হারের জন্য দায়ী কৃষ্ণাঙ্গরা! কালো ফুটবলারদের ওপর এবার ‘হামলা’ ইংরেজ সমর্থকদের

অন্য এক দিগন্ত | Jul 12, 2021 06:54 pm
হারের জন্য দায়ী কৃষ্ণাঙ্গরা! কালো ফুটবলারদের ওপর এবার ‘হামলা’ ইংরেজ সমর্থকদের

হারের জন্য দায়ী কৃষ্ণাঙ্গরা! কালো ফুটবলারদের ওপর এবার ‘হামলা’ ইংরেজ সমর্থকদের - ছবি : সংগৃহীত

 

ইংল্যান্ডের ফুটবল ফ্যানদের বেশ দুর্নাম আছে। ইংল্যান্ড সমর্থকদের কুকীর্তি আরো ভয়াবহ রূপ নিলো। টাইব্রেকার শ্যুট আউটে গোল মিস করায় এবার ইংরেজ সমর্থকরা বর্ণবিদ্বেষী আক্রমণে ভরিয়ে দিলেন দলের তিন কৃষ্ণাঙ্গ ফুটবলারকে। সোশ্যাল মিডিয়ায় ইংল্যান্ডের কৃষ্ণাঙ্গ ফুটবলাররা অশ্রাব্য গালিগালাজের শিকার হওয়ার পরে, ইংল্যান্ডের ফুটবল ফেডারেশন বিবৃতি দিতে বাধ্য হয়।

মার্কাস রাশফোর্ড এবং জ্যাডন স্যানচো মিস করার পর যাবতীয় নজর ছিল বুকাও সাকার দিকে। তবে টানা তিননম্বর পেনাল্টি মিস করে বসেন টুর্নামেন্টের অন্যতম কনিষ্ঠ ১৯ বছরের সাকা। আর সাকা মিস করার সঙ্গেই ইতালির ইউরো জয় নিশ্চিত হয়ে যায়। ১৯৬৬ সালের পর ফুটবল ঘরে ফিরতে পারল না!

এফএ-র তরফে তারপরেই বিবৃতি দিয়ে জানানো হয়, যেভাবে তিন তারকাকে নিশানা করা হচ্ছে, তা কার্যত বিস্ময়কর! ইউরোর আগে ঘটা করে বর্ণবিদ্বেষ দূর করার জন্য হাঁটু মুড়ে বেশ কয়েকটা ম্যাচে শপথ নিয়েছিল গ্যারেথ সাউথগেটের দল। বিভিন্ন বর্ণের, সম্প্রদায়ের ইংল্যান্ড দলের এই মানসিকতা ফুটবল মহলের প্রশংসাও কুড়িয়ে নিয়েছিল। তবে পেনাল্টি শ্যুট আউটের পরেই বেরিয়ে পড়ল চেনা রোগ!

এফএ-র বিবৃতিতে বলা হয়েছে, ফুটবলারদের পাশে দাঁড়িয়ে দোষীদের আমরা কঠিনতম শাস্তির দিতে বদ্ধপরিকর। খেলা থেকে বৈষম্য দূর করতে সর্বতভাবে আমরা চেষ্টা করব। সরকারের কাছে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে জানাতে চাই, দোষীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার ব্যবস্থা করা হয়।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের পক্ষেও জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় বর্ণবৈষম্যমূলক অপরাধ খতিয়ে দেখতে ইতিমধ্যেই তারা তদন্ত শুরু করেছে।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলা রাশফোর্ড এর আগেও ইউরোপা লিগের ফাইনালে হেরে কুৎসিত বিদ্বেষীমূলক মন্তব্যের শিকার হন। রাশফোর্ড এবং স্যানচোকে পেনাল্টি নিতে দেওয়ার পরিকল্পনার জন্য তুমূল সমালোচিত হচ্ছেন কোচ সাউথগেটও। তাঁদের বক্তব্য রাহিম স্টার্লিংকে কেন পেনাল্টিতে ব্যবহার করা হল না! তবে ইংরেজ কোচের সাফাই, “যাঁরা ছিল তাদের মধ্যে পেনাল্টি নিতে দক্ষ দুজনেই। আমরা একসঙ্গেই জয় এবং পরাজয় বরণ করে থাকি।”


