ইতিহাসের পুনরাবৃত্তি : আফগান ভূমে সোভিয়েতের পর বাগরামে মার্কিন বিপর্যয়

অন্য এক দিগন্ত | Jul 03, 2021 01:00 pm
আফগান ভূমে সোভিয়েতের পর বাগরামে মার্কিন বিপর্যয়

আফগান ভূমে সোভিয়েতের পর বাগরামে মার্কিন বিপর্যয় - ছবি : সংগৃহীত

 

পুনরাবৃত্তি হলো আফগানিস্তানে ইতিহাসের। দুর্দমনীয় সোভিয়েত হানাদারদের বিপর্যয়ের পর এবার মার্কিন মহাশক্তির ভরাডুবি দেখল ‘কাবুলিওয়ালার দেশ’। আর প্রাচীন বটবৃক্ষের মতো গোটা ঘটনাবলির সাক্ষী থাকল ঐতিহাসিক বাগরাম বিমানঘাঁটি।

৯/১১ হামলার পর তালেবানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর প্রায় ২০ বছর পর আফগানিস্তানের বৃহত্তম বিমানবাহিনী ঘাঁটি বাগরাম থেকে আমেরিকা ও ন্যাটো বাহিনী নিজেদের সেনা পুরোপুরি প্রত্যাহার করে নিলো। এই কথা জানিয়েছেন আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফাওয়াদ আমান। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই আফগানিস্তান থেকে ফৌজ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। একইসাথে ওই দেশ থেকে চলে যাবে ন্যাটো বাহিনীর সেনারাও। এবং দ্রুতগতিতে চলছে সেনা সরানোর কাজ।

এই ঘটনাবলী থেকে এটা স্পষ্ট যে এবার থেকে আফগানিস্তানের সাধারণ মানুষের নিরাপত্তার যাবতীয় দায়ভার ফের পড়তে চলেছে আফগান সেনার ওপরে। বাগরামের ঘাঁটি এরপর থেকে আফগান বাহিনী নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারছে কি না, তার ওপরেই নির্ভর করবে আগামী দিনে ওই দেশে আদৌ শান্তি বজায় থাকে কি না। আর এই গোটা ঘটনাবলী নিয়ে সন্তোষ প্রকাশ করেছে তালিবান। কারণ, ইতিমধ্যেই পাহাড়ি দেশটির প্রায় ৫০টি জেলা দখল করে ফেলেছে গ্রুপটি। এবার বাগরাম থেকে মার্কিন ফৌজ সরে গেলে ওই ঘাঁটিটি পুনরোদ্ধারের মরিয়া চেষ্টা করবে তালেবান। এবং তাদের কাবুলের বাহিনী আদৌ রুখতে পারবে কি না, তা সময়ই বলবে।

বিশ্লেষকদের মতে বাগরাম বিমানবাহিনী ঘাঁটি আধুনিক আফগান ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রতীকী স্থান। ১৯৫০ সালে আফগানিস্তানের আধুনিকীকরণ শুরু করেন দেশটির শেষ সম্রাট মোহম্মদ জাহির শাহ। ওই বছরই শাহর সাথে সম্পর্ক মজবুত করে বাগরাম বিমানবাহিনী ঘাঁটিটি তৈরি করে সোভিয়েত ইউনিয়ন। ১৯৭৯ সালে আফগান কমিউনিস্টদের মদত দিতে ওই বিমান ঘাঁটিতেই নামে সোভিয়েত হানাদার ফৌজ। বাকিটা ইতিহাস।

এক রক্তক্ষয়ী লড়াইয়ে আমেরিকার মদতপুষ্ট মুজাহিদদের হাতে মার খেয়ে আফগানিস্তান ত্যাগ করে লালফৌজ। কিন্তু সেদিন ওয়াশিংটনের বিজয় উল্লাস দেখে বিধাতা আড়ালে মুচকি হেসেছিলেন। নিয়তির কী অদ্ভুত পরিহাস, একবিংশ শতাব্দীতে সেই বাগরাম দেখল বিধ্বস্ত মার্কিন ফৌজের পশ্চাদপসরণ।

সূত্র : সংবাদ প্রতিদিন

চলে গেছে মার্কিন সেনারা, বাগরাম বিমানঘাঁটি এখন আফগান বাহিনীর নিয়ন্ত্রণে

যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা দফতরের কর্মকর্তা বলেছেন যে আফগানিস্তানে আমেরিকানদের প্রধান ঘাঁটি, বাগরাম বিমান ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের সেনারা চলে গেছে, ঘাঁটিটির নিয়ন্ত্রণের ভার দেয়া হয়েছে আফগান নিরাপত্তা বাহিনীর ওপর।

কাবুল থেকে ৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত এই ঘাঁটিটি, প্রায় দু দশক ধরে তালিবান যোদ্ধাদের ক্ষমতা থেকে অপসারণ এবং আল কায়দা সদস্যদের পরাস্ত করতে যুক্তৰাষ্ট্র্রের অভিযানের কেন্দ্রবিন্দু ছিল।

আফগান প্রতিরক্ষা দফতরের মুখপাত্র শুক্রবার, বাগরাম ঘাঁটি থেকে সকল সেনা প্রত্যাহারের কথা স্বীকার করেন। মুখপাত্র ফাওয়াদ আমান টুইটার মারফত জানান, গত রাতে বাগরাম বিমান ঘাঁটি থেকে সকল কোয়ালিশন ও যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটি ত্যাগ করেছেন। তিনি জানান, আফগান জাতীয় নিরাপত্তা বাহিনী ঘাঁটিটি রক্ষা ও সন্ত্রাস দমনে ঘাঁটিটি ব্যবহার করবে।
সূত্র : ভোয়া


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us