মাত্র ১৪ টাকায় বাড়ি কেনার সুবর্ণ সুযোগ!

অন্য এক দিগন্ত ডেস্ক | Jun 14, 2021 01:55 pm
মাত্র ১৪ টাকায় বাড়ি কেনার সুবর্ণ সুযোগ!

মাত্র ১৪ টাকায় বাড়ি কেনার সুবর্ণ সুযোগ! - ছবি সংগৃহীত

 

সস্তা নয়, একেবারে পানির দরে বাড়ি কেনার সুযোগ থাকছে আপনার কাছে৷ শুধু একটু ধৈর্য নিয়ে খোঁজ খবর করতে হবে৷ কারণ এই বাড়িগুলিো কিনতে বিশেষ কিছু শর্ত আরোপ করা হয়েছে৷ যা বুঝে নিয়ে সঠিক পদ্ধতিতে পা বাড়ালে, গোটা একটা বাড়ি মাত্র বাংলাদেশী মুদ্রায় ১৪ টাকায় কিনে নিতে পারবেন আপনিও৷

কখনো এমন সুযোগ পাবেন ভেবেছেন কী! কথায় বলে রোটি-কপড়া অউর মকান৷ অর্থাৎ রুটি-কাপড়-বাড়ি৷ এটাই তো মানুষের একেবারে প্রাথমিক প্রয়োজন৷ মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য মাথার ঘাম পায়ে ফেলতে দ্বিধা করেন না কেউই৷ কত কষ্ট করে বাসস্থানের জোগাড় করেন মানুষ আর এখানে সেই সুযোগ মাত্র ১২ টাকায়! জেনে নিন বিস্তারিত৷

ক্রোয়েশিয়ার এক ছোট্ট শহর লেগর‍্যাড ৬২.৬২ বর্গফুট জুড়ে৷ ক্রোয়েশিয়ার দ্বিতীয় বৃহৎ জনসংখ্যার জায়গা ছিল৷ যদিও অস্ট্রো-হাঙ্গেরিয়ান রাজত্বের পর ধীরেধীরে কমেছে সেখানকার লোক সংখ্যা৷ এতটাই কমে গিয়েছে যে কাজকর্মও প্রায় বন্ধ হতে বসেছে৷ কারণ কাজ করার মানুষই তো নেই! একেবারে সীমান্ত শহরে পরিণত হয়েছে লেগর‍্যাড যার সঙ্গে সমস্ত যোগাযোগ ব্যবস্থা বন্ধ হওয়ার জোগাড়৷ জনসংখ্যা এতটাই কমেছে যে শহরটাই ধুঁকতে শুরু করেছে, বলছেন লেগর‍্যাডের মেয়র ইভান স্যাবোলিক৷

লেগর‍্যাড জায়গাটি কোপরিভনিকার উত্তরে অবস্থিত৷ হঙ্গেরির সীমান্ত থেকে খুব বেশি দূরে নয় এই জায়গাটি৷ এখানে মোট ২২৪১ জন মানুষ বসবাস করেন৷

এর ফলে বিপুল সংখ্যক বাড়ি সেখানে খালি পড়ে রয়েছে৷ যা বিক্রির উদ্যোগ নিয়েছে প্রশাসন৷ সাধারণ মানুষের কাছে সাড়া পেতে এক কুনায় বিক্রি হচ্ছে বাড়ি৷ এমনই খবর প্রকাশ পেয়েছে সংবাদসংস্থা রয়টার্সে৷ বাংলাদেশী মুদ্রায় এক কুনার দাম প্রায় ১৪ টাকা। অবশ্য ১৪ টাকা জোগার হলেই বাড়ি কিনতে পারবেন তা কিন্তু নয়। এর সঙ্গে রয়েছে কিছু শর্ত৷

কেন কমল জনসংখ্যা? ১৫ শ' শতাব্দীতে লেগর‍্যাড খুব জনপ্রিয় ব্যবসায়ীক কেন্দ্র ছিল৷ তবে যখনই অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্য শেষ হয়, তখনই বহু মানুষ জায়গাটি ছাড়তে শুরু করেন৷ ফলে এক সময় গিয়ে প্রায় খালি হতে থাকে লেগর‍্যাড৷ এখন পর্যন্ত ১৭ এমন সম্পত্তি বিক্রি হয়েছে৷ বাড়িগুলোর এমন ভগ্নপ্রায় অবস্থা যে তা মেরামতি করতেই ২৫ হাজার কুনা খরচ হবে৷ বাংলাদেশী মুদ্রায় এর অর্থ প্রায় চার লাখ টাকা৷

কারা কিনতে পারবেন বাড়ি? কী শর্ত? যারা বাড়ি কিনবেন তাদের বয়স ৪০ বছরের নিচে হতে হবে৷ এবং আর্থিক অবস্থা স্বচ্ছল হতে হবে৷ তাদের কম করে ১৫ বছর এসে থাকতে হবে লেগর‍্যাডে৷ ক্রোয়েশিয়ায় অভিবাসন নীতি একটু জটিল৷ তবে যারা আসবেন, তাদের জন্য চাকরির ব্যবস্থা করবে সরকার৷ চাকরি মিলতে পারে খাদ্য উৎপাদন, কাঠের কোনো কাজে বা ধাতু প্রক্রিয়াকরণ শিল্পে৷

সূত্র : নিউজ ১৮

 


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us