এক হ্যাটট্রিকে এত রেকর্ড মহারাজের?

অন্য এক দিগন্ত | Jun 22, 2021 06:40 am
কেশব মহারাজ

কেশব মহারাজ - ছবি : সংগৃহীত

 

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার সিরিজের দ্বিতীয় টেস্টে দুরন্ত হ্যাটট্রিক করেন কেশব মহারাজ। প্রোটিয়া স্পিনার ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের ৩৭তম ওভারে এমন কৃতিত্ব অর্জন করেন। ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে তিনি ফিরিয়ে দেন যথাক্রমে কায়রান পাওয়েল, জেসন হোল্ডার ও জোশুয়া ডা'সিলভাকে।

প্রথম টেস্টে বাজে ব্যাটিংয়ে ইনিংস ব্যবধানে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ও শেষ টেস্টেও ওই ব্যর্থতা থেকে বের হতে পারল না দলটি। ফলে কপালে হারই জুটল স্বাগতিকদের। দুই ম্যাচ টেস্ট সিরিজে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হলো ক্যারিবীয়রা। সোমবার সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজ হেরেছে ১৫৮ রানের ব্যবধানে।

ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সোমবার হ্যাটট্রিক করার সাথে সাথে একাধিক রেকর্ড গড়েন কেশব মহারাজ। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় বোলার তথা প্রথম স্পিনার হিসেবে টেস্টে পরপর তিন বলে তিনটি উইকেট নেয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি। হ্যাটট্রিক পূর্ণ করার পর সতীর্থদের সাথে কেশবের সেলিব্রেশন ছিল দেখার মতো।

হ্যাটট্রিকের পর যে রেকর্ডগুলো গড়েন কেশব

১. দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেন কেশব মহারাজ। ১৯৬০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রোটিয়া ক্রিকেটার হিসেবে টেস্ট হ্যাটট্রিক করেছিলেন জিওফ গ্রিফিন। ৬১ বছরের খরা কাটিয়ে সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন কেশব।

২. দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে হ্যাটট্রিক করা প্রথম স্পিনার হলেন কেশব মহারাজ। গ্রিফিন ছিলেন ডানহাতি পেসার।

৩. ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট হ্যাটট্রিক করা প্রথম স্পিনারে পরিণত হলেন কেশব। তাঁর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আরও ৬ জন বোলার টেস্টে হ্যাটট্রিক করেছেন। তবে প্রত্যেকেই ছিলেন পেসার।

৪. ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এই প্রথম কোনও স্পিনার টেস্টে হ্যটট্রিক করেন। কেশব মহারাজই হলেন সেই প্রথম স্পিনার। এর আগে ওয়েস্ট ইন্ডিজে আরও তিনজন বোলার হ্যাটট্রিক করেন। তারা প্রত্যেকেই ছিলেন পেসার।

এটাই কি স্লিপ ফিল্ডারের ধরা সর্বকালের সেরা ক্যাচ?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজ চাপে থাকলেও ম্যাচের তৃতীয় দিনে ক্রিকেটবিশ্বের নজর কাড়লেন জেসন হোল্ডার। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অবিশ্বাস্য একটি ক্যাচ ধরেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার।

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ২৬তম ওভারে চোখে পড়ে এমন দুরন্ত ফিল্ডিংয়ের নমুনা। জয়ডেন সিলসের দ্বিতীয় বল প্রোটিয়া ব্যাটসম্যান কেশব মহারাজের ব্যাটের কানা ছুঁয়ে তৃতীয় স্লিপে উড়ে যায়। যদিও ওই অঞ্চলটি অরক্ষিত ছিল। ওয়েস্ট ইন্ডিজ দু'জন স্লিপ ফিল্ডার রেখেছিল সেই সময়। সুতরাং বল নিশ্চিত বাউন্ডারির বাইরে চলে যাওয়াই স্বাভাবিক ছিল।

তবে ছবিটা বদলে দেন হোল্ডার। দ্বিতীয় স্লিপে ফিল্ডিং করা হোল্ডার সেকেন্ডের ভগ্নাংশ সময়ের প্রতিক্রিয়ায় ডান দিকে শরীর ছুঁড়ে এক হাতে অবিশ্বাস্য ক্যাচ ধরেন। ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড হোল্ডারের এমন দুরন্ত ক্যাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সমর্থকদের কাছে জানতে চায় যে, এটাই টেস্টের ইতিহাসে সর্বকালের সেরা ক্যাচ কিনা। অন্তত স্লিপ ফিল্ডারের ক্ষেত্র এমন অসাধারণ ক্যাচ খুব কমই দেখা গিয়েছে টেস্টে।

সূত্র : হিন্দুস্তান টাইমস


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us