যা হচ্ছে লাক্ষাদ্বীপে

মাসুম মুরাদাবাদী | Jun 15, 2021 03:36 pm
লাক্ষাদ্বীপ

লাক্ষাদ্বীপ - ছবি সংগৃহীত

 

লাক্ষাদ্বীপ ভারতের অন্যতম একটি কেন্দ্রশাসিত অঞ্চল। প্রশাসক এখানকার প্রধান। এখানে সর্বদা কোনো আইএএস (ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস) কর্মকর্তাকে প্রশাসক নিযুক্ত করা হয়। কিন্তু বিগত ডিসেম্বর, ২০২০ সালে গুজরাট বিজেপির অন্যতম নেতা প্রফুল্ল­ খোড়া প্যাটেলকে এখানকার প্রশাসক নিযুক্ত করা হয়েছে। এখানে তার বিশেষ অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য উন্নয়নের নামে এক নয়া প্রকল্প প্রণয়ন করেছেন তিনি। এই প্রকল্পের নাম দেয়া হয়েছে ‘লাক্ষাদ্বীপ ডেভেলপমেন্ট অথরিটি রেগুলেশন’ (এলডিএআর)। এতে গরু জবাই, গরুর গোশত ক্রয়-বিক্রয় ও ব্যবহারে নিষেধাজ্ঞার প্রস্তাব পেশ করা হয়েছে। অথচ সবাই জানেন, এখানকার সব নাগরিক (৯৭ শতাংশ) মুসলমান যারা বছরের পর বছর ধরে গরুর গোশত খেয়ে আসছেন। আর এটাই এখানকার জনপ্রিয় খাদ্য।

অপর প্রস্তাবটি হচ্ছে- এখানে পর্যটনকে চাঙ্গা করার জন্য মদের দোকান খুলতে হবে। উল্লেখ্য, এই মুসলিম দ্বীপে, যেখানকার বেশির ভাগ জনগণ ধর্মীয় রীতির অনুসারী, সেখানে কখনোই মদের দোকানের অনুমতি দেয়া হয়নি এবং এখানকার সব অধিবাসীই মদপানের বিরোধী। প্রফল্ল­ প্যাটেল এ প্রস্তাবও দিয়েছেন যে, উন্নয়নের লক্ষ্যে যে কারো জমি অধিগ্রহণ করা যাবে। স্থানীয় অধিবাসীদের আশঙ্কা, এই আইনের আওতায় তাদের জমি ছিনিয়ে নেয়া হবে। অপর এক প্রস্তাব- ওই সব লোককে পঞ্চায়েতি নির্বাচনে অংশগ্রহণে বাধা প্রদান করা, যাদের দুইয়ের অধিক সন্তান রয়েছে। এ প্রস্তাব এই বাস্তবতা সত্ত্বেও করা হয়েছে যে, লাক্ষাদ্বীপে জন্মের হার সবচেয়ে কম। এ ছাড়া প্রশাসক প্রফুল্ল­ প্যাটেল এখানে ‘গুণ্ডা আইন’ বাস্তবায়ন করার প্রস্তাবও পেশ করেছেন। এ প্রস্তাব এমন এক এলাকার জন্য করা হয়েছে, যেখানে ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট অনুযায়ী অপরাধের হার সমগ্র ভারতের মধ্যে সবচেয়ে কম।

এ সব প্রস্তাবে ভালোভাবেই অনুমান করা যায়, সব কিছুই করা হচ্ছে এ অঞ্চলে অস্থিরতা সৃষ্টি এবং এখানকার মুসলিম অধিবাসীদের কোণঠাসা করার জন্য। এ কারণেই এখানকার মুসলিম নাগরিকদের মাঝে এ ভীতি ছড়িয়ে পড়েছে এবং তাদের শঙ্কা, প্রফুল্ল­ প্যাটেলের প্রস্তাব এক ব্যাপক পরিকল্পনার অংশবিশেষ যা তাদের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক পরিচিতিকে ক্ষতিগ্রস্ত করবে। এ কারণেই চারিদিকে প্রফুল্ল­ প্যাটেলের প্রস্তুতকৃত গেরুয়া খসড়ার নিন্দার ঝড় চলছে এবং অতি দ্রুত এটাকে প্রত্যাহার করার দাবি জোরালো হচ্ছে। বিস্ময়কর হচ্ছে, এ খসড়া প্রণয়নের আগে প্যাটেল স্থানীয় জনগণ তো দূরের কথা, এখানকার জনপ্রতিনিধিদের সাথেও কোনো পরামর্শ করেননি। আর আবশ্যিকভাবে তিনি অগণতান্ত্রিক পন্থায় এখানে তার নিজের গেরুয়া অ্যাজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছেন। সর্বস্তরে এর বিরোধিতা হওয়া উচিত।

মুম্বাই থেকে প্রকাশিত দৈনিক মুম্বাই উর্দু নিউজ ৩০ মে, ২০২১ হতে উর্দু থেকে ভাষান্তর ইমতিয়াজ বিন মাহতাব

 


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us