পরীমনিকে নিয়ে কিছুই বলতে চান না তার প্রথম স্বামী

দেলোয়ার হোসাইন পিরোজপুর | Jun 27, 2021 04:27 pm
পরীমনি

পরীমনি - ছবি সংগৃহীত

 

বর্তমান সময়ে আলোচিত সমালোচিত চিত্রনায়িকা পরীমনির আসল নাম শামছুন্নাহার স্মৃতি। গুলশান ক্লাবের একটি ঘটনা নিয়ে ব্যাপক সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি হয়। বিষয়টি খুব শিগগিরই শেষ হবে বলে মনে হচ্ছে না।

এখানে তার শৈশবের কিছু পরিচিতি তুলে ধরা হলো। পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ সীমান্তের ৪ নম্বর ইকড়ি ইউনিয়নের সিংহখালী গ্রামে নানা বাড়িতে তার জন্ম। এসএসসি পরীক্ষার রেকর্ডপত্র অনুযায়ী ১৯৯২ সালে তিনি জন্মগ্রহন করেন।

পরীমনির নানী ফাতিমা বেগম (মৃত) ১০৩ নম্বর দক্ষিণ সিংহখালী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (বর্তমানে সরকারি) প্রধান শিক্ষিকা ছিলেন। পরীমনির প্রাথমিক শিক্ষা শুরু সেখানেই। ওই বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক পরীমনির চাচাত নানা বেলায়েত হোসেন গাজী জানান, স্মৃতি (পরীমনি) পঞ্চম শ্রেণিতে বৃত্তি পেয়েছিল।

সরেজমিন সিংহখালী গ্রামে পরীমনির জন্মস্থান গাজী বাড়িতে গিয়ে দেখা যায় বিশাল প্রাচীর ঘেরা সিমসাম একতলা বাড়িতে তার ছোট খালা ও খালু রয়েছেন। নানা সাবেক শিক্ষক সামছুল হক গাজী ঢাকায় নাতনির কাছে গেছেন।

জানা যায়, পরীমনির বাবার বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার সালাবাদ ইউনিয়নের বাকা গ্রামে। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর সীমান্তের ( সিংহখালী গ্রাম সংলগ্ন ) ভগিরথপুর বাজারে পুলিশ ফাঁড়িতে কনেষ্টবল হিসেবে কর্মরত ছিলেন স্মৃতির (পরীমনি) বাবা মনিরুল ইসলাম। পুলিশ ফাঁড়ির অদূরে সিংহখালী গ্রামের সামছুল হক গাজীর বড় মেয়ে সালমা সুলতানাকে বিয়ে করেছিলেন তিনি। পরীর নানা সামছুল হক গাজী ভগিরথপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। স্মৃতির বয়স যখন তিন বছর তখন মায়ের মৃত্যু হয়।

নাম প্রকাশ না করার শর্তে সিংহখালী গ্রামের একধিক বাসিন্দা জানিয়েছেন, তার ওর মা আত্মহত্যা করেছেন। নানা-নানির কাছে বড় হওয়া স্মৃতি (পরীমনি) পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর ভগিরথপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১০ সালে মানবিক বিভাগে এসএসসিতে অকৃতকার্য হন। পরের বছর ২০১১ সালে জিপিএ ৩.৩৮ পেয়ে পাশ করেন বলে নিশ্চিত করেছেন বর্তমান প্রধান শিক্ষক জাকির হোসেন।

এলাকার বাসিন্দারা জানিয়েছেন, লেখাপড়া করা অবস্থায় ভগিরথপুর গ্রামের সম্ভ্রান্ত পরিবারে এক ব্যাংক কর্মকর্তার ছেলে ইসমাইল হোসেনের সাথে স্মৃতির (পরীমনি) প্রথম বিয়ে হয়। ওই বিয়ে দু’বছরের বেশি টেকেনি। তবে তাদের বিয়ে ও দাম্পত্য জীবন সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি ইসমাইল। তারপর পরীমনি নানার তত্ত্বাবধানে ঢাকায় চলে যান বলে এলাকায় জনশ্রুতি রয়েছে। মেজখালা ও নানী মারা যাওয়ার পর ছোট খালা তাসলিমা পাপিয়ার স্নেহে থাকতেন আজকের পরীমনি।

এলাকাবাসী জানান, নানী মারা যাওয়ার পর এক সময় পরীমনি নানা ও খালার কাছে বেড়াতে আসতেন। ২০১২ সালে দুর্বৃত্তদের হাতে তার বাবা নিহত হন বলে জানা গেছে।


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us