হ্যারি কেনের পেনাল্টি নিয়ে বিতর্ক, ইংল্যান্ডের জয় নিয়ে প্রশ্ন

অন্য এক দিগন্ত | Jul 08, 2021 03:06 pm
হ্যারি কেনের পেনাল্টি নিয়ে বিতর্ক, ইংল্যান্ডের জয় নিয়ে প্রশ্ন

হ্যারি কেনের পেনাল্টি নিয়ে বিতর্ক, ইংল্যান্ডের জয় নিয়ে প্রশ্ন - ছবি : সংগৃহীত

 

ইংল্যান্ডের সাম্প্রতিক ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও গৌরবের রাতের জৌলুস কিছুটা হলেও ফিকে করে দিলো একটি বিতর্কিত সিদ্ধান্ত। ডেনমার্ক-ইংল্যান্ডের সেমিফাইনাল নির্ধারিত ৯০ মিনিটের পর অমীমাংসিত শেষ হওয়ায় অতিরিক্ত সময়ে গড়ায়।

১০৪ মিনিটে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন পেনাল্টি থেকে গোল করে ৫৫ বছর ফাইনালের টিকিট সুনিশ্চিত করেন। ইংল্যান্ড ম্যাচটি জিতে নেয় ২-১ গোলে। তবে এই পেনাল্টি ঘিরেই উঠেছে সমালোচনার ঝড়। ইংল্যান্ড উইঙ্গার দুরন্তভাবে পেনাল্টি বক্সে বল নিয়ে গেলে জোয়াকিম মেইলা তাকে ফাউল করায় রেফারি পেনাল্টির সিদ্ধান্ত নেন। ভিএআরও সিদ্ধান্ত বহাল রাখে।

তবে হাইলাইটসে দেখা যায় মেইলা স্টার্লিং-এর তেমন কোনো সংঘর্ষ তো হয়ইনি, উল্টা তাদের সংঘর্ষের আগেই ইংল্যান্ডের উইঙ্গার নিজের ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত হ্যারি কেনেপ পেনাল্টি স্পট থেকে শট ক্য়াসপার স্মাইকেল প্রথমবার বাঁচিয়ে দিলেও ফিরতি বল জালে জড়িয়ে দেন কেন।

ইংল্যান্ডের এই জয়ে গোটা দেশ আনন্দে মাতলে একাধিক বিশেষজ্ঞ থেকে সমর্থক কিছুতেই রেফারির এই সিদ্ধান্ত মেনে নিতে পারছে না। প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা মাইকেল সুয়ার্টের ঘটনাটিকে ‘চরম লাঞ্ছনা’র আখ্যা দেন, তো কেউ কেউ আবার স্টালিংয়ের ‘ডাইভ’ নিয়ে ক্ষুব্ধ। সাড়ে পাঁচ দশক পরে এখনও অবধি ইংল্যান্ড ফুটবলের সবচেয়ে গৌরবের রাতেও তাই জয়ের উচ্ছ্বাসকে কিছুটা হলেও ফেকাসে করে দিলো এই বিতর্ক।

শিয়েরারকে টপকে লিনেকারের রেকর্ড ছুঁলেন হ্যারি কেন, জিততে পারেন গোল্ডেন বুট
ইংল্যান্ডকে প্রথমবার ইউরো কাপের ফাইনালে তুললেন হ্যারি কেন। ওয়েম্বলিতে ইউরো ২০২০-র সেমিফাইনালে ডেনমার্ককে ২-১ গোলে পরাজিত করে ইংল্যান্ড। অতিরিক্ত সময়ে ম্যাচের জয়সূচক গোলটি আসে ক্যাপ্টেন হ্যারি কেনের পা থেকে। ম্যাচের ১০৪ মিনিটের মাথায় ডেমনার্কের জালে বল জড়ানোর সঙ্গে সঙ্গেই অনবদ্য এক রেকর্ড ছুঁয়ে ফেলেন হ্যারি কেন।

চলতি ইউরোয় হ্যারি কেন এখনও পর্যন্ত ৪টি গোল করেছেন। বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে বড় টুর্নামেন্টে ইংল্যান্ডের হয়ে ১০টি গোল করে ফেললেন তিনি। হ্যারি ছুঁয়ে ফেলেন গ্যারি লিনেকারের রেকর্ড। লিনেকার ইংল্যান্ডের হয়ে বড় টুর্নামেন্টে সবথেকে বেশি ১০টি গোল করেছেন। সেদিক থেকে লিনেকারের রেকর্ডে ভাগ বসালেন হ্যারি কেন। ফাইনালে গোল করতে পারলে লিনেকারকে টপকে এককভাবে রেকর্ড নিজের দখলে নেবেন ইংল্যান্ড অধিনায়ক।

চলতি ইউরোর আসরেই ওয়েন রুনি ও অ্যালান শিয়েরারের নজির টপকে যান হ্যারি কেন। রুনি ও শিয়েরার বড় টুর্নামেন্টে ইংল্যান্ডের হয়ে যথাক্রমে ৭টি ও ৯টি গোল করেছেন। এবারের ইউরোর আগে মেজর টুর্নামেন্টে কেনের গোল সংখ্যা ছিল ১০৬।

চলতি ইউরোয় সবথেকে বেশি গোল করে গোল্ডেন বুট জয়ের সম্ভাবনাও রয়েছে হ্যারি কেনের। পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও চেক প্রজাতন্ত্রের প্যাট্রিক সিক ৫টি করে গোল করে সর্বোচ্চ গোল স্কোরারদের তালিকায় শীর্ষে রয়েছেন। ফাইনালে ২টি গোল করতে পারলেই কেন রোনাল্ডোদের টপকে ইউরো ২০২০-র গোল্ডেন বুট জিততে পারেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

 


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us