বিদেশী বিনিয়োগকারীদের ১০ বছর বসবাসের অনুমতি দিলো ওমান

অন্য এক দিগন্ত | Jun 25, 2021 07:11 pm
বিদেশী বিনিয়োগকারীদের ১০ বছর বসবাসের অনুমতি দিলো ওমান

বিদেশী বিনিয়োগকারীদের ১০ বছর বসবাসের অনুমতি দিলো ওমান - ছবি : সংগৃহীত

 

সুলতান-শাসিত মধ্যপ্রাচ্যের দেশ ওমান ঘোষণা করেছে যে তারা বিদেশী বিনিয়োগকারীদের ১০ বছরের জন্য বসবাসের অনুমতি দেবে। দীর্ঘমেয়াদে বসবাসের এ অনুমতি দেয়ার নেপথ্য কারণ হলো বিদেশী বিনিয়োগ আকর্ষণ বলে জানিয়েছে দ্যা ওমান নিউজ এজেন্সি।

এ ঘোষণা এমন সময়ে দেয়া হয়েছে যখন দেশটি অর্থনৈতিক সমস্যায় ভুগছে। করোনা মহামারীর প্রাদুর্ভাবের পর দেশটিতে এমন অর্থনৈতিক সঙ্কট দেখা দেয়। এমন অর্থনৈতিক সঙ্কটে পতিত হবার পর দেশটি তাদের অর্থনৈতিক কাঠামোকে বহুমুখী করার পদক্ষেপ নিয়েছে।

বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে দায়িত্বরত ওমানের মন্ত্রণালয় বলছে যে বিনিয়োগকারীদের বসবাসের অনুমতি দেয়ার বিষয়ে একটি কার্যক্রম চালু করা হবে। এ প্রকল্পের আওতায় বিদেশী বিনিয়োগকারীরা ও অবসরপ্রাপ্ত ব্যক্তিরা ওমানে বিনিয়োগ করে দেশটিতে দীর্ঘ দিনের জন্য অবস্থান করতে পারবেন। ওমানের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগামী সেপ্টেম্বর থেকে এ প্রকল্প চালু করা হবে।

বিনিয়োগকারীদের বসবাসের অনুমতি দেয়ার এ কার্যক্রমের প্রধান লক্ষ্য হলো ওমানে বিনিয়োগ বৃদ্ধি করা। এ প্রকল্পের আওতায় ওমানে ৫ থেকে ১০ বছর বসবাসের অনুমতি দেয়া হবে। বিনোয়োগের পরিবেশ সৃষ্টিতে ওমান বিভিন্ন সমন্বিত উদ্যোগও নিচ্ছে। বড় ধরনের বিনিয়োগ আকর্ষণই এখন ওমানের মূল লক্ষ্য বলে জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়।

সূত্র : দ্যা সিয়াসাত ডেইলি

হজের আবেদন বন্ধ করলো সৌদি আরব

সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় এই বছর হজের আবেদন বন্ধ করার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই ঘোষণা দেয়া হয়।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার থেকে আবেদনের যাচাই-বাছাই ও রেজিস্ট্রেশনের কাজ করা হবে।

এই বছর মোট পাঁচ লাখ ৫৮ হাজার দুই শ' ৭০ জন হজের জন্য আবেদন করেছেন। এর মধ্যে ৫৯ ভাগ পুরুষ ও ৪১ ভাগ নারী।


আবেদনকারীদের মধ্যে তিন ভাগের বয়স ২০ বছরের নিচে। এছাড়া হজের জন্য ২৬ ভাগ আবেদনকারী ২১-৩০ বছর বয়সী, ৩৮ ভাগ ৩১-৪০ বছর বয়সী, ২০ ভাগ ৪১-৫০ বছর বয়সী, ‌১১ ভাগ ৫১-৬০ বছর বয়সী এবং দুই ভাগের বয়স ৬০ বছরের উপরে বলে জানায় সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়।

করোনাভাইরাস সংক্রমণের কারণে এই বছরও সৌদি আরবের বাইরে থেকে কেউ হজের অনুমতি পাচ্ছেন না।

সৌদি হজ মন্ত্রণালয়ের সূত্রানুসারে, ১৫ থেকে ৬৫ বছর বয়সী দেশটির নাগরিক ও বাসিন্দাদের মধ্যে যারা গত পাঁচ বছর হজ করেননি, তাদের মধ্যে মাত্র ৬০ হাজার ব্যক্তি এই বছর হজের অনুমতি পাবেন।

সূত্র : আল-আরাবিয়া


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us