ফাইনালে গোল মিস, মেসিকে নিয়ে অবাক করা তথ্য দিলেন কোচ
মেসি - ছবি : সংগৃহীত
আর্জেন্টিনা কোচের জবাব শুনে সকলেই হতবাক। মেসির প্রতি ভালোবাসা যেন দ্বিগুন হয়ে গেল সমালোচকদের।
ম্যাচের ৮৯ মিনিটে নিশ্চিত একটা গোল মিস করলেন লিওনেল মেসি। দি পলের বাড়ানো পাস থেকে বল পেয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। ৬ গজ দুরত্বে শুধুমাত্র ব্রাজিলের গোলরক্ষক এডারসনকে পরাস্ত করলেই গোল কার্যত নিশ্চিত ছিল। কিন্তু, মেসির প্রথম টাচটাই অত্যন্ত দুর্বল হয়ে যায় এবং এডারসনের হাতে সরাসরি বল জমা পড়ে। এরপরেই সামলোচকরা বলতে থাকেন ছন্দে নেই মেসি। লিওনেলকে নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে। ম্যাচ শেষে ফাইনালে মেসির ফর্ম নিয়ে প্রশ্ন করা হয় আর্জেন্টিনার কোচ লিওলেন স্কালোনিকে। এরপরে আর্জেন্টিনা কোচের জবাব শুনে সকলেই হতবাক। মেসির প্রতি ভালবাসা যেন দ্বিগুণ হয়ে গেল সমালোচকদের। সেই কারণেই ম্যাচ শেষে মেসি গিয়ে জড়িয়ে ধরলেন দলের কোচকে।
স্কালোনি জানালেন মারাকানায় মেসি নাকি চোট নিয়েই ২০২১ কোপা ফাইনাল ম্যাচ খেলেছেন, যা শুনে সকলে চমকে যান। স্কালোনি জানান, ‘যদি আপনারা জানেন যে মেসি কিভাবে ফাইনাল ম্যাচ খেলেছেন তাহলে আপনারাও ওনাকে আরো বেশি ভালোবাসবে।’ তিনি আরো জানান, ‘আপনারা কখন ওর মতো খেলোয়াড় দেখতে পাবেন না, এই ম্যাচ আর এর আগের ম্যাচে সে সম্পূর্ণ ফিট না হয়েও খেলেছেন।’
স্কালোনি এখানেই থেমে থাকেননি তিনি জানান, ‘এরপরও সে নিজের টাওয়েল ছুঁড়ে ফেলে দেননি। আমরা সর্বকালের সেরা ফুটবলারের সম্বন্ধে বলছি। এবং প্রত্যেকেই জানত জাতীয় দলের হয়ে এই ট্রফি জয়টা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল।’
মেসির সাথে নিজের সম্পর্ক নিয়ে আর্জেন্টিনার কোচ জানান, ‘মেসির সাথে আমার সম্পর্কটা অন্যরকম যেটা সাধারণত কোচ আর ফুটবলারের হয় না। এটা অনেক গভীর। আমরা একে অপরকে অভিবাদন করি, আমরা একে অপরের আলিঙ্গন করি এবং আমি ওর প্রতি ও তার সতীর্থদের প্রতি চিরকাল কৃতজ্ঞ থাকব।’
সূত্র : হিন্দুস্তান টাইমস
এই আনন্দ বিস্ময়কর
ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন লিওনেল মেসি। সৃষ্টিকর্তার প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা। সতীর্থদেরকে ভাসালেন অভিনন্দনের জোয়ারে। নিজের উচ্ছ্বাসও ঢেকে রাখেননি ৬ বারের ব্যালন ডি’অরজয়ী তারকা।
জয়ের পরপরই ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, কি অসাধারণ উচ্ছ্বাসের একটি দিন! এই আনন্দ বিস্ময়কর। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। তার কৃপায় আমরা চ্যাম্পিয়ন। ভামোস।
আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রেখেছেন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ শেষেই তাকে ‘ফেনোমেনন’ আখ্যা দিয়েছিলেন ক্ষুদে জাদুকর। ফাইনাল শেষে আরো একবার তার প্রশংসায় মাতলেন মেসি।
আরেকটি পোস্টে মেসি লিখেছেন, অভিনন্দন প্রিয়। তোমাকে হাত গলানো মুশকিল। তুমি সবার চেয়ে বেশি যোগ্য।
এদিন নিজের দীর্ঘদিনের আক্ষেপটাও ঘুচালেন লিওনেল মেসি। তাকে সর্বকালের সেরা ফুটবলার মানেন অনেকে ফুটবলবোদ্ধাই। আন্তর্জাতিক ট্রফি ছাড়াই তাকে এমন স্বীকৃতি দিয়ে দিয়েছেন তারা। গুটিকয়েক যারা সন্দিহান ছিলেন কিংবা তর্কে মাততেন, তাদের যুক্তি ছিল ওই একটাই ‘দেশের হয়ে মেসির নেই কোন শিরোপা’। সেই বিতর্কেরও অবসান হয়েছে। আর্জেন্টাইন সুপার স্টারকে সর্বকালের সেরা মানতে আর দ্বিধা নেই কারো।