বোতল ছুঁড়ে, বাস জ্বালিয়ে লন্ডনের রাস্তায় তুলকালাম ইংরেজ সমর্থকদের
ইউরো ফাইনালকে কেন্দ্র করে হাজারে হাজারে ইংরেজ সমর্থক কার্যত তান্ডব চালালেন লন্ডনের রাস্তায়। ঠিক ইউরো ফাইনালে ইংল্যান্ড বনাম ইতালি ম্যাচের ঠিক আগে। যদিও এই ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে ব্রিটিশ সংবাদমাধ্যম গুলি।

সেমিফাইনালে ডেনমার্কের।বিরুদ্ধে নক্কারজনক কান্ড ঘটিয়েছিল ইংল্যান্ডের সমর্থকরা। ড্যানিশ গোলকিপার ক্যাসপার স্কিমিচেলের মুখে লেজার বিম ফেলে মনোসংযোগে বিঘ্ন ঘটাতে চেষ্টা করে তাঁরা।।ডেনমার্কের জাতীয় সঙ্গীতকেও ব্যঙ্গ করা হয়। গ্যালারিতে আতশবাজি জ্বালানো হয়।

তারপরেই উয়েফার পক্ষ থেকে জরিমানা করা হয় ইংল্যান্ডকে। এরপর সাউথগেট দলের সমর্থকদের সংযত হওয়ার বার্তা দিয়ে বিপক্ষ দলের জাতীয় সঙ্গীতকে ব্যঙ্গ করতে বারণ করেন।

তবে তার কথা শোনার প্রয়োজন বোধ করেননি ইংরেজরা। ফাইনালেও ইতালির জাতীয় সঙ্গীতকে ঘিরে তীব্র বিতর্কের জন্ম দিয়ে গেল ইংরেজরা।

মাঠের বাইরে কেলেঙ্কারি ঘটালেন ইংল্যান্ডের সমর্থকরা। টিকিট না থাকা ইংল্যান্ডের সমর্থকরা কাতারে কাতারে ওয়েম্বলির বাইরে জড়ো হয়ে জোরপূর্বক স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করে। বাধাপ্রাপ্ত হয়ে শয়ে শয়ে বিয়ারের বোতল ছুড়তে থাকে সমর্থকরা। কয়েকশো মদ্যপ সমর্থক স্টেডিয়ামের বাইরে বাসে উঠে তান্ডব চালায়। ইতালির বিরুদ্ধে গালাগাল উজাড় করে দেয় তারা।

আগেই স্টেডিয়াম কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল টিকিটবিহীন দর্শকরা যেন ওয়েম্বলি থেকে দূরে ফ্যান জোনে ম্যাচ উপভোগ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষমেশ লন্ডন মেট্রোপলিটন পুলিশ মাঠে নামে। স্টেডিয়ামে কর্তৃপক্ষের অনুরোধে বিশৃঙ্খল জনতাকে বাগে আনতে বিশাল পুলিশ বাহিনী নামাতে হয়।

ওয়েম্বলি স্টেডিয়ামে আসার জন্য যে টিউব স্টেশন রয়েছে সেখানে তো বটেই লেস্টার স্কোয়ারে বানানো হয়েছিল ফ্যানজোন। যাতে ইংল্যান্ডের সমর্থকরা দেশের খেলা উপভোগ করতে পারেন। তবে সেই ফ্যান জোনে সমর্থকদের তান্ডব চলার পর যা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এদিন এতটাই তাণ্ডব ছিল উগ্র সমর্থকদের যে ইতালি দলের নিরাপত্তা নিয়েও একসময় সংশয় দেখা যায়। ভবিষ্যতে উয়েফা নিশ্চয় এই বিষয়টি মাথায় রাখবে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us