঋউঅ (ট ঝ ঋড়ড়ফ ধহফ উৎঁম অফসরহরংঃৎধঃরড়হ)-এর ফাইজার/বায়োএনটেকের করোনা ভ্যাকসিনের বসবৎমবহপু ঁংব ধঁঃযড়ৎরুধঃরড়হ-এর নথিপত্রে বর্ণিত আছে, গর্ভবতী নারী ও বুকের দুধ পান করানো মায়েরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করোনা ভ্যাকসিন গ্রহণের সিদ্ধান্ত নিতে পারে।

অঈঙএ (ঞযব অসবৎরপধহ ঈড়ষষবমব ড়ভ ঙনংঃবঃৎরপরধহং ধহফ এুহবপড়ষড়মরংঃং) এবং ঝগঋগ (ঝড়পরবঃু ভড়ৎ গধঃবৎহধষ-ঋবঃধষ গবফরপরহব) উভয়েই গর্ভবতী নারীদের অন্য সবার মতো ঋউঅ অনুমোদনপ্রাপ্ত করোনা ভ্যাকসিন গ্রহণের পরামর্শ দিয়েছে।
সর্বোপরি, যেহেতু গর্ভবতী নারীদের ক্ষেত্রে করোনা ভ্যাকসিনের নিরাপত্তা, কার্যকারিতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া সংক্রান্ত বিস্তারিত গবেষণার কোনো ফলাফল প্রকাশিত হয়নি তাই সন্তান নিতে আগ্রহী অথবা গর্ভবতী যেকোনো নারীকে চিকিৎসকের মতামত অনুযায়ী করোনা ভ্যাকসিন নিতে পরামর্শ দেয়া হয়েছে।

লেখক : স্টাফ সায়েন্টিস্ট, ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথ, যুক্তরাষ্ট্র।

ইমেইল : msalam100@yahoo.com

 


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us