সিমি সিংয়ের বিশ্বরেকর্ডেও হার বাঁচল না আয়ারল্যান্ডের, সিরিজ বাঁচাল দক্ষিণ আফ্রিকা
সিমি সিং - ছবি : আইসিসি
ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় বংশোদ্ভূত সিমি সিং। তা সত্ত্বেও হার বাঁচল না আয়ারল্যান্ডের। সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে জয় তুলে নিয়ে মান বাঁচাল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা সিরিজ ১-১ ড্র করতে সক্ষম হয়। উল্লেখ্য, সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ বৃষ্টির জন্য মাঝপথেই ভণ্ডুল হয়ে যায়। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় আইরিশরা।
ডাবলিনে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৩৪৬ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। ওপেনার জানেমন মালান ১৬৯ বলে ১৭৭ রানের অসাধারণ ইনিংস খেলে অপরাজিত থাকেন। তিনি ১৬টি চার ও ৬টি ছক্কা মারেন। অপর ওপেনার কুইন্টন ডি'কক ১১টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৯১ বলে ১২০ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন।
এছাড়া ভ্যান ডার দাসেন করেন ৩০ রান। ২টি উইকেট নিয়েছেন জোস লিটল। ১টি করে উইকেট নিয়েছেন ক্রেগ ইয়ং ও সিমি সিং।
জবাবে ব্যাট করতে নেমে আারল্যান্ড ৪৭.১ ওভারে ২৭৬ রানে অল-আউট হয়ে যায়। আট নম্বরে ব্যাট করতে নেমে দুরন্ত শতরান করেন সিমি সিং। তিনি ১৪টি বাউন্ডারির সাহায্যে ৯১ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন। তার ওয়ান ডে কেরিয়ারের এটিই প্রথম সেঞ্চুরি।
উল্লেখযোগ্য বিষয় হলো, ব্যাটিং অর্ডারের ৮ নম্বরে বা তারও পর ক্রিজে আসা কোনো ব্যাটসম্যান ওয়ান ডে ক্রিকেটে এই প্রথম শতরান করলেন। সেই নিরিখে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটিং অর্ডারে ৮ নম্বরে সবথেকে বেশি রান করার বিশ্বরেকর্ড গড়লেন সিমি।
এছাড়া ক্যাম্পহার ৫৪, টেকটর ২৯ রান করেন। ফেলুকাওয়ো ও শামসি ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট নিয়েছেন কেশব মহারাজ। দক্ষিণ আফ্রিকা ৭০ রানের ব্যবধানে ম্যাচ জিতে যায়। ম্যাচের সেরা হয়েছেন মালান। সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কারও তার হাতেই উঠেছে।
দুরন্ত শতরানে আন্তর্জাতিক ক্রিকেটের এলিট লিস্টে ডি'কক
আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে দুরন্ত শতরানের সুবাদে আন্তর্জাতিক ক্রিকেটের বিরল এক মাইলস্টোন ছুঁয়ে ফেলেন কুইন্টন ডি'কক। বরং বলা ভালো আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটকিপার-ব্যাটসম্যানদের এলিট লিস্টে জায়গা করে নিলেন তিনি।
ডাবলিনে আইরিশদের বিরুদ্ধে ডি'কক ১২০ রানের ঝকঝকে ইনিংস খেলে আউট হন। ওয়ান ডে কেরিয়ারে এটি তাঁর ১৬ নম্বর সেঞ্চুরি। ১১টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৯১ বলের ঝোড়ো ইনিংস খেলার সুবাদে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে তিন ফর্ম্যাট মিলিয়ে ১০ হাজার রানের মাইলস্টোন টপকে যান ডি'কক।
বিশ্বের সপ্তম উইকেটকিপার হিসেবে ব্যাট হাতে এমন অনবদ্য নজির গড়েন কুইন্টন। তিনি হলেন দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় উইকেটকিপার, যাঁক মুকুটে এই পালক যোগ হয়। তাঁর আগে মার্ক বাউচার প্রথম প্রোটিয়া উইকেটকিপার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজারের বেশি রান করেন।
এই তালিকার শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। দ্বিতীয় স্থানে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। বাকিরা হলেন অ্যাডাম গিলক্রস্ট, মুশফিকুর রহিম ও অ্যান্ডি ফ্লাওয়ার। যদিও ব্যাটিং গড়ের দিক দিয়ে বিচার করলে মহেন্দ্র সিং ধোনি সবার উপরে থাকবেন। বয়সের নিরিখে আবার কুইন্টন ডি'কক এমন নজির গড় কনিষ্ঠ উইকেটকিপার।
আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজারের বেশি রান করা উইকেটকিপাররা
১. কুমার সাঙ্গাকারা : ১৭৮৪০ (গড় ৪১.৮৭)
২. মহেন্দ্র সিং ধোনি : ১৭২৬৬ (গড় ৪৪.৯৬)
৩. অ্যাডাম গিলক্রিস্ট : ১৫২৫২ (গড় ৩৮.৮০)
৪. মুশফিকুর রহিম : ১০৭৭৯ (৩৩.৪৭)
৫. মার্ক বাউচার : ১০৪৬৩ (গড় ২৯.০৬)
৬. অ্যান্ডি ফ্লাওয়ার : ১০২৪৯ (৪০.৮৩)
৭. কুইন্টন ডি'কক : ১০০৯২ (গড় ৪১.৭০)
সূত্র : হিন্দুস্তান টাইমস