ডি মারিয়ার গোলটি কেন অফ সাইড গণ্য হলো না

মাসুদ আলম | Jul 16, 2021 01:31 pm
ডি মারিয়ার গোলটি কেন অফ সাইড গণ্য হলো না

ডি মারিয়ার গোলটি কেন অফ সাইড গণ্য হলো না - ছবি : সংগৃহীত

 

এবারের কোপা আমেরিকা ফুটবল ফাইনাল ম্যাচে ডি মারিয়ার করা একমাত্র গোলে স্বাগতিক ব্রাজিলের বিরুদ্ধে জিতে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা।

বাংলাদেশের দর্শকরা যারা টিভিতে খেলা দেখেছেন তাদের মধ্যে বেশির ভাগ মানুষই দেখেছেন যে ডি মারিয়া স্পষ্টত অফ সাইডে থেকে বল পেয়ে গোল করেছেন। আবার ব্রাজিলের যে বলটি আর্জেন্টিনার জালে প্রবেশ করেছিল, সেটি অফ সাইড হিসেবে ঘোষিত হয়, গোল হিসেবে স্বীকৃতি পায়নি। এ নিয়ে বাংলাদেশে ব্যাপক আলোচনা চলছে। সামাজিক মাধ্যমে তো হইচই পড়ে গেছে।

ডি মারিয়ার গোল করার দৃশ্যটি অনেকবার রিপ্লে দেখানো হয়, তাতেও দেখা যায় যে ডি মারিয়া অফ সাইডে। সামাজিক মাধ্যমেও ভিডিওটি ছড়িয়ে দেয়া হয়।

কিন্তু মজার বিষয় হলো, ব্রাজিলের খেলোয়াড়, রেফারি, লাইন্সম্যান, টিভি রেফারি, মারাকানায় উপস্থিত দর্শক, কোচ, কর্মকর্তা, ফিফা অফিসিয়ালস, ব্রাজিলের দর্শক এবং ব্রাজিলের সংবাদ মাধ্যম এই 'অফ সাইড গোল' নিয়ে কোনো আপত্তি করেছে বলে জানা যায়নি।

কিন্তু পাহাড়সম বিশাল সব আপত্তি ওঠেছে বাংলাদেশের দর্শক আর সমর্থকদের মধ্য থেকে!
প্রশ্ন হলো- ব্রাজিল/ আর্জেন্টিনা কিংবা ফুটবল দুনিয়ার কেউই কোনো আপত্তি করল না কেন? অথচ বাংলাদেশের একদল দর্শক কেন আপত্তি করছে?

উত্তর হলো- আমাদের ফুটবল অজ্ঞতা!
ফুটবল খেলার নিয়ম কানুন ভালোভাবে না জানা এবং কোনো কিছু জানতে ও শিখতে না চাওয়ার বদ-অভ্যাসের কারণেই আমাদের দর্শকদের এতো হাস্যকর আপত্তি!

আসলে, ডি মারিয়া দৃশ্যত অফ সাইডে থেকেও কেন গোলটি অফ সাইড গোল হিসেবে বাতিল হলো না?
★ এই বিষয়ে ফিফা'র (বিশ্ব ফুটলের পরিচালনা সংস্থা) অফ-সাইড আইন বা নিয়মটি হলো- এ দলের খেলোয়াড় যখন তার দলের কোনো খেলোয়াড়ের উদ্দেশ্যে বল পাস করবে তখন যদি এ দলের খেলোয়াড় বল পাওয়ার আগেই ওই কিকে'র বল বি দলের কোনো খেলোয়াড়দের শরীরের (হাত ছাড়া) স্পর্শ পায় এবং তখন যদি এ দলের খেলোয়াড় বল পাওয়ার আগেই 'অফ- সাইডে' চলে যায় এবং অতঃপর বল দখল নেয়- তাহলে সেটা অন সাইড বলেই গণ্য হবে, অফ- সাইড হিসেবে গণ্য হবে না।

তবে এক্ষেত্রে বল পাস দেয়ার কিকের মুহূর্তে এ দলের খেলোয়াড়কে অবশ্যই অন সাইডে থাকতে হবে।

ফাইনাল খেলায় এনগেলো ডি মারিয়ার বেলায়ও ঠিক এই নিয়মটিই প্রযোজ্য হয়েছে।
আর্জেন্টিনা নিজেদের অর্ধ থেকে ডি মারিয়ার উদ্দেশে লম্বা করে ডান প্রান্তে আড়াআড়ি পাস দেন রদ্রিগো পল। বল ক্লিয়ার করার সুযোগ থাকলেও ব্যর্থ হন ব্রাজিলের লেফট-ব্যাক রেনান লোদি, লোদির পায়ের ছোঁয়া লেগে বল চলে যায় ডি মারিয়ার পায়ে এবং তিনি গোল করেন।

তাছাড়া পলের বল রিলিজের আগ পর্যন্ত মারিয়া অন সাইডে ছিলেন। বল রিলিজের পর বল আসার আগেই কেউ যদি লাইন ব্রেক করে স্প্রিন্ট নেন সেটা অন সাইড থাকেন বলেই ধরে নেয়া হয়।

 


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us