নজিরবিহীন ঘটনার ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাল ও. ইন্ডিজ

অন্য এক দিগন্ত | Jul 25, 2021 02:24 pm
নজিরবিহীন ঘটনার ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাল ও. ইন্ডিজ

নজিরবিহীন ঘটনার ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাল ও. ইন্ডিজ - ছবি : সংগৃহীত

 

সিরিজে সমতায় ফিরল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে ৪ উইকেটে হারাল অস্ট্রেলিয়াকে। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন নিকোলাস পুরান। শনিবার অনুষ্ঠিত ম্যাচে তিনি ৭৫ বলে করলেন অপরাজিত ৫৯ রান। এদিন টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। কেনসিঙ্গটন ওভাল বার্বাডোসে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই বেন ম্যাকডারমট আউট হন। পাওয়ারপ্লের মধ্যেই আউট হন ৩ অজি ব্যাটসম্যান। টপ ও মিডল অর্ডারের ব্যর্থতায় ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে একটা সময়ে দিশেহারা হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া।

১৯ রান করা মিচেল স্টার্ককে হেইডেন ওয়ালশ আউট করেন। তখন দলের রান ছিল ৭ উইকেট ৯৬। এরপরে দলের হাল ধরেন সিরিজেই অভিষেক হওয়া ওয়েস আগার। ৩৬ বলে তিনি করলেন ৪১ রান। তাকে যোগ্য সঙ্গ দেন অ্যাডাম জাম্পা। জাম্পা করেন ৬২ বলে ৩৬ রান। শেষ পর্যন্ত ১৮৭ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।

জবাবে অতি সহজেই নিজেদের লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৩৮ ওভারের মধ্যেই খেলা শেষ করে দেন নিকোলাস পুরানরা। ৩৮ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৯১ রান তোলে কায়রন পোলার্ডের দল। নিজেদের লক্ষ্যে পৌঁছাতে গিয়ে প্রথম দিকে তারাতারি ব্র্যাভোদের উইকেট হারালেও পরের দিকে পরিস্থিত সামলে নেয় ক্যারেবিয়ানরা। ষষ্ঠ উইকেটে জেসন হোল্ডার ও নিকোলাস পুরান ৯৩ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে নিয়ে যান। অপরাজিত ৭৫ বলে ৫৯ রান করে মাঠ ছাড়েন ম্যাচের সেরা পুরান।

তবে এদিনের ম্যাচে এক নজিরবিহীন ঘটনা ঘটে যায়। এদিন ম্যাচে টস হওয়ার পরে দলে ক্রিকেটার পরিবর্তন করে অস্ট্রেলিয়া। জোস হ্যাজেলউডের জায়গায় মাঠে নামেন ওয়েস আগার। এদিন তিনি অস্ট্রেলিয়ার জার্সি গায়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। তবে এদিন ওয়েস আগারকে নামানোর জন্য সম্মতি দেয় ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ২০০৯ সালে একই ঘটনা ঘটেছিল। সেবার আঙুল ভেঙে যাওয়ার জন্য ব্র্যাড হ্যাডিন ছিটকে গিয়েছিলেন।

চোটের কারণে বাংলাদেশ সফর থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ

বাংলাদেশ সফরের আগে অস্ট্রেলিয়া শিবিরে দুঃসংবাদ। ওয়েস্ট ইন্ডিজ সফর চলাকালীন চোটের জন্য ছিটকে গেলেন অ্যারন ফিঞ্চ। চোট পেয়েছিলেন আগেই। তা নিয়েই ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি সিরিজও খেলেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। এবার চোট বাড়তেই তড়িঘড়ি দেশে ফিরছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দলের সাথে থাকতে পারবেন না অজি অধিনায়ক। শুধু তাই নয়, আসন্ন বাংলাদেশ সফর থেকেও ছিটকে গেলেন অ্যারন ফিঞ্চ। এক বিবৃতি দিয়ে ফিঞ্চের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। রবিবার লন্ডন-দোহা হয়ে অস্ট্রেলিয়া ফেরার কথা রয়েছে তার।

টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসার আগেই এই বড় দুঃসংবাদ জানিয়েছে টিম অস্ট্রেলিয়া। ফিঞ্চের নেতৃত্বেই বাংলাদেশে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু ডান হাঁটুর চোটের কারণে সেই সফরের আগেই নিজেদের অধিনায়ককে হারাল অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের বারবাডোজ থেকে রবিবারই নিজের দেশে ফিরে যাবেন ফিঞ্চ। দেশে ফিরে দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকার পরে হাঁটুর সার্জারি করাতে চান ফিঞ্চ।

ওয়েস্ট ইন্ডিয়জ সফর থেকে দেশে ফেরার খবর জানার পরে ফিঞ্চ বলেন, ‘দেশে ফিরতে হচ্ছে বলে আমি খুবই হতাশ। তবে বাংলাদেশ সফরে যাওয়ার চেয়ে এটা অবশ্য ভালো সিদ্ধান্ত। বাংলাদেশে গেলে খেলতে পারতাম না আবার সেরে ওঠার সময় পেতাম না। প্রয়োজন হলে আমি সার্জারিটা করে ফেলবো এবং বিশ্বকাপের আগে নিজেক তৈরি করব।’ এরপর হাঁটুতে সার্জারি করাতে হলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও শঙ্কায় পড়তে পারেন অজি অধিনায়ক। যদিও টিম মেডিকেল স্টাফরা আশাবাদী, সার্জারিও হলেও চলতি বছরের অক্টোবরের আগেই সুস্থ হয়ে উঠবেন ফিঞ্চ। অজি দলকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে ৩৪ বছরের এই তারকা ক্রিকেটার।

ফিঞ্চের অনুপস্থিতিতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দিয়েছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি। তবে বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্বের দায়িত্বে থাকতে পারেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েড। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ অগস্ট। পরের চারটি ম্যাচ হবে ৪, ৬, ৭ ও ৯ অগস্ট। এক সপ্তাহে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দলে ফিঞ্চের বদলি হিসেবে কাউকে পাঠান হবে কিনা তা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া এখনও কিছু জানায়নি।

সূত্র : হিন্দুস্তান টাইমস


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us