যা বললেন বাবর আজম

অন্য এক দিগন্ত | Jul 21, 2021 04:17 pm
বাবর আজম

বাবর আজম - ছবি : সংগৃহীত

 

আর কয়েক মাস বাদেই আয়োজিত হতে চলেছে টি-২০ বিশ্বকাপ ক্রিকেট। তার আগের সিরিজগুলোতে সব দল তাদের সেরা একাদশ, টিম কম্বিনেশন খুঁজে নিতে মরিয়া। সেই লক্ষ্যেই ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে নেমেছিল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল। সিরিজে তাদের হারতে হয়েছে। ব্যাট হাতে অধিনায়ক বাবর সেভাবে রান না পাওয়ার ফলে প্রশ্ন উঠেছে অধিনায়কত্ব অযথা তার ব্যাটিংয়ে প্রভাব ফেলছে কিনা। তার উত্তরে বাবরের সটান জবাব বাড়তি কোনো চাপ তিনি অনুভব করছেন না। আর তিনি কোনো দেখনদারিতেও বিশ্বাসী নন।

উল্লেখ্য মাত্র কয়েক মাস আগেই তিন ফর্ম্যাটেই জাতীয় দলের দায়িত্ব হাতে নিয়েছেন বাবর। বাবরের অধিনায়কত্বে ইংল্যান্ডে ওয়ানডে সিরিজে পাকিস্তানকে ৩-০ ফলে হোয়াইটওয়াশ হতে হয়েছে। টি-২০ সিরিজ ও হারতে হয়েছে ২-১ ফলে। ফলে টি-২০ বিশ্বকাপের আগে ঘরে বাইরে চাপ বেড়েছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের উপরে।

এই বিষয়ে বলতে গিয়েই বাবর জানিয়েছেন 'আমার উপর অধিনায়কত্বের কোনো বাড়তি চাপ নেই। যখন আমি ব্যাট করতে নামি তখন শুধুমাত্র আমি আমার ব্যাটিং নিয়ে ভাবি। যখন ফিল্ডিং করি বা মাঠের বাইরে থাকি তখন আমি স্বাভাবিকভাবেই অধিনায়কত্ব নিয়ে ভাবি। তোমাকে সবসময় শিখতে হবে। কারন তোমাকে একটা গুরু দায়িত্ব দেয়া হয়েছে। যদি তারপর তুমি চাপ না নিতে পারো,ভাবতে থাক কী করে কী করবে সেটা কখনো ঠিক নয়। আমি সব জিনিসকেই একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে থাকি। সাদা বলে আমার খেলার উন্নতি ঘটছে। আপনারা ভবিষ্যতে ও আমাকে আমার খেলায় উন্নতি করতে দেখবেন। আমি দেখনদারিতে বিশ্বাস করি না। আমার পরিবার আমাকে সেই শিক্ষাই দিয়েছে।'

তৃতীয় ম্যাচেও পাকিস্তানকে হারাল ইংল্যান্ড
তৃতীয় টি২০-তে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয় ইংল্যান্ডের।
সাদা বলে ইংল্যান্ড দলের নির্ভীক ক্রিকেট এবং বেঞ্চের জোর মুগ্ধ করেছে স্টুয়ার্ট ব্রডকে। পাকিস্তানের বিরুদ্ধে ইয়ন মর্গ্যানের দল সিরিজ জিতে ট্রফি হাতে তুলতেই তাই ব্রডের গলায় শোনা গেল বিশ্বকাপ জয়ের সম্ভাবনার কথা। ব্রডের কথায়, মর্গ্যানকে পাকিস্তানের বিরুদ্ধে ট্রফিটা হাতে তুলে নিতে দেখে মনে হলো যেন আমরা বিশ্বকাপটা জিতব।

উল্লেখ্য, তিন ম্যাচের টি২০ সিরিজে প্রথম ম্যাচে হেরেও দুর্দান্তভাবে ফিরে এসেছে ইংলিশরা। ওল্ড ট্র্যাফর্ডে সিরিজের শেষ ম্যাচে দুই বল বাকি থাকতে জয় ছিনিয়ে নেয় মর্গ্যানের দল। এর ফলে সিরিজে প্রথমে পিছিয়ে পড়েও শেষ হাসি হাসলেন মর্গ্যানরা। সিরিজ ডিসাইডারে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাক অধিনায়ক বাবর আজম। তবে পাকিস্তানের হয়ে ব্যাট হাতে মোহাম্মদ রিজওয়ান বাদে কেউ দাগ কাটতে পারেননি। রিজওয়ানের ৫৭ বলে ৭৬ রানের ইনিংসের উপর ভর করেই ৬ উইকেট হারিয়ে ১৫৪ রানের স্কোরে পৌঁছায় পাকিস্তান। বল হাতে দুর্দান্ত ছিলেন আদিল রাশিদ। ৪ ওভারে ৩৫ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। একটি উইকেট পান মইন আলিও।

রান তাড়া করতে নেমে ইংল্যান্ড মোটামুটি ভালো শুরু করেছিল। তে মাঝে পরপর উইকেট পতনে ম্যাচে রোমাঞ্চ ফিরে সে। ১১২ রানে ৪ উইকেট হয়ে গিয়েছিল ইংল্যান্ড। এরপর ১৯তম ওভারেও দুটি উইকেট পড়ে যয়। তবে শেষ পর্যন্ত দুই বল বাকি থাকতেই ম্যাচ জেতেন মর্গ্যানরা। ইংল্যান্ডের হয়ে সবথেকে সফল ব্যাটসম্যান ছিলেন জেসন রয়। তিনি ৩৬ বলে ৬৪ রান করেন। শেষের দিকে মর্গ্যান ১২ বলে ২১ রান করেন। পাকিস্তানের হয়ে মোহাম্মদ হাফিজ তিন উইকেট নেন। ১৯তম ওভারেই তিনি ডেভিড মালান এবং লিয়াম লিভিংস্টোনকে সাজঘরে ফেরান। তবে পাকিস্তানকে ম্যাচ জেতাতে সক্ষম হননি তিনি।
সূত্র : হিন্দুস্তান টাইমস


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us