হিল পরে কুচকাওয়াজ করল যে দেশের মহিলা সেনারা

অন্য এক দিগন্ত | Jul 04, 2021 08:49 am
ইউক্রেন সেনাবাহিনীতে ৩১ হাজার মহিলা সদস্য রয়েছেন

ইউক্রেন সেনাবাহিনীতে ৩১ হাজার মহিলা সদস্য রয়েছেন - ছবি : সংগৃহীত

 

সম্প্রতি ইউক্রেনের মহিলা সেনা সদস্যদের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে, ইউক্রেনের কিছু মহিলা সেনা হিল জুতা পরে কুচকাওয়াজের ট্রেনিং করছেন। ছবিগুলো সামনে আসার পর থেকেই সেগুলো নিয়ে প্রবল সমালোচিত ইউক্রেন সরকার।

আগামী মাসেই স্বাধীনতার ৩০ বছর উদযাপন করতে চলেছে ইউক্রেন। এর জন্যই কুচকাওয়াজের ট্রেনিং চলছিল। মহিলা সেনাদের হিল জুতো পরে কুচকাওয়াজের ট্রেনিং-এর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফেই। যা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে।

এই ছবি শেয়ার করে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে লেখা হয়েছে, প্রথমবার হিল জুতায় প্রশিক্ষণ হচ্ছে। সামরিক বাহিনীতে যে জুতা পরে থাকা হয়, সেই জুতার তুলনায় এগুলো কিছুটা শক্ত। ছবি শেয়ারের পরেই ইউক্রেনে শোরগোল পড়ে যায়। ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোর ঘনিষ্ঠ বেশ কয়েকজন নেতা এ ব্যাপারে সংসদে ক্ষোভ প্রকাশ করেন।

গলোস পার্টির নেতা ইনা সোভসান বলেন, 'এই ক্ষতিকারক, বোকার মতো চিন্তা কল্পনা করাও কঠিন।' তিনি জানিয়েছেন, হিল জুতো পরে কুচকাওয়াজ করা অত্যন্ত কঠিন ও স্বাস্থ্যের পক্ষে ঝুঁকিপূর্ণ।

সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে ইউক্রেন আলাদা দেশে পরিণত হয়। তাদের নিজস্ব সেনাবাহিনী রয়েছে। এই সেনাবাহিনীতে ৩১ হাজার মহিলা সদস্য রয়েছেন। এদের মধ্যে ৪০০০ হাজারের বেশি সংখ্যক রয়েছেন সেনা অফিসার পদে।

সূত্র : এই সময়


ভারত মহাসাগরে আবার ইসরাইলি কারগো জাহাজে হামলা

উত্তর ভারত মহাসাগরে ইসরাইলি মালিকানাধীন একটি কারগো জাহাজে ‘অজ্ঞাত অস্ত্র’ দিয়ে চালানো হামলায় আগুন ধরে গেছে। জাহাজটি সৌদি আরবের জেদ্দা থেকে ছেড়ে সংযুক্ত আরব আমিরাতের দিকে যাওয়ার পথে শনিবার হামলার শিকার হয়।

নির্ভরযোগ্য অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে। এখনো কেউ এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।

কার্গো জাহাজটি ইসরাইলি মালিকানাধীন হলেও তেল আবিব দাবি করেছে, এটিতে ইসরাইলি কোনো ক্রু নেই।ওদিকে ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ইসরাইলের ১২ নম্বর টিভি চ্যানেল জানিয়েছেন, হামলায় জাহাজটির বড় ধরনের কোনো ক্ষতি বা কোনো ক্রু আহত হয়নি।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে ওমান সাগরে ইসরাইলি মালিকানাধীন একটি কার্গো জাহাজে সন্দেহজনক বিস্ফোরণ ঘটেছিল। এরপর এপ্রিলে সংযুক্ত আরব আমিরাত উপকূলে আরেকটি ইসরাইলি জাহাজ হামলার শিকার হয়।

সূত্র : পার্সটুডে


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us