কেন আমির-কিরণের বিবাহবিচ্ছেদ!
আমির-কিরণ - ছবি : সংগৃহীত
১৫ বছরের বৈবাহিক সম্পর্কে ইতি টানলেন বলিউড দম্পতি আমির খান-কিরণ রাও। এই তারকা দম্পত্তির তরফে শনিবার যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেই বিবৃতিতেই এই সিদ্ধান্তের প্রসঙ্গ উল্লেখ করে আমির-কিরণ লেখে, ‘এই সিদ্ধান্তের পর আমাদের সম্পর্ক শেষ নয় বরং নতুন ভাবে শুরু। সন্তান আজাদের জন্য যৌথ অভিভাবক এবং পরিবার হিসেবে আমরা থাকবো।‘
২০০২ সাল থেকে যে সম্পর্কের বীজ বপন শুরু হয়েছিল, হঠাৎ কেন তাতে ছেদ? এই প্রশ্নের জবাব এখনও অবধি দিতে পারেনি তাবড় সিনে সমালোচকরা। তবে আমির-কিরণের যৌথ বিবৃতি পড়লে কিছুটা ইঙ্গিত পাওয়া যেতেই পারে। কী লেখা সেই বিবৃতিতে? পড়ুন, ‘আমরা বহুদিন ধরেই বিচ্ছেদের প্রাথমিক পরিকল্পনা নিয়েছি। আজ খুব স্বস্তি লাগছে পরিকল্পনার স্বার্থক রুপায়ন করতে পেরে।আমরা এখন একটা বৃহত্তর পরিবার হিসেবে জীবনযাপন করব। আজাদের সহ-অভিভাবক হিসেবে তার সঠিক শিক্ষা ও ভরনপোষণে নিজেদের সমর্পণ করব। ছবির কাজ এবং পানি ফাউন্ডেশনের জন্য যৌথ ভাবে কাজ করব।‘
সেই যৌথ বিবৃতি!
"In these 15 beautiful years together we have shared a lifetime of experiences, joy and laughter, and our relationship has only grown in trust, respect and love. Now we would like to begin a new chapter in our lives - no longer as husband and wife, but as co-parents and family for each other. We began a planned separation some time ago, and now feel comfortable to formalise this arrangement, of living separately yet sharing our lives the way an extended family does. We remain devoted parents to our son Azad, who we will nurture and raise together."
'এই ১৫ বছর ধরে হাসি-মজায় আমরা বহু স্মরণীয় মুহূর্ত কাটয়েছি। বিশ্বাস, সম্মান ও ভালবাসায় আমাদের সম্পর্ক গড়ে উঠেছে। এবার আমরা জীবনের আরও এক নতুন অধ্যায় শুরু করতে চাই। তবে স্বামী-স্ত্রী হিসেবে নয়, অভিভাবক এবং পরস্পরের পরিবার হিসেবে।' তাঁরা আরও লেখেন, 'বহুদিন ধরেই আমরা বিচ্ছেদ পরিকল্পনা করছিলাম। এখন আমরা এই সিদ্ধান্তে উপনিত হয়েছি যে, আগামী জীবন আলাদা ভাবে কাটাবো। তবে ছেলে আজাদের জন্য অভিভাবকের দায়িত্ব পালনে কোনও খামতি রাখব না। যৌথ লালনপালনে তাকে বড় করে তুলব। চলচ্চিত্র, পানি ফাউন্ডেশন এবং অন্যান্য় প্রজেক্টে আমরা একসঙ্গেই আগের মতোই কাজ করব।'
বলিউডের অন্যতম প্রতিষ্ঠিত এই দম্পতির বিচ্ছেদের সিদ্ধান্তে স্বভাবতই বিস্মিত টিনসেল টাউন। ২০০২ সালে তার প্রথম পক্ষের স্ত্রী রিনা দত্তকে ডিভোর্স দিয়ে ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন বলিউডের এই মিস্টার পারফেকশনিস্ট। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে আজাদ রাও খান সন্তানের অভিভাবক হয়েছিলেন এই দম্পত্তি। এদিকে, একাধিকবার মুক্তির দিন পিছলেও শেষ পাওয়া খবর ২০২২ ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে আমির খান-করিনা কাপুর অভিনীত লাল সিং চাড্ডা। হলিউড ক্লাসিক ফরেস্ট গাম্পের থেকে অনুপ্রাণিত এই ছবি। পরিচালনায় অদ্বৈত চন্দন।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস