বালি আর রং দিয়ে বিশ্বকে বোকা বানাচ্ছে ব্রাজিল, নেইমারের জার্সিই প্রমাণ
বালি আর রং দিয়ে বিশ্বকে বোকা বানাচ্ছে ব্রাজিল, নেইমারের জার্সিই প্রমাণ - ছবি : সংগৃহীত
কোপা আমেরিকার ফাইনালের আগে ফের বিতর্ক। এবার কোপার মাঠের অবস্থা নিয়ে আঙুল তুললেন সমালোচকরা। মাঠে রঙ করার অভিযোগ উঠল। সেই প্রমাণ হাতে নাতে পাওয়া গেছে। টিভি ক্যামেরায় যাতে মাঠ দেখতে ভালো লাগে ওই কারণে মাঠের মধ্যেই বালি ফেলা হয়েছে এবং রং করা হয়েছে। ফলে আয়োজকদের দিকে উঠছে আঙুল। তবে আয়োজকরা জানাচ্ছেন, মাঠ প্রস্তুতির জন্য সঠিক সময় পাওয়া যায়নি, তাই এই পথ বেছে নেয়া হয়েছে।
কোপার প্রথম সেমিফাইনালে স্যান্টোস স্টেডিয়ামে খেলতে নেমেছিল ব্রাজিল ও পেরু। যেখানে ব্রাজিল ১-০ গোলে জয় পেয়ে ফাইনালের টিকিট পাকা করেছে। ম্যাচের মধ্যে যতবারই মাঠে পড়েছেন খেলোয়াড়রা, ততবারই দেখা গেছে জার্সিতে লেগে গেছে সবুজ রং। ধারণা করা হচ্ছিল, বৃষ্টির কারণে হয়তো ঘাসের রং লেগেছে জার্সিতে। কিন্তু ঘটনা আসলে ভিন্ন। ফক্স স্পোর্টস ব্রাজিল তাদের অফিসিয়াল টুইটার প্রোফাইলে জানিয়েছে, মূলত ঘাসের নিচে মাঠের বেহাল দশা ঢাকার জন্য সবুজ রং ও বালি ব্যবহার করেছে কর্তৃপক্ষ। যা বারবার লেগেছে নেইমারদের জার্সিতে। ক্যামেরায় ধরা পড়েছে ওই ছবি।
ফক্স স্পোর্টস থেকে দাবি করা হয়েছিল, ‘আজকের মাঠের অবস্থা দেখুন। দূর থেকে দেখতে খুবই সুন্দর। কিন্তু এটা ভুল বার্তা। কাছ থেকে দেখলে মাঠের মধ্যে অনেক রং ও সবুজ বালি দেখা যাচ্ছে। নিজেরাই দেখে নিন।’ ম্যাচ শেষে নেইমারের একটি ছবি দিয়ে নিজের দাবি প্রমাণও করে দিয়েছেন আলমেইরা। যেখানে দেখা যাচ্ছে, নেইমারের জার্সির হাতার পাশে লেগে রয়েছে সবুজ রং।
ম্যাচ শেষে নেইমার নিজেও অসন্তোষ প্রকাশ করেছেন মাঠের ব্যাপারে। মাঠ ভালো হলে খেলা আরো সুন্দর হতো বলে মনে করেন নেইমার। আয়োজকদের পক্ষ নিয়ে অনেকেই জানাচ্ছেন প্রস্তুতির যথাযথ সময় না পাওয়ার জন্যই এই অবস্থা। কেননা এবারের কোপা মূলত হওয়ার কথা ছিল কলম্বিয়া ও আর্জেন্তিনায়। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে একদম শেষ মুহূর্তে এটি চলে গেছে ব্রাজিলে।
সূত্র : হিন্দুস্তান টাইমস
পা থেকে চুইয়ে পড়ছে রক্ত, তবুও দলের স্বার্থে খেলে গেলেন মেসি
পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ ফুটবলারদের একজন বিবেচনা করা হয় লিওনেল মেসিকে। অভাবনীয় দক্ষতায় যেকোনো সময় যেকোনো ম্যাচের রঙ বদলে দেয়ার ক্ষমতা রাখেন এলএম১০। ক্লাবপর্যায়ে একগুচ্ছ সাফল্য থাকলেও জাতীয় দলের হয়ে বার বারই হতাশাই হাতে এসেছে তার।
তবে এবার ওই ইতিহাস বদলে ফেলে নতুন ইতিহাস গড়তে বদ্ধপরিকর আর্জেন্টাইন অধিনায়ক। মরিয়া মেসির আন্তর্জাতিক ট্রফি জয়ের লক্ষ্যে নাছোড় মনোভাবের পরিচয় মেলে সেমিফাইনালের একটি ঘটনার দিকে নজর দিলেই।
ম্যাচের ৫৭ মিনিটে আশেপাশে ফ্রাঙ্ক ফাবরার কড়া ট্যাকেলে মাটিতে লুটিয়ে পড়েন লিও। প্রবল যন্ত্রণা এমনকি গোড়ালি থেকে রক্তক্ষরণ হওয়া সত্ত্বেও খেলা চালিয়ে যান আর্জেন্টাইন পোস্টার বয়। অবশেষে পেনাল্টিতে ম্যাচ জিতে নিজের অধরা স্বপ্নের দিকে আরো এখধাপ এগিয়ে যান মেসি। ফাইনালে তার আর তার স্বপ্নের মাঝে দাঁড়িয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল।
তবে ফাইনালের ফলাফল যাই হোক না কেন, মেসির এই হার না মানা, প্রবল যন্ত্রণা সত্ত্বেও খেলা চালিয়ে যাওয়ার ঘটনায় মুগ্ধ নেটিজেনরা। কেউ দলের জন্য মেসির দায়বদ্ধতায় মুগ্ধ তো কেউ আবার সরাসরি মেসির সপ্তম ব্যালন ডি'অরের দাবি তোলেন।
ম্যাচে কলম্বিয়ার ফুটবলাররা মোট ছয়টি হলুদ কার্ড দেখেন এবং সবকটি মেসিকে ফাউল করার জন্য। এমন চ্যালেঞ্জিং পরিবেশেও মেসির পারফরম্যান্স প্রমাণ করে কেন তিনি বাকি সকলের থেকে আলাদা।
সূত্র : হিন্দুস্তান টাইমস