শোয়েব আখতারের সেরা একাদশে চমক
শোয়েব আখতার - ছবি : সংগৃহীত
পাকিস্তানের স্পিডস্টার শোয়েব আখতার বেছে নিলেন একদিনের ক্রিকেটের সর্বকালের সেরা একাদশ। কিন্তু সেই দলে নেই ভারতের অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মার মতো খেলোয়াড়। বাদ গিয়েছেন সৌরভ গাঙ্গুলি, রিকি পন্টিংও। কারা সুযোগ পেলেন শোয়েবের একাদশে। অধিনায়ক কে? দেখে নেয়া যাক।
গর্ডন গ্রিনিজ : শোয়েব যে সময় ক্রিকেট খেলছেন তত দিনে গর্ডন অবসর নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার ১২৮টি একদিনের ম্যাচ খেলেছেন। ১১টি শতরানসহ তার রান ৫১৩৪, গড় ৪৫.০৩।
শচিন টেন্ডুলকার : গর্ডনের সঙ্গী মাস্টার ব্লাস্টার। আন্তর্জাতিক ক্রিকেটে শোয়েব ও শচিনের লড়াই ছিল আকর্ষণের শীর্ষে। কখনো শচিন রান করেছেন, কখনো তার উইকেট নিয়েছেন শোয়েব। সর্বকালের সেরা একাদশে ওপেনার হিসেবে শচিনকেই বেছে নিয়েছেন তিনি।
ইনজামাম উল হক : তিনে শোয়বের সাবেক অধিনায়ক। ব্যাট হাতে ইনজামামের ওপর ভরসা রাখলেও তার দলের অধিনায়ক কিন্তু অন্য ক্রিকেটার।
সাইয়িদ আনোয়ার : শোয়েবের দলে আরো এক পাক ক্রিকেটার। তবে ওপেনার সাইয়িদকে চার নম্বরে ব্যাট করতে পাঠাবেন শোয়েব। তার মতে এখনকার ক্রিকেটে মিডল অর্ডারে নেমে বোলারদের খুন করতে পারেন এই ব্যাটসম্যান।
মহেন্দ্র সিং ধোনি : দলে ধোনি রয়েছেন। বিশ্বকাপজয়ী অধিনায়ক তিনি। তবে শোয়েবের দলে সেই দায়িত্ব তার কাঁধে নেই। মিডল অর্ডারে ঝড় তোলার জন্য তাকে দলে নিয়েছেন শোয়েব। সাথে অবশ্যই উইকেটরক্ষার দায়িত্ব।
অ্যাডাম গিলক্রিস্ট : দলে রয়েছে আরো এক উইকেটরক্ষক। তার উইকেট শিকার সংখ্যা বেশি থাকলেও এই দলের উইকেটরক্ষক তিনি নন। দলের ফিনিশারের দায়িত্ব তার কাঁধে।
যুবরাজ সিং : পঞ্জাবের এই অলরাউন্ডার শোয়েবের দলে জায়গা করে নিয়েছেন। ২০১১ বিশ্বকাপের সেরা ক্রিকেটারকে বাদ দেয়ার কথা ভাবতে পারেননি শোয়েব।
ওয়াসিম আকরাম : দলের তৃতীয় পাক ক্রিকেটার। বাঁহাতি পেসারের সাথে জুটি বেঁধে বহু দলের চিন্তার কারণ হয়ে উঠেছিলেন শোয়েব। সেই আকরামকে দলে রেখেই তৈরি করেছেন তার পেস আক্রমণ।
ওয়াকার ইউনিস : দলের পেস আক্রমণের ভার পাকিস্তানের ওপরেই বেশি রেখেছেন শোয়েব। গ্লেন ম্যাকগ্রা, ব্রেট লি, শন পোলকদের জায়গা হয়নি তার দলে।
কপিল দেব : আরো এক বিশ্বকাপজয়ী অধিনায়ক। তবে তিনিও অধিনায়ক নন।
শেন ওয়ার্ন : দলের অধিনায়ক। অস্ট্রেলিয়া দলকে কোনো দিন নেতৃত্ব দেননি তিনি। আইপিএল-এ টি২০ দলকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেছিলেন। তবে শোয়েবের সর্বকালের সেরা এক দিনের দলের নেতা তিনিই।
সূত্র : আনন্দবাজার পত্রিকা