বিয়েতে ‘না’ প্রেমিকার, টাওয়ারে উঠে আত্মহত্যার হুমকি যুবকের : অতঃপর যা ঘটল

অন্য এক দিগন্ত | Jul 02, 2021 08:09 am
টাওয়ারে উঠে আত্মহত্যার হুমকি যুবকের

টাওয়ারে উঠে আত্মহত্যার হুমকি যুবকের - ছবি : সংগৃহীত

 

হাতে মদের বোতল নিয়ে টাওয়ারের একেবারে ওপরে দাঁড়িয়ে যুবক। 'বিরহে' বলে চলেছেন, প্রেমিকাকে না পেলে আত্মহত্যা করেই ছাড়বেন। শেষপর্যন্ত অবশ্য সে পথে হাঁটেননি। দীর্ঘক্ষণ ধরে বুঝিয়ে তাকে নিচে নামিয়ে আনা হয়। আর নিচে নামতেই জুটল মায়ের হাতে মার। এমনই ঘটনার সাক্ষী থাকল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কাটোয়ার নাদনঘাট।

বৃহস্পতিবার মোবাইল টাওয়ারে ওঠে যান খোকন দাস নামে বছর ২৫-এর ওই যুবক। পেশায় ড্রাইভার ওই যুবক দাবি করেন, পাড়ারই এক যুবতীর সঙ্গে প্রেম করেছেন। কিন্তু বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন সেই প্রেমিকা। ভালোবাসার মানুষকে কাছে না পেয়ে মদের বোতল নিয়ে ‘কিছু একটা করার’ জেদ চেপে ওঠে। সেই জেদ থেকেই টাওয়ারে ওঠেছেন।

তারইমধ্যে ঘটনাস্থলে চলে আসে নাদনঘাট পুলিশ। নেমে আসার জন্য খোকনকে বোঝানোর পালা শুরু হয়। কিন্তু প্রেমে ‘ধাক্কা’ খেয়ে একেবারে নাছোড় মনোভাব নেন খোকন। যত পুলিশ নেমে আসার অনুরোধ করতে থাকে, ততই মোবাইল টাওয়ারের উপরে উঠতে শুরু করে। মদের বোতল হাতে নিয়ে বলতে থাকেন, প্রেমিকাকে না পেলে টাওয়ার থেকে ঝাঁপ দেবেন।

প্রেমিক খোকনের সেই জেদে বিপাকে পড়ে পুলিশ। যোগাযোগ করা হয় নাদনঘাট থানার ওসি এবং বর্ধমানের পুলিশ সুপারের সঙ্গে। উচ্চ আধিকারিকদের নির্দেশ মতো টাওয়ারের চারিদিক জাল দিয়ে ঘিরে ফেলেন পুলিশকর্মীরা।

এমধ্যে খোকনের মা'কে টাওয়ারের কাছে ডেকে আনা হয়। তিনিও ছেলেকে নেমে আসার অনুরোধ করেন। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। শেষপর্যন্ত টাওয়ারে উঠে যান খোকনের বন্ধুরা। তারাই খোকনকে নিচে নামিয়ে আনেন। তারপরই জোটে মায়ের হাতে মার।

আর চোখের সামনে ‘শোলে’ সিনেমার দৃশ্য দেখার পর হাঁফ ছেড়ে বাঁচেন স্থানীয়রা। এই গোলযোগের মধ্যেই তাদের একটাই প্রশ্ন, ‘বীরু’ খোকন কি ‘বাসন্তী’-কে পাবেন?

সূত্র : হিন্দুস্তান টাইমস

তীব্র তাপপ্রবাহে দিল্লি ও পাঞ্জাবসহ উত্তর ভারতের একাধিক রাজ্যে সতর্কতা জারি

ভারতের দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম অংশে বর্ষা ইতোমধ্যেই প্রবেশ করেছে। কিন্তু এখনো বঞ্চিত উত্তর। সেখানে বর্ষা প্রবেশ করতে আরো কয়েক দিন সময় লাগতে পারে। এই পরিস্থিতিতেই দিল্লিসহ দেশের উত্তরের বেশ কয়েকটি রাজ্যে আগামী ৪৮ ঘণ্টা তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দফতর।

দিল্লির মৌসুম ভবন দফতর সূত্রে খবর, পাকিস্তান থেকে আগত শুষ্ক পশ্চিমী বায়ু অনেক নিচ থেকে বইছে। এর ফলেই দেশের উত্তর-পশ্চিম অংশে এই তীব্র তাপপ্রবাহ লক্ষ্য করা যাবে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর রাজস্থান, উত্তরপ্রদেশ এবং উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশে আগামী ৪৮ ঘণ্টা তাপপ্রবাহ থাকবে। ফলে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে। সাধারণত, এই এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের (৪০ ডিগ্রি সেলসিয়াস) থেকে ৪.৫ ডিগ্রি বেশি হলেই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়।

এদিকে, আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, আগামী দু’দিন দিল্লি এবং তার সংলগ্ন এই জায়গাগুলোর তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৬.৫ ডিগ্রি বেশি হতে পারে। তাই ওই এলাকায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তবে হাওয়া অফিস জানিয়েছে, খুব শিগগিরই এই এলাকাতেও প্রবেশ করবে বর্ষা।

আইএমডির অন্যতম শীর্ষকর্তা কুলদীপ শ্রীবাস্তব এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘সাধারণত প্রতিবছর রাজধানী দিল্লিতে ২০ জুন পর্যন্ত তাপপ্রবাহ লক্ষ্য করা যায়। বর্ষা আসতে দেরি করলেই এই সময় উত্তর ভারতের এই অঞ্চলে তাপমাত্রা বাড়তে থাকে।’

এর আগে মঙ্গলবার প্রথম তাপপ্রবাহের সাক্ষী ছিল দিল্লি। সফদরজং অবজারভেটরিতে তাপমাত্রা ৪৩ ডিগ্রি ছুঁয়ে ফেলে। যা কিনা এ বছরের সর্বোচ্চ। এদিকে, শুধু ভারতের উত্তর অংশ নয়, আমেরিকা-কানাডাসহ একাধিক দেশেও তাপপ্রবাহ চলছে। ইতোমধ্যে তীব্র তাপপ্রবাহে অনেকের মৃত্যুও হয়েছে।

সূত্র : সংবাদ প্রতিদিন


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us