আপনাকে মশা বেশি কামড়ায়?

অন্য এক দিগন্ত | Jul 04, 2021 01:03 pm
আপনাকে কি মশা বেশি কামড়ায়?

আপনাকে কি মশা বেশি কামড়ায়? - ছবি : সংগৃহীত

 

মশা সব মানুষকেই কামড়ায়। তবে একটা বিষয় নিশ্চয় সকলের নজরে এসেছে, কোনো কোনো লোককে মশা যেন বেশি করে কামড়ায়! এমনকী একদল লোকের মধ্যে বসে থাকলেও তাকেই বেছে বেছে মশারা ছেঁকে ধরে! কেন এমন হয়? কী বলছেন গবেষকরা?

কার্বন ডাই অক্সাইড
নিশ্বাস ছাড়ার সময় আমাদের প্রত্যেকের দেহ থেকে কার্বনডাই অক্সাইড বেরয়। বিশেষ করে শ্রমসাধ্য কাজ করার সময় আমাদের দেহে থেকে বেশি মাত্রায় কার্বন ডাইঅক্সাইড বেরতে থাকে। পরিবেশে কোন জায়গা থেকে কার্বনডাই অক্সাইড বেশি বেরচ্ছে তা মশারা নির্ণয় করতে পারে!
গবেষণায় দেখা গেছে, ভিন্ন প্রজাতির মশারা কার্বনডাই অক্সাইডের প্রতি আলাদাভাবে প্রতিক্রিয়া প্রকাশ করে। ফলে কোনও ব্যক্তির দেহ থেকে বেশি মাত্রায় কার্বন ডাই অক্সাইড বেরলে মশারা দূর থেকেই তা বুঝে যায়! তারা বোঝে শিকার কাছাকাছিই আছে!

শরীরের গন্ধ
মানুষের ত্বকে ও ঘামে ল্যাকটিক অ্যাসিড ও অ্যামোনিয়ার মতো বিশেষ কিছু যৌগ থাকে। এই যৌগগুলো আমাদের শরীরে নির্দিষ্ট ধরনের গন্ধ তৈরি করে। সেই গন্ধের প্রতি মশারা আকর্ষিত হয়। অবশ্য কেন মানব দেহে গন্ধের এমন প্রভেদ তৈরি হয় তা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছেন! কিছু গবেষকের মতে এমন আলাদা গন্ধ তৈরি হওয়ার পিছনে দায়ী থাকতে পারে জিন ও ব্যাকটেরিয়া।

রং
গবেষণায় মশাদের কালো রঙের প্রতি বেশি আকর্ষিত হতে দেখা গেছে। এই কারণেই কি কালো জামাকাপড় পড়লে মশারা ঝাঁক বেঁধে আক্রমণ করে! মুশকিল হলো, মশারা কালো রঙের প্রতি কেন এমন পক্ষপাতদুষ্ট তা স্পষ্টভাবে এখনো জানা যায়নি।

তাপ ও জলীয়বাষ্প
আমাদের শরীর থেকে তাপ বেরয়। বের হয় জলীয়বাষ্প! অবশ্য কতটা মাত্রায় জলীয়বাষ্প বেরবে তা নির্ভর করে পরিবেশের তাপমাত্রার উপর। মশা উড়তে উড়তে যত মানব দেহের কাছাকাছি আসে ততই তারা শরীর থেকে কেমন মাত্রায় তাপ ও জলীয়বাষ্প বেরচ্ছে তা নির্ণয় করতে পারে। তাপ ও জলীয়বাষ্প মশাকে কামড়ানোর সিদ্ধান্ত নিতে সাহায্য করে! এক সমীক্ষায় দেখা গেছে, পছন্দের উত্তাপ নির্গত হচ্ছে এমন উৎসের দিকে মশা চলে যাচ্ছে!

শিক্ষা
বিশেষ ধরনের ‘শিকার’ খুঁজে নেয়ার শিক্ষাও সম্ভবত মশারা পায়। অর্থাৎ কোন বিশেষ ধরনের গন্ধযুক্ত মানুষের দেহে মশার জন্য উপযুক্ত রক্ত থাকতে পারে তার সম্পর্কে মশারা শিক্ষা পায়! অবশ্য বিষয়টি নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যায় না।

অ্যালকোহল
২০০২ সালে করা এক ছোট্ট সমীক্ষায় দেখা গেছে, মদ্যপায়ীদের প্রতি মশারা বেশি আকর্ষিত হয়!

প্রেগন্যান্সি
সমীক্ষায় দেখা গেছে, সন্তানসম্ভবা নন এমন নারীর তুলনায় গর্ভবতী নারীদের বেশি মশা কামড়ায়!

মশা শরীরের কোথায় কামড়াতে পছন্দ করে?
বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, দু’টি বিশেষ প্রজাতির মশা কপালে আর পায়ে কামড় দিতে বেশি পছন্দ করে! সম্ভবত ঘর্মগ্রন্থি এবং ত্বকের তাপমাত্রাই এমন পছন্দের কারণ!

সূত্র : বর্তমান


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us