শামসি বোঝালেন, কেন তিনি এক নম্বর

অন্য এক দিগন্ত | Jul 20, 2021 07:38 am
শামসি বোঝালেন, কেন তিনি এক নম্বর

শামসি বোঝালেন, কেন তিনি এক নম্বর - ছবি : সংগৃহীত

 

বিশ্বের এক নম্বর টি-২০ বোলারের মুকুট যে আইসিসি অকারণে তুলে দেয়নি শামসির মাথায়, সেটা আরো একবার প্রমাণ করলেন তিনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে শামসির দুরন্ত বোলিংয়ের সুবাদেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ১-১ ড্র হয়েছে। এবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামেন প্রোটিয়ারা। আইরিশরা এই ম্যাচেও একটি দুরন্ত রেকর্ড গড়েন। যদিও শেষমেশ হার মানতে হয় তাদের।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৬৫ রান তোলে। বাভুমা ১৩, ডি'কক ২০, মালান ৪, মার্করাম ৩৯, ভ্যান ডার দাসেন ২৫, মিলার ২৮, লিন্ডে ১০, রাবাদা অপরাজিত ১৯ ও উইলিয়ামস অপরাজিত ২ রান করেন। ৩টি উইকেট নেন মার্ক। ২টি করে উইকেট দখল করেন সিমি সিং ও জোস লিটল।

জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৩২ রান তোলে। একসময় তারা ৮৮ রানে ৯ উইকেট হারিয়ে বসে। শেষ উইকেটের জুটিতে ম্যাকার্থি ও লিটল ৪৪ রান যোগ করে অবিচ্ছেদ্য থাকেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে আইসিসির পূর্ণ সদস্য কোনও দেশের দশম উইকেটের জুটিতে এটিই রেকর্ড।

আয়ারল্যান্ডের হয়ে বলবির্নি ২২, টেকটর ৩৬, ম্যাকার্থি অপরাজিত ৩০ ও লিটল অপরাজিত ১৫ রান করেন। বাকিরা বলার মতো রান করতে পারেননি। শামসি ২৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন। লিন্ডে ও এনগিদি নেন ২টি করে উইকেট। ১টি উইকেট নিয়েছেন রাবাদা। দক্ষিণ আফ্রিকা ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
সূত্র : হিন্দুস্তান টাইমস


১২২ মিটার দীর্ঘ ছক্কা

পাকিস্তানই বিশ্ব ক্রিকেটে সবথেকে বড় ছক্কা হজম করল। ১২২ মিটার! হ্যাঁ, এই দূরত্বেই পাকিস্তানের বিপক্ষে লম্বা ছক্কা হাঁকালেন লিয়াম লিভিংস্টোন। রোববার পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি২০-তে ব্যাট হাতে নেমে জ্বলে উঠলেন ইংল্যান্ডের মারকুটে ব্যাটসম্যান।

গত সপ্তাহেই জাতীয় দলের জার্সিতে ওয়ানডে অভিষেক ঘটিয়ে ফেলেছিলেন ইংরেজ তারকা। প্রথম টি২০-তে লিভিংস্টোন পাক বোলিংকে ছারখার করে ৪৩ বলে ১০৩ করে দ্রুততম সেঞ্চুরিয়নদের তালিকায় নাম লিখিয়ে যান।

রেকর্ডের শত রানের পরেই রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে খেলা লিভিংস্টোন এবার লম্বা ছক্কা হাঁকিয়ে শোরগোল ফেলে দিলেন। কিন্তু সত্যিই কি তিনিই দীর্ঘতম ছক্কা হাঁকালেন? পরিসংখ্যান বলছে, ২০১২ সালের পর আন্তর্জাতিক ক্রিকেটে এটাই দীর্ঘতম ছক্কা। তবে অন্যতম বড় ছক্কার মালিক কিউয়ি ব্যাটসম্যান মার্টিন গুপ্তিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইডেন পার্কে যে ওভার বাউন্ডারি বেরিয়েছিল তাঁর ব্যাট থেকে তাঁর দৈর্ঘ্য ছিল ১২৭ মিটার।

ব্রেট লি আবার ২০০৫-এ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্রিসবেনের গাব্বায় ১৪৩ মিটার ছক্কা হাঁকান। কথিত আছে ভারতীয় ব্যাটসম্যান সিকে নাইডু কাউন্টিতে খেলতে গিয়ে ওয়ারউইকশায়ারে ছক্কা হাঁকান। সেই বল নাকি চলে যায় পাশের ওরচেস্টারশায়ারে।

যাইহোক, হেডিংলেতে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় টি২০-তে ২৭ বছরের তারকা ৩৬ করে যান। আর সেই ইনিংসের মাঝেই ১২২ মিটার ছক্কা হাঁকান ১৬তম ওভারে হ্যারিস রউফের বলে। ফ্রন্ট ফুটে ওভার পিচ বল সরাসরি ব্যাটসম্যানের মাথার ওপর দিয়ে প্যাভিলিয়নে পাঠান।

ম্যাচের পর মঈন আলি বলে যান, বিশাল বড় ছক্কা ছিল। তবে তাকে আগেও বেশ কয়েকবার এরকম ছক্কা হাঁকাতে দেখেছি। দক্ষিণ আফ্রিকার মানঝি সুপার লিগে তার সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে। একটা ছয় তো জোহানেসবার্গ।স্টেডিয়ামের বাইরেই পাঠিয়ে দিয়েছিল।

ম্যাচে ইংল্যান্ডের ২০১ রান তাড়া করতে নেমে পাকিস্তান ১৫৫/৯-এর বেশি তুলতে পারেনি। মঙ্গলবার সিরিজের তৃতীয় টি২০ ম্যাচ হবে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

 


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us