বিয়ের আসরেই ছেলেকে জুতাপেটা করলেন বরের মা
বিয়ের আসরেই ছেলেকে জুতাপেটা করলেন বরের মা - ছবি : সংগৃহীত
বিয়ে করেছিলেন নিজের পছন্দের পাত্রীকে। তা-ও আবার বাড়ির অমতে, ভিন্ন জাতে। ওই বিয়ে নিয়ে ছেলের উপর রেগে ছিলেন মা। মালাবদলের সময় ওই ক্ষোভের বর্ষণ হলো। জুতা খুলে তা দিয়ে ছেলেকে দমাদ্দম মারতে শুরু করলেন মা। ভারতের উত্তরপ্রদেশের হামিরপুর জেলায় ওই মহিলার চপ্পলাঘাতের গোটাটাই মোবাইল ক্যামেরা-বন্দি করেছেন বিয়ের আসরের অতিথিরা।
ঘটনাটি ৩ জুলাই হামিরপুরের সুমেরপুর গ্রামের এক বিয়ের আসরের। এমনটা কেন করলেন ওই মহিলা তা নিয়ে অতিথিদেরই প্রশ্ন ছিল। ওই পাত্র বা তার মায়ের নাম প্রকাশ্যে না এলেও সংবাদমাধ্যমের রিপোর্ট, ওই বিয়েতে সায় ছিল না পাত্রের পরিবারের। স্বজাতে বিয়ে না করে আদালতে গিয়ে রেজিস্ট্রি করে ঘর বেঁধেছিলেন উত্তরপ্রদেশের ওই যুবক। ওই বিয়ের পর একসাথেই বসবাস করছিলেন নবদম্পতি। পাত্রীর বাবার ইচ্ছেয় ধুমধাম করে বিয়ে উদ্যাপন করতে গিয়েই ঘটল এই বিপত্তি।
ভিডিওতে দেখা গেছে, মালাবদলের সময় ভিড় ঠেলে অনুষ্ঠানমঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন ওই মহিলা। হঠাৎই নিজের চটি খুলে তা দিয়ে পাত্রের মাথায় মারতে শুরু করেন। তাকে থামাতে ছুটে আসেন অতিথিরা। শেষমেশ মহিলাকে নিরস্ত করা হয়।
বিয়েতে ছেলের পরিবারকে আমন্ত্রণ জানানো না হলেও বিনা আমন্ত্রণে অনুষ্ঠানের সব আলো কেড়ে নিয়েছেন পাত্রের মা।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের পাল্টাপাল্টি হামলা
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নওয়াব মিয়া (৬০) নামের এক ব্রাজিল সমর্থককে পেটালেন আর্জেন্টিনার সমর্থকরা। এ ঘটনার জেরে তিন আর্জেন্টিনা সমর্থকে পিটিয়ে আহত করেছেন ব্রাজিলের সমর্থকরা।
আহতরা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল বাজারে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাল্টাপাল্টি হামলার ঘটনাটি আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতরা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এ দিন সকালে কোপা আমেরিকার ব্রাজিল বনাম পেরুর মধ্যকার সেমিফাইনাল খেলায় ব্রাজিল ১-০ গোলে জয়ী হয়। খেলা শেষে ব্রাজিল সমর্থক রেজাউলের সাথে একই এলাকার আব্দুর রউফ মিয়ার ছেলে আর্জেন্টিনার সমর্থক মো: জীবন মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় স্থানীয়দের মধ্যস্থতায় তাদের হাতাহাতি থামানো হয়।
পরে বিকেলে নওয়াব মিয়াকে একা পেয়ে মো: জীবন মিয়াসহ আরো চার থেকে পাঁচজন আর্জেন্টিনা সমর্থক মিলে মারধর করে পালিয়ে যায়। আহত নওয়াব মিয়া সাদেকপুর ইউনিয়নের আলাকপুর গ্রামের মৃত হেলু মিয়া ছেলে। সন্ধ্যার দিকে নওয়াব মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।